উদ্বোধনের পরপরই পদ্মা সেতু দেখতে ঢল নেমেছে দর্শনার্থীদের। পরিবার বা বন্ধুদের নিয়ে যে যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু দেখতে। নিজেদের আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পদ্মা সেতুর ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনিময় করছেন তাঁরা।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ‘ফটোগ্রাফি ক্যাম্পেইন’–এর আয়োজন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। নিজেদের তোলা পদ্মা সেতুর ছবি জমা দিয়ে অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেরা ছবি জমা দেওয়া ব্যক্তি পাবেন ‘গ্যালাক্সি এস ২২ আলট্রা’ স্মার্টফোন উপহার। দ্বিতীয় থেকে দশম স্থান অধিকারী সবাই পাবেন একটি করে গ্যালাক্সি ট্যাবলেট কম্পিউটার।
স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, শুধু স্যামসাং স্মার্টফোন দিয়ে তোলা পদ্মা সেতুর ছবি এই প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। শুধু তা–ই নয়, নিজেদের পছন্দের সেরা ছবিটি স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজে জমা দিয়ে মন্তব্যের ঘরে #উইথগ্যালাক্সি এবং #স্যামসাং হ্যাশট্যাগ লিখতে হবে। ১৫ জুলাই পর্যন্ত ছবি জমা দেওয়ার সুযোগ মিলবে।
আরো দেখুনঃ বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির সার্কুলার
প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত ছবি নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর মূল ফাইল ও যে স্যামসাং স্মার্টফোন দিয়ে ছবিটি তোলা হয়েছে, সেটির মডেলসহ বিভিন্ন তথ্য জমা দিতে হবে। এসব তথ্য সফটওয়্যারের মাধ্যমে পর্যালোচনা করে সত্যতা নিশ্চিত করবে স্যামসাং। পরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে।
এ বিষয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের জন্য বিশাল বড় অর্জন। এ জন্য আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আমাদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ।’
ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের যে কোনো স্যামসাং স্মার্টফোন দিয়ে পদ্মা সেতুর ছবি তুলতে হবে এবংhttps://facebook.com/SamsungBangladesh/photos/a.321070807919941/6047576365269328 এই পোস্টের কমেন্টসে #উইথগ্যালাক্সি এবং #স্যামসাং হ্যাশট্যাগসহ ছবিটি আপলোড করতে হবে। ক্যাম্পেইনের বিজয়ীর জন্য থাকছে একটি গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন, সেই সাথে ২য় থেকে ১০ম স্থান অধিকারীরা প্রত্যেকে পাবেন একটি করে গ্যালাক্সি ট্যাব এ।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group