এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান নিচে বিস্তারিত বিস্তারিত আলোচনা করা হলো
এইচএসসি ৫ম সপ্তাহ অনান্য বিষয় অ্যাসাইনমেন্ট সমাধান এখানে
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,
আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন ও গুচ্ছ-৩ এর রসায়ন/অর্থনীতি/পৌরনীতি ও শাসন/যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/
খাদ্য ও পুষ্টি/উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। নিচে হিসাববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হলোঃ
হিসাববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
স্তর: এইচএসসি ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: হিসাব বিজ্ঞান ২য় পত্র, বিষয় কোড: ২৫৪; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-চতুর্থ; যৌথ মূলধনী কোম্পানির মূলধন;
অ্যাসাইনমেন্ট;
যৌথমূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাবরক্ষণ সহায়ক তথ্য:
পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড ও যমুনা লিমিটেড ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত তিনটি পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির অনুমােদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত;
পদ্মা লিমিটেড অনুমােদিত মূলধনের ৪০% সমহারে,
মেঘনা লিমিটেড ২ টাকা অধিহারে অনুমােদিত মূলধনের ৫০% এবং
যমুনা লিমিটেড ১ টাকা অবহারে অনুমােদিত মূলধনের ৩০% ইস্যু করলাে;
প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে ২০% অতিরিক্ত আবেদন পেল;
প্রতিটি কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলাে আবেদনকারীদের মধ্যে বন্টন করলাে এবং অতিরিক্ত আবেদনের টাকা যাদেরকে শেয়ার দেওয়া সম্ভব হয়নি তাদেরকে ফেরত দেওয়া হলাে;
যমুনা লিমিটেড ভূমি ও দালানকোঠা ক্রয়ের বিপরীতে অনুমােদিত মূলধনের ২০% ইস্যু করলাে;
শিখনফল/ বিষয়বস্তু;
ক) যৌথমূলধনী কোম্পনির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;
খ) যৌথমূলধনী কোম্পানির শেয়ার, স্টক এবং ঋণপত্রের মধ্যকার পার্থক্য নিরূপন করতে পারবে;
গ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যুর সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্ত করতে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি);
ক) শেয়ার ও স্টকের পার্থক্য নিরূপন;
খ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ;
গ) শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্তকরণ এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ;
8) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
(ক) নং প্রশ্নের উত্তর
যৌথ মূলধনি কোম্পানির মােট মূলধনকে কতগুলাে সমান অংশে বিভক্ত করা হলে তার প্রতিটি
অংশকে এক একটি শেয়ার বলা হয়। পক্ষান্তরে পূর্ণমূল্য আদায়কৃত শেয়ারকে পুনরায় ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হলে তাকে
স্টক বলা হয়। যদিও শেয়ার ও স্টক অনেক সময় একই অর্থে ব্যবহৃত হয়
তথাপিও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হলােঃ
7) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
6) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
5) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
3) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
(2) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
(1) এইচএসসি ৫ম(পঞ্চম) সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এসএসসি & এইচএসসি ২০২১ ও ২০২২ সকল সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এসএসসি-এইচএসসি পরীক্ষাথীদের ব্যবহারিক খাতা জমার নতুন নির্দেশনা
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোন দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের
দুইটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এ নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচী পুনর্বিন্যাস করা হয়েছে।
যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের
শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নোট বুঝ) জমা নেওয়া প্রয়োজন।
ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের
সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যাবহারিকের যে কোন দুইটি ব্যাবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
hsc 2021 5th week accounting 2nd paper assignment solution, hsc 5th week accounting assignment solution, Accounting 2nd paper assignment solution, HSC 2021 5th week Accounting Assignment Solution, HSC2021 5th Week Accounting Assignment, HCS 2021 Assignment Solution 5th week, 5th week assignment solution hsc 2022,
সকল কিছূ ভালো লাগলো। যদি রুবিক্স কপি টা একটু ক্লিয়ার করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।