নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || Navy Job Circular 2022
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২২ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ ৭ মার্চ, ২০২২ ইং.
পদের নামঃ
নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
মেডিকেল, পেট্রলম্যান, রাইটার, স্টোর, এমওডিসি, কুক, স্টুয়ার্ড (নৌ) ও টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে।
আবেদনের যোগ্যতা: ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫০ নিয়ে পাস হতে হবে।
তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’গ্রেডপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল পদে আবেদনের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.৫০ নিয়ে পাস করতে হবে।
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || Navy Job Circular 2022
পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি পাস।
কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ২.৫০ নিয়ে এসএসসি পাস এবং টোপাস পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা:
১। সিম্যান(পুরুষ) এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
২। পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
৩। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা)
৪। এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি
৫। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং
৬। চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || Navy Job Circular 2022
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া প্রার্থীর সাঁতার জানা আবশ্যক। প্রার্থীর বয়সসীমা ১৭-২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার বেসামরিক, নৌবাহিনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২২, নৌবাহিনী এমওডিসি এর বেতন কত, Navy Sailor Job Circular 2022, Join Bangladesh navy, Join Navy, Www joinnavy Navy mil BD admit card, Navy Short Course Circular, www.navy.mil.bd result 2022,
Bangladesh Navy MODC Job Circular 2022, Bangladesh Navy Civil Job Circular 2022, Navy Job Circular 2020, Navy Job Circular 2021 PDF, Bangladesh Navy Job Circular 2022, Navy Job Circular 2021, Navy Job Circular 2022, Navy Job Circular 2018, Bangladesh Navy Job Circular 2020, Navy Job Circular 2021 BD, Bangladesh Navy Job Circular for Diploma Engineer