এসএসসি অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
অর্থনীতি এসাইনমেন্ট সমাধান
এসএসসি অর্থনীতি চতুর্থ এসাইনমেন্ট (ষষ্ঠ সপ্তাহ) তৃতীয় অধ্যায়ঃ উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য থেকে নেওয়া হয়েছে। এখানে এসএসসি ২০২১ সালের সকল সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও প্রশ্নের সমাধান পাওয়া যাবে। নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন।

নির্দেশক প্রশ্নঃ
ক) চাহিদা রেখা অংকন ও ব্যাখ্যা
খ) যোগান রেখা অংকন ও ব্যাখ্যা
গ) ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ
ঘ) পছন্দমত দ্রব্যের চাহিদা সূচি ও রেখা অঙ্কন
এসাইনমেন্টে ভাল নম্বর পেতে আমাদের ওয়েবসাইটের উত্তর ভালভাবে পড়ে ধারনা নিয়ে তারপর নিজে নিজে লিখো। এতেকরে সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা বাড়বে।
ক) চাহিদা রেখা অংকন ও ব্যাখ্যা
চাহিদা: সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা। তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা নির্ভর করে ক্রয়ক্ষমতা এবং অর্থ খরচ করে ঐ দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না।
একজন দিনমজুর কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো। কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই। তাহলে ইহাকে চাহিদা বলা যাবে না। আবার, ধরুন আপনার আইসক্রীম খেতে ইচ্ছে করল এবং আইসক্রীম কেনার জন্য অর্থ আছে। কিন্তু অর্থ খরচ করে আইসক্রীম কেনার ইচ্ছা নেই। এটিকেও চাহিদা বলা যাবে না।
এসএসসি অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয়। যথা
(১) কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা
(২) দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ
(৩) অর্থ খরচ করে দ্রব্যটি কেনার ইচ্ছা।
চাহিদা সূচি: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ককে যে সারণির মাধ্যমে দেখানো হয় তা হচ্ছে চাহিদা সূচি। সারণি-১ এ মাস্কের কাল্পনিক চাহিদা সূচি দেখানো হয়েছে। প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ মাস্ক ক্রয় করে তা নির্ধারণ করতে পারি। সারণিতে, প্রতিটি ৩০০ টাকা দামে ভোক্তা ৬টি মাস্ক ক্রয় করে, ২০০ টাকা দামে ৮টি এবং ১০০ টাকা দামে ১০টি মাস্ক ক্রয় করে।

এভাবে সারণি থেকে দেখা যায়, প্রতিটি মাস্কের দাম যত কমছে মাস্কের চাহিদার পরিমাণ তত বাড়ছে।
চাহিদা রেখা: চাহিদা সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে, একটি নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারণসমূহ স্থির থাকা অবস্থায় দ্রব্যের দামের উপর দ্রব্যটির প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ভর করে। রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চিত্র ১ এ OY বা লম্ব অক্ষে মাস্কের দাম ও OX বা ভূমি অক্ষে মাস্কের চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। DD হচ্ছে ভোক্তার মাস্কের চাহিদা রেখা।
এই রেখার a, b, c বিন্দুগুলোতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন, b বিন্দু দ্বারা বোঝা যায়, ২০০ টাকা দামে ভোক্তার মাসে মাস্কের চাহিদার পরিমাণ ৮টি। আবার c বিন্দুতে ১০০ টাকা দামে মাস্কের চাহিদা পরিমাণ ১০টি। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তে থাকে এবং চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে।

এসএসসি ষষ্ঠ ৬ষ্ঠ সপ্তাহের অর্থনীতি এসাইনমেন্ট
খ) যোগান রেখা অংকন ও ব্যাখ্যা
যোগান: সাধারণ অর্থে যোগান হচ্ছে কোনো দ্রব্যের মজুদ পরিমাণ। কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় বাজারে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ সরবরাহ থাকে। কোনো দ্রব্যের মজুদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট দামে বাজারে ঐ দ্রব্যটির কি পরিমাণ সরবরাহ রয়েছে। কিন্তু যোগান হচ্ছে একটি নির্দিষ্ট দামে ও সময়ে বিক্রেতা কোনো দ্রব্যের কি পরিমাণ মজুদ বিক্রি করতে প্রস্তুত।
অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা বাজারে কোন দ্রব্য বা সেবার যে পরিমাণ বিক্রি করার সামর্থ্য রাখে তা হচ্ছে যোগানের পরিমাণ। অর্থনীতিতে যোগান শব্দটি দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। চাহিদার মত যোগানও স্থির সংখ্যা নয়। যোগান দেখায়, কিভাবে দামের সাথে সাথে যোগানের পরিমাণ পরিবর্তিত হয়। একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা বাজারে যে পরিমাণ যোগান দেয় তা নির্ভর করে দ্রব্যটির দামের উপর এবং যোগানের উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য উপকরণসমূহের উপর।
যোগান সূচি: চাহিদা সূচির মত যোগান সূচিকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হয় যা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায়। সারনি-২ এ মাস্কের যোগান সূচি দেখানো হলো-

সারনি-২ এ দেখা যাচ্ছে যে, মাস্কের দাম বৃদ্ধি পাবার সাথে সাথে মাস্কের যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যখন অন্যান্য বিষয় (যা বিক্রেতার বিক্রির পরিমাণকে প্রভাবিত করতে পারে) অপরিবর্তিত থাকে।
অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
যোগান রেখা: সারনি-২ এর যোগানসূচিকে আমরা যোগান রেখার সাহায্যে উপস্থাপন করতে পারি। চিত্র -২ এ OX অক্ষে মাস্কের দাম ও OY অক্ষে মাস্কের যোগানের পরিমাণ দেখানো হয়েছে। মাস্কের দাম ও মাস্কের যোগানের পরিমাণ- এই দুইয়ের বিভিন্ন সংমিশ্রণ a, b, c এই বিন্দুগুলোর মাধ্যমে প্রকাশ পায়। a, b, c এই বিন্দুগুলো যোগ করে বাম থেকে ডানদিকে উর্ধ্বগামী যোগান রেখা পাই। সুতরাং যোগান রেখা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ককে প্রকাশ করে।
অর্থাৎ, দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং দ্রব্যের দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়।

গ) ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ
ভারসাম্য দাম: চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দ্রব্যের দাম ও পরিমাণ নির্ধারিত হয়। বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় তা বিশ্লেষণের জন্য ভোক্তার চাহিদা ও বিক্রেতার যোগানের মধ্যে তুলনা করতে হবে এবং দেখতে হবে কোথায় চাহিদা ও যোগান পরস্পর সমান। সারণি-৩ ও চিত্র-৩ এ ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে।

ঘ) পছন্দমত দ্রব্যের চাহিদা সূচি ও রেখা অঙ্কন

৬ষ্ঠ সপ্তাহের অর্থনীতি এসাইনমেন্ট
চিত্রে বাজার চাহিদা রেখা (DD) ও বাজার যোগান রেখা (SS) পরস্পরকে e বিন্দুতে ছেদ করেছে। এই e বিন্দুতে বাজার ভারসাম্য বদ্যমান। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমতায় পৌঁছে। চাহিদা ও যোগানের ছেদবিন্দুতে যে দাম বিদ্যমান তা হচ্ছে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ। চিত্রে, ভারসাম্য দাম ২০০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৮টি। ভারসাম্য দামে ভোক্তা বা ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক এবং বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে এ দু’য়ের পরিমাণ সমান থাকে। এই ভারসাম্য দামকে মাঝে মাঝে market clearing price ও বলা হয়। কারণ- এ দামে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে।
এসএসসি অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
| পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
| এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
| এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
| এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
| এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
| এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
| এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর, ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, এসএসসি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর, এসএসসি ৬ষ্ঠ সপ্তাহের অর্থনীতি উত্তর, ৬ষ্ঠ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর,
এসএসসি অর্থনীতি ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট, এসএসসি অর্থনীতি ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট






![ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২৪ [SSC & HSC] Imdad Sitara Foundation scholarship 2024](https://eduguideline.com/wp-content/uploads/2024/01/20240122_233741-120x86.jpg)













অনেক বেশি উপকার হচ্ছে এই সাইট থেকে কোনো খুঁজাখুঁজি ছাড়ায় Direct এসে পেয়ে যাচ্ছি,একটা কথাই বললো
আলহামদুলিল্লাহ