নতুন ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি দিতে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ‘ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমে’র আওতায় এই বৃত্তির আহ্বান করা হয়।
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আগামী ১ থেকে ৩১ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত দরখাস্ত জমা নেয়া হবে বলে আজ ২৬ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নতুন ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২ প্রকাশ করেছে।
এতে বলা হয়, ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
(১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
(২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৩) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
(৪) বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে (বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেয়া হবে।
এতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।
নতুন ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আবেদনের নিয়মাবলী:
১. আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
২. স্নাতক পর্যায়ে অধ্যয়নরত আবেদনকারীকে ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক বা সমমান উত্তীর্ণ হতে হবে।
৩. উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত আবেদনকারীকে ২০২০-২০২১ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. আবেদনকারীর নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক রাউটিং নম্বর উল্লেখপূর্বক ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে যা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
৫. উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে যারা আগে এই বৃত্তি পেয়েছে তারা আবেদনের অযোগ্য। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী যদি এখন স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকে তাহলে আবেদন করতে পারবে।
৬. উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত আবেদনকারীকে এসএসসি বা সমমান পরীক্ষায় মিনিমাম জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব আর স্নাতক পর্যায়ের আবেদনকারীকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষার প্রতিটিতে মিনিমাম জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব থাকতে হবে।
৭. আবেদনপত্র অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।
৮. সম্প্রতি তোলা এককপি রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৯. অভিভাবকের মাসিক পারিবারিক আয়ের সনদপত্র দাখিল করতে হবে। আর সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কমিশনার/ইউএনও/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
১০. মুক্তিযোদ্ধা সংক্রান্ত যথাযথ প্রমাণ দাখিল করতে হবে।
১১. এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের মার্কসিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।
১২. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
১৩. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য বিবেচিত হবে।
আবেদনের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদনফরম ও প্রয়োজনীয় নির্দেশাবলী সংগ্রহ করা যাবে।
ওয়েবসাইটের লিংকঃ LINK
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট, ২০২২ ইং
আবেদন ফরমঃ নতুন ভারত বাংলাদেশ মৈত্রী স্কলারশিপ
উল্লেখ্য ভারত সরকার গত ২০১৭-২০১৮ সাল থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শুরু এই শিক্ষা বৃত্তি প্রকল্প শুরু করেন।
ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group