এসএসসি & এইচএসসি ২০২১-২০২২ পরীক্ষার্থীদের প্রত্যেকদিন ক্লাস – মাউশি । কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুকরণে প্রতিটি শিক্ষা
প্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন প্রসঙ্গে আজ ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট একটি নোটিশ প্রকাশ করেছে মাউশি।
নোটিশে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি ২০২১-২০২২ পরীক্ষার্থীদের প্রত্যেকদিন ক্লাস হবে।
প্রকাশিত নোটিশটির বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
বিষয়: কোভিড-১৯ অতিমারি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন
প্রণয়নের নির্দেশনা।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে ১৮/০৩/২০২০খ্রি. থেকে দেশের সকল
শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উপনীত হওয়ায় সরকার
১২/০৯/২০২১খ্রি. থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতােমধ্যে সূত্রোস্থ
পত্রদ্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাক-প্রস্তুতিমূলক গাইড
লাইন প্রকাশ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা হলাে।
১) ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে;
২) ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ০১ (এক) দিন প্রতিষ্ঠানে আসবে;
৩) সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে ২ (দুই)টি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রুটিন প্রণয়ন করবে;
৪) রুটিনের সাথে প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসসমূহ নির্ধারণ করা যেতে পারে;
৫) যেসকল প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সংযুক্ত রয়েছে সেসকল প্রতিষ্ঠান ঐ সকল স্তরের জন্য
নির্ধারিত ক্লাসসমূহ সমন্বয় করে রুটিন প্রণয়ন করবেন;
৬) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার
সাথে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণি কার্যক্রম
পরিচালনা করবে;
৭) রুটিন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ/প্রস্থান/অবস্থানের সময় স্বাস্থ্যবিধি
লঙ্ঘনের মত কোনাে বিষয় না ঘটে;
৮) রুটিন এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের
হয়;
৯) শিক্ষা প্রতিষ্ঠানে আপাততঃ এসেম্বলি বন্ধ থাকবে;
১০) প্রতিদিন নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে;
১১) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস রুটিন তৈরীর ক্ষেত্রে উপর্যুক্ত বিষয় সমূহ অনুসরণ করতে হবে।
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৭ম সপ্তাহ | উত্তর দেখুন |
এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
মাউশি কর্তৃক প্রকাশিত নোটিশটি দেখুন
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
এসএসসি এইচএসসি অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)