এইচএসসি ২০২১ পঞ্চম (৫ম) সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান বিস্তারিত আলোচনা করা হলো এইচএসসি ৫ম সপ্তাহ অনান্য বিষয় অ্যাসাইনমেন্ট সমাধান এখানে
HSC 2021 Finance Banking & Bima Assignment Solution
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,
আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন ও গুচ্ছ-৩ এর রসায়ন/অর্থনীতি/পৌরনীতি ও শাসন/যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/
খাদ্য ও পুষ্টি/উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। নিচে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হলোঃ
কমার্স বিভাগ অ্যাসাইনমেন্ট সমাধান
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সমাধান
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র, বিষয় কোড: ২৯২; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:অধ্যায়-তৃতীয়; অর্থের সময় মূল্য;
অ্যাসাইনমেন্ট; অর্থের সময় মূল্যের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।
finance assignment solution hsc 5th week
শিখনফল/বিষয়বস্তু;
১. অর্থের সময় মূল্যের ধারণা করতে পারবে;
২. অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে;
৩. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে;
৪. অ্যানুইটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি);
জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে ৪ টি প্রস্তাব দিয়েছে, যথা:
প্রস্তাব-১: এককালীন ৮০,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;
প্রস্তাব-২: আগামী ৪ বছর যথাক্রমে ৩৫,০০,০০০ টাকা, ৩০,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা এবং ২০,০০,০০০ টাকা পরিশােধ
প্রস্তাব-৩: আগামী ৫ বছর প্রতি বছরের শুরুতে ২২,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে; এবং
প্রস্তাব-৪: আগামী ৫ বছর প্রতি বছর শেষে ২৫,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;
জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার ১০%; জনাব আরশাদের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে:-
ক. অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে;
খ. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে;
গ. মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে;
ঘ. অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে;
উত্তর শুরু
finance assignment solution hsc 2021
(ক) নং প্রশ্নের উত্তর
ব্যবসায় জগতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সিদ্ধান্ত গ্রহণের প্রয়ােজন হয়। এইসব সিদ্ধান্ত
গ্রহণের সাথে আর্থিক বিষয়সমূহ অর্থাৎ নগদ অর্থের আগমন ও নির্গমন বিষয়টি জড়িত থাকে। এই নগদ
অর্থের আগমন এবং নির্গমন একই সাথে সংগঠিত হয় না। ফলে ব্যবসায়িক ক্ষেত্রে সঠিক ও বাস্তবমুখী
সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা অতি গুরুত্বপূর্ণ।
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যও পরিবর্তিত হয়। এই পরিবর্তনকেই অর্থের সময়
মূল্য বলে। যেমন ঃব্যবসায়িক জগতে একটা প্রবাদ প্রচলিত আছে “আগামী কালের এক টাকার চেয়ে
আজকের এক টাকার মূল্য বেশি। উদাহরণ স্বরূপ কোন ব্যক্তিকে যদি আজকে ৫০০ টাকা অথবা ১ মাস
পর ৫০০ টাকা গ্রহণের প্রস্তাব দেওয়া হয় তাহলে সে স্বাভাবিকভাবেই আজকের ৫০০ টাকা গ্রহণ করতে
বেশি পছন্দ করবে কারণ ২ মাস পরের ৫০০ টাকার মূল্য আজকের ৫০০ টাকার মূল্য অপেক্ষা কম ।
ধরি, মিঃ ক ও মিঃ খ দুজনে ১০০ টাকা করে পাবে, মিঃ ক-কে আজকে ১০০ টাকা পরিশােধ
করা হলাে। সে উক্ত টাকা ১০% সুদে ব্যাংকে জমা রেখে ১ বছর পরে ১১০ টাকা পেল। এবং মিঃ খকে ১ বছর পরে ১০০ টাকা প্রদান করা হলাে। উভয়ের অর্থ প্রাপ্তির মধ্যে ব্যবধান (১১০ – ১০০) = ১০
টাকা। এই ১০ টাকাই ১০০ টাকার ১ বছরের সময় মূল্য।
উপরিউক্ত আলােচনার মাধ্যমে অর্থের সময় মূল্যের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করা হলাে।
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
(চ) নং প্রশ্নের উত্তর
অ্যাপার্টমেন্ট কোম্পানির প্রস্তাবগুলাের বর্তমান মূল্য হলাে ?
১ম প্রস্তাবের বর্তমান মূল্য = ৮০,০০,০০০ টাকা।
২য় প্রস্তাবের বর্তমান মূল্য = ৮৫,২৯,৮১৪ টাকা।
৩য় প্রস্তাবের বর্তমান মূল্য = ৯১,৭৩,৭৩৬ টাকা ।
এবং
৪র্থ প্রস্তাবের বর্তমান মূল্য = ৯৪,৭৭,০০০ টাকা ।
জনাব আরশাদ অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে ১ম প্রস্তাবটি গ্রহণ করবে কারণ ২য়, ৩য় ও ৪র্থ প্রস্তাবের
বর্তমান মূল্যের চেয়ে ১ম প্রস্তাবের বর্তমান মূল্য কম । আমরা কোনাে কিছু ক্রয়ের ক্ষেত্রে যার বর্তমান
মূল্য কম বা একই বস্তু ক্রয়ের ক্ষেত্রে যার দাম কম সেটি ক্রয় করি এবং যার দাম বেশি সেটি ক্রয় থেকে
বিরত থাকি। এখানে ২য়, ৩য় ও ৪র্থ প্রস্তাবটির একটিও গ্রহণযােগ্য নহে কারণ এদের বর্তমান মূল্য ১ম
প্রস্তাবটির চেয়ে বেশি। সুতরাং আরশাদ অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য ১ম প্রস্তাবটি গ্রহণ করবে।
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
এসএসসি & এইচএসসি ২০২১ ও ২০২২ সকল সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
HSC 2021 অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ৫ম সপ্তাহ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
এসএসসি-এইচএসসি পরীক্ষাথীদের ব্যবহারিক খাতা জমার নতুন নির্দেশনা
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোন দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের
দুইটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এ নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচী পুনর্বিন্যাস করা হয়েছে।
যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের
শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নোট বুঝ) জমা নেওয়া প্রয়োজন।
ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের
সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যাবহারিকের যে কোন দুইটি ব্যাবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group