১ কোটি ১৪ লক্ষ টাকার সম পরিমান বর্ণ শিক্ষা বৃত্তি
বর্ণ শিক্ষা বৃত্তি
এডমিশন কোচিং এবং হোস্টেল বৃত্তি
(শুধুমাত্র এইচ.এস.সি. ২০২২ পরীক্ষার্থীদের জন্য)
*** বিজ্ঞান, মানবিক, ব্যাবসা এবং বিভাগ পরিবর্তন বিভাগ ****
আবেদন করতে পারবে সর্বোচ্চঃ ৪,৫০০ জন
বৃত্তি পাবেঃ ৮০০ জন।
দেশের সার্বিক বন্যা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় বর্ণ এডমিশন কেয়ার ৮০০ জন এইচ.এস.সি. / সমমান ২০২২ পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ভর্তি কোচিং এর সুযোগ প্রদান করতে যাচ্ছে।
বর্ণ হতে এই প্রথম এই ধরনের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হল।
আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে।
** সকল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বিশেষ ভাবে উতসাহিত করা হচ্ছে আবেদনের জন্য।
বৃত্তির জন্য প্রাথমিক আবেদনের লিংকঃ
https://forms.gle/ofEaKUbiR2uDPdLG6
এই আবেদন পত্রের উপর ৫০ নাম্বার আছে। কোন ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে আবেদন বাতিল বলে বিবেচিত হবে এবং সবার সামনে সেটি প্রকাশ করা হবে।
প্রাথমিক আবেদনের শেষ_তারিখঃ
রাত ১২ টা, ২৮ শে জুলাই ২০২২
বর্ণ শিক্ষা বৃত্তি
বৃত্তির ক্যাটাগরি ৩_টি
ক্যাটাগরি_বি১
৩০০ জন বিনা টাকায় বর্ণে এডমিশন কোচিং করতে পারবে।
নির্বাচিতদেরকে ৩০০০ টাকা অগ্রীম জমা দিতে হবে। বর্ণের ৬ টি ক্লাস /পরীক্ষাই অনুপস্থিত না থাকলে এই টাকা ফেরতযোগ্য।
ক্যাটাগরি_বি২
২০০ জন বৃত্তি পাবে বি২ ক্যাটাগরিতে।
এই ক্যাটাগরির অধীনে ঢাবি ক/খ/গ/বিভাগ পরিবর্তন কোচিং করতে পারবে ৩,০০০ টাকায়।
এবং ইঞ্জিনিয়ারিং+বায়ো অথবা মেডি+ম্যাথ কোর্স টি বর্ণে করতে পারবে ৫০০০ টাকায়।
ক্যাটাগরি_সি
৩০০ জন বৃত্তি পাবে সি ক্যাটাগরিতে।
এই ক্যাটাগরির অধীনে ঢাবি ক/খ/গ/বিভাগ পরিবর্তন কোচিং করতে ৯০০০ টাকায়।
এবং ইঞ্জিনিয়ারিং+বায়ো অথবা মেডি+ম্যাথ কোর্স টি বর্ণে করতে পারবে ১৩৫০০ টাকায়।
** বি১/বি২/সি ক্যাটাগরি হতে বিভিন্ন ফাউন্ডেশন তাদের হোস্টেল বৃত্তির জন্য ছাত্র/ছাত্রী বাছাই করে নিবে।
বৃত্তি পরীক্ষার পদ্ধতি
২ ধাপে পরীক্ষা হবে বৃত্তি পাওয়ার জন্য।
১ম ধাপে অনলাইনে হবে।
অতঃপর ২য় ধাপে অফলাইনে হবে।
১ম ধাপ অনলাইন_পরীক্ষাঃ
অনলাইন পরীক্ষার তারিখঃ
২৯.৭.২২ এবং ৩০.৭.২২
২৯ শে জুলাই সকাল ১০ টা হতে ৩০ শে জুলাই রাত ১২ টার মধ্যে নিচের লিংকে ঢুকে যে কোন সময় পরীক্ষা দিতে পারবে।
অনলাইন পরীক্ষার লিংক
https://testmoz.com/class/42086
(এই এক লিংকে ঢুকলেই সাইন্স/আর্টস/কমার্স/বিভাগ পরিবর্তন এর প্রশ্ন পাওয়া যাবে ঠিক ২৯ শে জুলাই এর সকাল ৯ঃ৫৯ হতে)
নিজ নিজ এস এস সি পরীক্ষার রোল নাম্বার দিয়ে পরীক্ষার লিংকে লগিন করতে হবে।
মনে রাখতে হবে, পরীক্ষার লিংকে একবার লগিন করার পরে দ্বিতীয় বার আর সে লগিন করার সুযোগ পাবে না। তাই ইন্টারনেট কানেকশন নিরবিচ্ছিন্ন হওয়াটা অতীব জরুরী।
অনলাইন পরীক্ষার ন্যুনতম পাশ নাম্বারঃ ১২
অফলাইন পরীক্ষার জন্য_নির্বাচন
ছাত্র/ছাত্রীর প্রাথমিক আবেদনপত্রের জন্য বরাদ্ধকৃত নাম্বার ৫০ এবং অনলাইন পরীক্ষার পূর্ণ মান ৫০.
মোট ১০০ নাম্বারের ভিত্তিতে অফলাইন পরীক্ষার জন্য মনোনীত করা হবে।
২য় ধাপ অফলাইন_পরীক্ষাঃ
যারা অনলাইন পরীক্ষাএবং প্রাথমিক আবেদনপত্রে মোট যারা ন্যুনতম ৬২ নাম্বার পাবে, তাদের অফলাইন পরীক্ষা হবে।
অফলাইন পরীক্ষার এক্সাম সেন্টার হবেঃ দেশের প্রতিটি জেলায়।
বর্ণ শিক্ষা বৃত্তি
কোন ছাত্রের কবে কোন জেলায়, কোথায়, কিভাবে, কোন বিষয়ে, কত নাম্বারের অফলাইন এক্সাম হবে, তা তাকে জানিয়ে দেওয়া হবে।
বৃত্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবেঃ রাত ১১ টা, ৬.৮.২২।
নির্বাচিতদের বৃত্তি গ্রহন নিশ্চিত করতে হবেঃ ৮ এবং ৯ ই আগস্টের মধ্যে।
অতিব_জরুরীঃ
যারা অনলাইন পরীক্ষায় অতি ভাল করবে এবং অফলাইন পরীক্ষায় মোটামুটি পাবে, তাদের আবেদন বাতিল বলে বিবেচিত হবে।
অর্থাৎ, ধরো অনলাইন পরীক্ষায় কেউ ৫০ শে ৩৫ পেল। কিন্তু অফলাইনে কেউ ৫০ –এ ১৫ পেল। সাথে সাথেই তার আবেদন বাতিল।
অন্য দিকে অনলাইনে কেউ ১৫ পেল। অফলাইনেও কেউ ১৫। বরঞ্চ সে বৃত্তির জন্য মনোনীত হবে।
তার পরামর্শ দেওয়া হচ্ছে, নিজ যোগ্যতায় যেন অনলাইন পরীক্ষায় অংশ গ্রহন করে।
এছাড়া নিজ কলেজ এবং জেলায় ছাত্র/ছাত্রীর পরীক্ষার মার্ক্স তুলনা করা হবে বেল গ্রাফের মাধ্যমে। ফলে ফ্রড ধরাটা অতীব সহজ হবে বর্ণের জন্য।
অন্যান্য_নিয়মাবলী
১। বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলীঃ
- এইচএসসি পরীক্ষার্থী ২০২২ হতে হবে
- এসএসসি সর্বনিম্ন জিপিএঃ ৩.৫০ (বিজ্ঞান/মানবিক/ব্যবসা)
- বৃত্তি দেওয়া হবেঃ মেডিকেল+ম্যাথ, ইন্জিনিয়ারিং+বায়ো, ঢাবি ক, খ, গ এবং বিভাগ পরিবর্তন ইউনিটে।
- এম সি কিউ এক্সাম হবে।
- ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।
২. সার্ভারের লিমিটেশন কারনে সর্বাধিক ৪৫০০ জনের প্রাথমিক আবেদন জমা এবং অনলাইন পরীক্ষা নেওয়া হবে
৩. অনলাইন লিংক দিয়ে বৃত্তির জন্য প্রথমিক আবেদন একবার করতে হবে।
প্রাথমিক আবেদন সফল ভাবে সাবমিট হলে সাথে সাথেই সে ওখানেই দেখতে পারবেঃ
“আপনার আবেদনটি সফল ভাবে জমা হয়েছে”
পরবর্তীতে আলাদা করে কোন রোল প্রদান করা হবে না। নিজ নিজ এস এস সি পরীক্ষার রোলই বর্ণের অনলাইন পরীক্ষার জন্য ব্যাবহার করতে হবে।
৪। পরীক্ষার সিলেবাস এবং মানবন্টনঃ
বিজ্ঞান বিভাগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
পদার্থ, রসায়ন, গণিত, বায়োলজী শর্ট সিলেবাস এইচ এস সি ২০২২ অনুসারে
- পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ৫০
মোট MCQ – ৫০.
সময়ঃ ৫০ মিনিট.
বর্ণ শিক্ষা বৃত্তি
যারা ইঞ্জিনিয়ারিং বা ঢাবি ক কোচিং করতে চায়, তাদের পরীক্ষার মান বন্টনঃ
পদার্থ ১৭, রসায়ন ১৭, গণিত ১৬.
যারা মেডিকেল কোচিং করতে চায়, তাদের পরীক্ষার মান বন্টনঃ
পদার্থ ১৫, রসায়ন ১৫, বায়োলজি ২০.
সাইন্সের কেউ চাইলেই উভয় পরীক্ষাই দিতে পারবে। অর্থাৎ মেডিকেলের পরীক্ষাটাও দিতে পারবে। আবার ইঞ্জি/ঢাবি ক এর জন্যও পরীক্ষাটি দিতে পারবে।
২৯ বা ৩০ শে জুলাই যখনই লগিন করুক না কেন। লগিন করার সময় হতে ৫০ মিনিট কাউন্ট হবে পরীক্ষা দেওয়ার জন্য।
মানবিক বিভাগ এবং বিভাগ পরিবর্তন এর পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ, ইংরেজি গ্রামার এবং সাধারণজ্ঞান সম্পূর্ণ সিলেবাস।
*পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ৫০
মোট MCQ – ৫০.
সময়ঃ ৪০ মিনিট.
বাংলা ১৫, ইংরেজী ১৫, সাধারণজ্ঞান ২০.
ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
ইংরেজী ১ম পত্র হতে কোন প্রশ্ন করা হবে না।
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এর শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার সম্পূর্ণ সিলেবাস।
একাউন্টিং, ম্যানেজমেন্ট — শর্ট সিলেবাস।
- পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ৫০
মোট MCQ – ৫০.
সময়ঃ ৫০ মিনিট
বাংলা ১০, ইংরেজি ১০, হিসাববিজ্ঞান ১৫, ব্যবস্থাপনা ১৫
যোগাযোগ:
বর্ণ এডমিশন কেয়ার
বি/১৪, ব্লক – ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
০১৭০৬ ১০০ ৬৩৮,
০১৭০৬ ১০০ ৬৩৯
(সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা)
বর্ণ শিক্ষা বৃত্তি
জরুরীঃ
১। বর্ণ কতৃপক্ষের যে কোন সময় নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২। পাঠ্যবই এর ১ম ও ২য় – উভয় পত্র হতেই প্রশ্ন করা হবে।
৩। বৃত্তিটি প্রয়োজন না হলে অযথা আবেদন করবেন না দয়া করে। অথবা বর্ণে পড়ার ব্যাপারে অনাগ্রহ থাকলেও আবেদন করার দরকার নেই। কারন সার্ভারের লিমিটেশনের কারনে মাত্র ৪৫০০ জন নাম নিবন্ধন করতে পারবে। আপনি অযথা আবেদন করলে, যার খুব প্রয়োজন এরকম অন্য এক জন আবেদন করতে পারবে না।
৪। কেউ অনলাইন অনলাইন পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করলে সেটি তার জন্য লজ্জ্বার কারন হবে।
৫। মাত্র ৪,৫০০ জনের থেকে ৮০০ জন বৃত্তি পাবে ইনশাল্লাহ। তার মানে প্রায় প্রতি ৬ জনে ১ জন।
৬। পরীক্ষায় ভাল করার জন্য নিজ নিজ ইউনিটের ঢাবি/মেডিকেল প্রশ্ন ব্যাংক বইটি দেখ।
৭। কেউ যদি বর্ণে বা অন্যান্য কোচিং-এ ভর্তি হয়ে যায়, তাহলেও তার বর্ণ কোচিং বৃত্তি পরীক্ষা দিতে কোন বাধা নেই।
৮। কেউ যদি ইতিমধ্যে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন / ঘুড্ডি ফাউন্ডেশন / মেধাবী কল্যান সংস্থা/ হৃদয়ে বাঘাইছড়ি বা অন্যান্য ফাউন্ডেশন হতে বৃত্তি পেয়ে থাকে, তাহলেও সে পরীক্ষাটি দিতে পারবে।
৯। কেউ যদি ইতিমধ্যে ঘুড্ডি ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা না দিয়ে থাকে / ঘুড্ডি বৃত্তি পেয়েও বৃত্তিটি না নিয়ে থাকে – সেও পরীক্ষা দিতে পারবে। অর্থ্যাত, যে কেউ পরীক্ষা দিতে পারবে।
বর্ণ শিক্ষা বৃত্তি
১০। এইচ এস সি ২০২২ ব্যাচের সবাইকে এই পোস্টটি নিজ কলেজের স্যার / বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।
১১। বৃত্তিপ্রাপ্ত সবাই যেহেতু বর্ণে পড়বে, তাই কোচিং চলাকালীন সময়ে বর্ণের সকল নিয়মকানুন মেনে চলতে হবে ছাত্র/ছাত্রীদের। এছাড়া বর্ণের নির্ধারিত ৭ টি হোস্টেলেই ছাত্র/ছাত্রীদের থাকতে হবে।
১২। যারা বি১ ক্যাটাগরীতে বৃত্তি পাবে, তাদেরকে কোচিং এবং সকল ভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে বর্ণে ১৫০ ঘন্টা ভলান্টিয়ার সার্ভিস দিতে হবে।
যারা বি২ ক্যাটাগরীতে বৃত্তি পাবে, তাদেরকে কোচিং এবং সকল ভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে বর্ণে ১০০ ঘন্টা ভলান্টিয়ার সার্ভিস দিতে হবে।
যারা সি ক্যাটাগরীতে বৃত্তি পাবে, তাদেরকে কোচিং এবং সকল ভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে বর্ণে ৭৫ ঘন্টা ভলান্টিয়ার সার্ভিস দিতে হবে।
১৩। বৃত্তিপ্রাপ্ত ৮০০ জন হতে সর্বোচ্চ মেধাবী ১০০ জনকে বর্ণের নিজস্ব হোস্টেলে উঠার সুযোগ দেওয়া হবে। যাতে বর্ণ তাদেরকে ক্লোজ অবজারভেশনে রাখতে পারে। এক্ষেত্রে হোস্টেলের ফী ছাত্র/ছাত্রীদেরকেই বহন করতে হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Thank