বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি দেওয়া হবে। এ লক্ষে আজ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ সার্কুলার প্রকাশ
এ জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
১০ম পর্যায়ে এ বৃত্তি দেওয়া হবে ৮৪৩ জন শিক্ষার্থীকে।
অনলাইনে আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
দশম পর্যায়ে ২০২১ সালের জন্য বৃত্তির সংখ্যা ৮৪৩ টি।
এ ছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে পারবেন।
ট্রাস্টের ওয়েবসাইটে (www.bffwt.gov.bd) বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ আছে।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
(১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
(২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৩) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
(৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে।
কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানের উদ্দেশ্য:
- মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তান, পরবর্তী প্রজন্মদেরকে লেখা-পড়ায় সহায়তা ও উৎসাহ প্রদান।
- মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যের প্রবাহ নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত এবং শক্তিশালীকরণ।

আবেদনের শর্তাবলীঃ
- উচ্চমাধ্যমিক উত্তীর্ণসহ উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রী বৃত্তির জন্য দরখাস্ত করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার ২ বৎসর অতিক্রান্তের পূর্বেই এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।
- উচ্চ শিক্ষার মোট সময়কাল অর্থাত দরখাস্তকারি অধ্যয়নরত সর্বোচ্চ মাষ্টার্স/সমপর্যায় সমাপ্ত হওয়া পর্যন্ত এ বৃত্তি চালু থাকবে, এবং তা সর্বোচ্চ ৫ বছর বলবত থাকবে। তবে, সেশনজটের কারণে অনার্স/ মাষ্টার্স/সমপর্যায় শেষ করতে যে সময় অতিরিক্ত লাগবে সে সময়েও বৃত্তি প্রদান অব্যাহত থাকবে।
- মুক্তিযুদ্ধ সম্পর্কে পিএইচডি প্রত্যাশী আবেদনকারীদের মধ্যে থেকে আগ্রহী ও মেধা সম্পন্ন ১/২ জনকে প্রতি বত্সর নীতিমালা অনুসারে বৃত্তি প্রদান করা হবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২

যোগ্যতাঃ
- উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রী বৃত্তির জন্য দরখাস্ত করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার দুই বৎসর অতিক্রান্তের পূর্বেই এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।
- মুক্তিযোদ্ধার মেধাবী পুত্র কন্যা, পুত্র কন্যার পুত্র কন্যা ও পরবর্তী প্রজন্ম ।
- যে সকল ছাত্র/ছাত্রীর পিতা/মাতা/অভিভাবকের মাসিক আয় ত্রিশহাজার টাকার নিম্নে বা ১০ বিঘার নিম্নে কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট নাই।
আবেদনের অযোগ্যতাঃ
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দুই বত্সর অতিক্রান্ত হলে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে না।
- বৃত্তির জন্য দুইবার অকৃতকার্য আবেদনকারী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
- কোন ছাত্র/ছাত্রীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হওয়ার প্রমান পাওয়া গেলে বা নৈতিকভাবে অধ:পতন হলে বা ফৌজদারী অপরাধে দন্ডিত হলে (দেশে/দেশের বাইরে) আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
- যে সকল ছাত্র/ছাত্রীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় ৩০ হাজার টাকার উর্দ্ধে বা ১০ বিঘা বা তদুর্দ্ধ কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট রয়েছে।
- সরকারের অন্য কোনো উৎস হতে আবেদনকারি বৃত্তি প্রাপ্ত হলে।
- মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, পুত্র কন্যার পুত্র কন্যা ও পরবর্তি প্রজন্ম না হলে।
- নির্ধারিত আবেদন ফরমে আবেদন করা না হলে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদান পদ্ধতিঃ
১)বৃত্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃত্তি প্রদানের প্রতি বৎসর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুসারে
মেধা তালিকা প্রস্তুত করণের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি (বাংলা ১টা ও ইংরেজী ১টা) দিয়ে দরখাস্ত আহবান করা হবে।
২)সকল মুক্তিযোদ্ধা পরিবারকে সঠিক সময়ে বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত করানোর জন্য বিজ্ঞাপন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডকে কাউন্সিলকে অবহিত করা হবে ।
৩)বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর বঙ্গবন্ধু ছাত্র বৃত্তির নির্ধারিত অনলাইন ফরমে আবেদন করতে হবে।
বৃত্তি তদারকি পদ্ধতিঃ
1.বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর পক্ষে পরিচালক(কল্যাণ) সার্বক্ষণিক
যোগাযোগ স্থাপন করবে এবং সহযোগিতামূলক সম্পর্ক তৈরী করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে।
2.প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীর জন্য একটি স্বতন্ত্র ফাইল কল্যাণ বিভাগ রক্ষনাবেক্ষন করবে, শিক্ষার্থীর বৃত্তি সংক্রান্ত
প্রাথমিক দরখাস্ত হতে শুরু করে সকল তথ্য সংরক্ষণ করা হবে।
3.কল্যাণ বিভাগ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের প্রতি ছয় মাস অন্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে অধ্যয়ন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে।
4.প্রতি বৎসর কল্যাণ বিভাগ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফল শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করবে এবং ফলাফল মূল্যায়ন
করবে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর গড় ফল সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পর্যালোচনা করবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২
বৃত্তি বহাল থাকার শর্তাবলীঃ
1)বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীকে অবশ্যই নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
2)শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীকে বৎসর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে Progress Report এবং শিক্ষা কার্যক্রম চালু আছে
এ মর্মে প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র ট্রাস্টের কল্যাণ বিভাগে জমা দিতে হবে।
3)পরীক্ষায় অকৃতকার্য হলে বা স্ব স্ব শিক্ষাবর্ষ হতে পরবর্তি শিক্ষা বর্ষে উত্তীর্ণ না হলে বৃত্তিপ্রদান সরাসরি বন্ধ হয়ে যাবে।
4)বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী যে প্রতিষ্ঠানে অধ্যয়ণ করবেন সে প্রতিষ্ঠানের স্ব স্ব শ্রেণীর মোট ছাত্রের যে গড় ফলাফল তার থেকে শিক্ষার্থী ফল খারাপ হলে বৃত্তি বন্ধ হয়ে যাবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি বৃত্তির পরিমানঃ
১)ছাত্র/ছাত্রী এবং শ্রেণী (বর্ষ) নির্বিশেষে বৃত্তির পরিমান মাসিক ১,০০০/-(এক হাজার) টাকা। মাসিক/ ত্রৈমাসিক (Monthly/ Quarterly) ভিত্তিতে বৃত্তির টাকা ছাত্র/ছাত্রীদের এ্যাকাউন্টে প্রেরণ করা হবে।
২)বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত হলে মাসিক বৃত্তির হার অন্যান্যদের তুলনায় কিছুটা বেশী নির্ধারণ করতে হবে।
এ বিষয়ে নির্বাহী কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহন করা হবে। দুইজন পিএইচডি’র ছাত্র/ছাত্রীর মাসিক বৃত্তির হার গবেষণার জন্য
প্রয়োজনীয় খরচের ভিত্তিতে নির্বাহী কমিটি নির্ধারণ করবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২
কোটা পদ্ধতিঃ প্রতি ব্যাচে ৮৪৩ জন ছাত্র/ছাত্রীর মধ্যে বাংলাদেশের প্রতি উপজেলায় অন্তত এক জনের কোটা নির্ধারিত থাকবে। এ একজন বাছাই হবে উপজেলা ভিত্তিক মেধা
অনুসারে। প্রতি উপজেলায় একজন করে বৃত্তি দেওয়ার পর যত সংখ্যক বৃত্তি বাকি থাকবে তা দেশব্যাপি মেধা তালিকা অনুযায়ী নির্ধারিত হবে।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার
বৃত্তির আওতা বৃদ্ধিঃ পর্যায়ক্রমে ট্রাস্টের আর্থিক উন্নতি হলে বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা এবং মাসিক বৃত্তির পরিমান ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে।
আবেদন লিংকঃ https://tmis.bffwt.gov.bd/mis/
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির লিস্টঃ
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Bangabandhu Chatra Britti 2022