এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ২০২১ আজ ০৪ জানুয়ারি ২০২২ তারিখে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ওয়েবপোর্টাল ‘দৈনিক শিক্ষায়’ সার্কুলারটি প্রকাশিত হয়েছে।
SSC Scholarship 2021
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য (শর্ত সাপেক্ষে) শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পত্রিকায় প্রকাশের ৩০ দিনের মধ্যে সাক্ষাতের অনুরোধ করা হলো। বিস্তারিত নিচে দেখুন।
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
শিক্ষাবৃত্তি গ্রহণের শর্তাবলী এসএসসি শিক্ষাবৃত্তি ২০২১
(১) SSC / সমমান পরীক্ষায় নূন্যতম ২.৫০ প্রাপ্ত হতে হবে ।
(২)শিক্ষক , কৃষক , মুক্তিযোদ্ধার সন্তান ও মফস্বলের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
(৩) পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে ।এতিম / পিতৃহীন ও অসহায়গণ অগ্রাধিকার পাবে ।
(৪) বাস্তব জীবনে স্ব – ধর্মের অনুসারী হতে হবে ।
(৫) ৫ ম ও ৮ ম সরকারি বৃত্তিপ্রাপ্ত ও A + ধারীরা অগ্রাধিকার পাবে ।
(৬)প্রাকৃতিক দুর্যোগ অঞ্চলের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে ।
এসএসসি শিক্ষাবৃত্তি ২০২১ এসএসসি শিক্ষাবৃত্তি ২০২১
আবশ্যকঃ এসএসসি শিক্ষাবৃত্তি ২০২১
JSC & SSC এর মার্কশীট , প্রশংসাপত্র প্রবেশপত্র , রেজিঃকার্ড , ছবি, স্বহস্তে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি অথবা প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র সঙ্গে আনবে । ( মূলকপিসহ )
বিঃ দ্রঃ
(ক) কোন ধরণের সুপারিশ বৃত্তির অযোগ্য বলে বিবেচিত হবে ।
( খ ) ইতোপূর্বে বৃত্তিপ্রাপ্ত ও আবেদনকারী শিক্ষার্থীদের পুনঃ আবেদন গ্রহণযোগ্য নয় ।
( গ ) বাজেট বরাদ্দ শেষে বৃত্তি প্রদান কার্যক্রমও সমাপ্ত হয়ে যাবে ।
( ঘ ) সাক্ষাত সময় সকাল ৮ টা বিকেল ৪ : ০০ টা । বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ , সাবেক প্রধান নির্বাচন কমিশনার । চেয়ারম্যানঃ দি মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট , ঢাকা । ০১৭১২১৮৩১০৪ , ০১৮৮২৫২০৩৫৩ ” ৩৭/৩/১ , রোড # ০৬. বায়তুল আমন হাউজিং সোসাইটি ( আদাবর বাজার সংলগ্ন ) , শ্যামলী , ঢাকা -১২০৭ ।
সার্কুলার সোর্স লিংক
এসএসসি ২০২১ উত্তীর্ণদের জন্য আরেকটি বৃত্তির আবেদন চলছে। নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত জানুন
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ | DBBL SSC Scholarship 2021 (চলমান)
ডাচ্ -বাংলা শিক্ষাবৃত্তি, এসএসসি-২০২১সম্পূর্ণ আবেদন প্রসেস
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Cox’s Bazar teke Online e abedon kora jabe???