এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর । দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অষ্টম সপ্তাহের
নির্ধারিত এসাইনমেন্ট সমূহ হলো – বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ। নিচে এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহ সকল অ্যাসাইনমেন্ট সমাধান/উত্তর দেওয়া হলোঃ
অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান এসএসসি ৮ম সপ্তাহ
এসএসসি ৮ম সপ্তাহ বাংলা ২য় অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২২ ৮ম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট 2022 SSC 8th Week Assignment
বিষয়ঃ বাংলা ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-৩, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ বাংলা শব্দগঠনের উপায় বর্ণনা এবং ‘মমতাদি’ গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ বাংলা শব্দগঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ১. উপসর্গ, প্রত্যয় ও সমাস – বাংলা শব্দগঠনের এই তিন উপায় সম্পর্কে বর্ণনা। ২. ‘মমতাদি’ গল্প থেকে উপসর্গ, প্রত্যয় ও সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা।
নমুনা:
ক. উপসর্গসাধিত শব্দ: উপদেশ = উপদেশ: তৎসম উপসর্গ।
খ. প্রত্যয়সাধিত শব্দ: কৃতজ্ঞতা = কৃতজ্ঞ + তা: তদ্ধিত প্রত্যয়।
গ. সমাসসাধিত শব্দ: রান্নাঘর = রান্নার নিমিত্ত ঘর: ৪র্থী তৎপুরুষ।
বাংলা ২য় পত্র উত্তর দেখুন
এসএসসি ৮ম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
SSC 8th Week Assignment Solution 2022
Class 10 (SSC 2022) 8th Week Physics Assignment solution
বিষয়ঃ পদার্থ বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে
(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল।
(i) এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
(ii) সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনা কর।
(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;
(i) সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি।
(ii) সাইকেলসহ আরােহীর ত্বরণ।
(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়;
চিত্র ২: প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কী ঘটে তা দেখায়।
(i) শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
(ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
শিখনফল/বিষয়বস্তু: বল ও ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তির পরিমাপ করতে পারবে। কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৬৬, ৮৭, ১০২ ও ১১৯-১২০ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।
পদার্থ বিজ্ঞান উত্তর দেখুন
এসএসসি ৮ম সপ্তাহ ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
Class 10 (SSC 2022) 8th Week Business Entrepreneurship Assignment
বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ;
শিখনফল/ বিষয়বস্তুঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ; ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক; আর্থ সামাজিক উন্নয়নের ধারণা;
ব্যবসায় উদ্যোগ উত্তর দেখুন
এসএসসি ৮ম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
Class 10 (SSC 2022) 8th Week Geography and Environment Assignment
বিষয়ঃ ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ
ক. পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমনের ক্ষেত্রে ১৮০°দ্রাঘিমা রেখায় তারিখ, বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা কর; খ. যুক্তরাজ্যে সকাল ৮টা হলে তখন। বাংলাদেশের সময় নিরূপণ;
শিখনফল/বিষয়বস্তুঃ • অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ গুরুত্বপূর্ণ রেখাসমূহ ব্যাখ্যা এবং এদের গুরুত্ব বর্ণনা করতে পারবে • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করে মানচিত্রে বিভিন্ন স্থান শনাক্ত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): • গুরুত্বপূর্ণ রেখাসমূহ এবং আন্তর্জাতিক তারিখ রেখারব্যাখ্যা ও গুরুত্ব বর্ণনা • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা। • আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করা।
ভূগোল ও পরিবেশ উত্তর দেখুন
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহ এ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষা যেভাবে হবে
গত বছর মার্চে অতিমারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খোলেনি।
দেড় বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
স্বাভাবিক সময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের প্রথম চতুর্ভাগে হলেও করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এ বছর এখনও আয়োজন করা সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের জীবন থমকে যাওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা দুটি আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনা পরিস্থিতির অবনতিতে কয়েক দফায় পেছানোর পর সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে।
ssc 8th week assignment solution and question
তবে আনা হয়েছে আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরিবর্তন। একটি বেঞ্চে বসবেন একজন পরীক্ষার্থী। প্রতিটি বিভাগে পরীক্ষা হবে তিনটি বিষয়ে। সময় দেড় ঘণ্টা আর উত্তর লিখতে হবে ১০টির মধ্যে তিনটি বা চারটি।
এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর কেন্দ্রে আসন বিন্যাস করা হবে ইংরেজি ‘জেড’ বর্ণের আকারে এক বেঞ্চে একজন করে বসিয়ে।
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং এইচএসসির প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হতে যাচ্ছে।
সকাল-বিকেল দুই শিফটে এসব পরীক্ষার আয়োজন করা হবে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
ssc 8th week assignment solution, SSC 8th Week Assignment Solution, SSC 8th Week Assignment Answer, SSC 2022 assignment Solution 8th week, SSC 8th week physics assignment solution, ssc 8th week geography assignment solution, ssc 8th week busness assignment solution, ssc 2022 bangla 2nd paper assignment solution 8th week, SSC 8TH WEEK ASSIGNMENT SOLUTION,