আজ ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ (BDS Dental Admission Test Question Solution 2021) অনুষ্ঠিত হয়। নিচে ডেণ্টাল ভর্তি পরীক্ষা ২০২১ এর সসম্পূর্ণ প্রশ্ন ও সমাধান দেওয়া হলো।
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ প্রশ্ন ও উত্তর, ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ প্রশ্ন সমাধান, বিডিএস ভর্তি পরীক্ষা প্রশ্ন -২০২১ সমাধান, Dental Admission Test Question 2021, Dental Admission question 2021, dental admission question 2021,dental admission result 2021,
ডেন্টাল ভর্তি ফলাফল প্রকাশ, দেখুন এখানে ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১
BDS ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ প্রশ্ন সমাধান
Biology Answer
1) বহিঃস্থ আবরণ নেই যে ভাইরাসের – TMV
2) টক্সিক ভেকসিন- ডিপথেরিয়া /টিটেনাস
3) ডিএনএ ভাইরাস কোনটি- হারপিস ভাইরাস
4) ঘাসফড়িং এর স্পাইরাকলের চারদিকে কোনটি থাকে?- পেরিট্রিম
5) পাতার কুচির জনন কোন উপায়ে?-পাতার মাধ্যমে/অঙ্গজ জনন
6) সেকেন্ড আপার মোলারে কোন স্যালাইভা গ্ল্যান্ড উম্মুক্ত হয়?-Parotid
7) HCL র ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?-Gastrin
8) গাজরের কোন প্লাস্টিড থাকে?
– ক্রোমোপ্লাস্ট
9) করপাস লুটিয়াম থেকে কোনটি নিঃসরণ হয়?
-প্রোজেস্টেরণ
10) বৃক্কের কাজ নয়?-WBC Production
11) অটোফ্যাগি করে কোম অঙ্গাণু?
-লাইসোজোম
12) মুখমণ্ডলের অস্থির সংখ্যা?
-১৪টি।
13) উদ্ভিদ মাটি থেকে কোনটি শোষণ করে- নাইট্রোজেন
14) এসিড বৃষ্টির জন্যে দায়ী- সাল্ফার ডাই অক্সাইড
15) বহিঃক্ষরা গ্রন্থি নয়- থাইরয়েড
16) বোমেন্স ক্যাপসুল এর আবরনী-স্কোয়ামাস
17) বক্ষ অস্থিতে – সাবক্লেভিয়ান ধমনী
18) ক্রেবস চক্রের কাচামাল -Acetyl Co-A
19) গ্লাইকোলাইসিস হয়- সাইটোপ্লাজমে
20) পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটি-হাইপোথ্যালামাস
চামড়ার টেনিং এ ব্যাবহার হয় – Chromium
22)রক্ত জমাট বাধায় – ক্যালসিয়াম
23)শ্বাশনালির ভেতরে খাদ্য যেতে বাধা দেয় – এপিগ্লটিস
24)এক্টোডার্ম থেকে তৈরি হিয়- চোখের লেন্স
25)স্বাভাবিক বিএমআই -18.5-24.99
26)Na এর মাত্রা নিয়ন্ত্রণ করে – এল্ডোসটেরোন
27) নিউক্লিয়ার বিভাজন – ক্যারিওকাইনোসিস
Dental (BDS)Admission Question & Solution 2020-2021
Chemistry Answe
1) সবথেকে কার্যকরী কোয়াগুলেন্ট কোনটি – ferrous sulphate
2) পানিতে অদ্রবণীয় কোনটি -BaSO4
3) পানিতে অধিক দ্রবণীয় কোনটি-NH3
4) NaOH এর ঘনমাত্রা কোনটি-
5) এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট ন্য – BHT
6) নেশলার দ্রবণ – NH4+
7) কোনটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান –
8) Xn কিসের প্রতিক- জেনন
9) কোনটির কোয়াগুলেশন ক্ষমতা দ্রুত?
-Al3+
10) ল্যাকটোজের পরিমান বেশি থাকে কোথায়?
-মায়ের দুধে
11) শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে কোনটি?-SO2
12) ক্রোমাটোগ্রাফি এর দশা কয়টি- ২ টি
13) রুইমাছের বক্ষপিঞ্জরের কোন ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয়- করডাল ধমনী
14) অস্থায়ী চম্বুক কোথায় ব্যবহৃত হয় -কলিং বেল
15) তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কে রুপান্তরিত করে? – বৌদ্যুতিক মটর
16) হুইটস্টোন ব্রিজের সাহায্য কোনটি নির্নয় করা হয় – রোধ
17) অগ্নিনির্বাপক – কার্বন ডাই অক্সাইড
18) সাইট্রিক এসিড পিএইচ- ৩.১৪
19) Na এর মাত্রা নিয়ন্ত্রণ করে – এল্ডোসটেরোন
20) কোনটি সবল এসিড নয়- এসিটিক এসিড
21) গ্লিসারল ফ্যাটি এসিড এর সমন্বয়ে গঠিত হয়- ফসফোলিপিড
22) বুরেট পরিষ্কারক – ক্রোমিক এসিড
23) Cu(NH3)2+ —-সসন্নিবেশ বন্ধন
ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১
Physics
1) কোন তাপমাত্রায় g এর মান সবচেয়ে বেশি- (gravitation decreases as the temperature of the object increases. On the contrary, gravity increases as the temperature of the object decreases.)
2) প্রতিসরক টেলিস্কোপ কোনটি -গ্যালিলিও
2) চার্জের একক কি?
-কুলম্ব
3) বিকরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.7 nm হলের এর ফ্রিকোয়েন্সী কত?
4) -6.163×10^-14 hz
5)বেশি তরংগ দৈর্ঘ – মাইক্রোওয়েভ
6) অসংরক্ষনশিল বল- ঘর্ষণ বল
7) 1 guss =10000 T
8)
ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১
GK Answer
1) বাংলাদেশ কত সালে জাতিসংঘ পদ লাভ করে-1974
2) পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি-৪১ টি
3) জয় বাংলার জয় গানটির গীতিকার কে- মাজহারুল ইসলাম
4)ভানু সিংহ কার ছদ্ম নাম= রবীন্দ্রনাথ
5) পাটের আঁশ পলিথিন তৈরির আবিষ্কারক= মোবারক আহমেদ খান
6) অসমাপ্ত আত্মজীবনী র ইংলিশ নাম= the unfinished memories
7)ঢাকা কতো নং সেক্টরে ছিলো= 2
8) বঙ্গবন্ধুকে জুলিও কুরি উপাধি দেওয়া হয়= ২৩ মে
9) জসিম উদ্দিনের লেখা= রাখালী
10)মুজিব নগর সরকার শপথ গ্রহণ করে কবে= ১৭ এপ্রিল
English Answer
1.benefit adjective= beneficial
2.concluded noun= conclusion
3.wholesome= adjective
4. pertinent= relevant, resilient
5.forget noun= forgetfulness
6. Encyclopedia/ encyclopaedia
7.Millennium
8.habib has been using= Present perfect continuous
9.It was raining when i got up – past continuous
10. I prevent him from going
11. Ambition for
12. exuberant Antonym= gloomy
এর বাইরে আপনাদের জানা প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে সহযোগীতা করুন।
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল হতে পারে রোববার
আগামী রোববার (১২ সেপ্টেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে
পারে। আজ শুক্রবার সারাদেশ থেকে ভর্তি পরীক্ষার ওএমআর শিট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।
জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে নানা কারণে এবার খুব বেশি শিক্ষার্থী
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ওএমআর শিট সংগ্রহের পর এগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি টিমের
কাছে পাঠানো হবে। তারা সফটওয়্যারের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে ফল তৈরি করবেন। আগামীকাল শনিবারের মধ্যে এই প্রক্রিয়া
শেষ হয়ে যাবে। এরপর রোববার ফল প্রকাশ করতে পারে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন ও সমাধান ২০২১, Dental Admission Test Question Solution 2021, Dental Admission Test Result 2021, Dental Admission Question 2020-2021 session, বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন ২০২০-২০২১ সেশন
এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি
উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান বলেন, আমরা এখন ওএমআর শিট সংগ্রহ করছি।
আশা করছি আজ রাতের মধ্যেই সব কেন্দ্র থেকে ওএমআর শিট এসে পৌঁছাবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।
কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট
করে কোনো তারিখ জানাতে পারছি না।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ সারাদেশের নির্ধারিত ভেন্যুগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্র নিয়েই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
আরো পড়ুন,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১, ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১, ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১