মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে স্নাতকের ৪ হাজার শিক্ষার্থীকে
দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার হাজার ১২৫ জন শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি দেওয়া হবে।
স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
(১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
(২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
৩) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
(৪) বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
স্নাতকের বৃত্তি
এর মধ্যে মেধা বৃত্তি পাবেন ১৩২ জন এবং সাধারণ বৃত্তি পাবেন চার হাজার ১২৫ জন। সবমিলিয়ে চার হাজার ২৫৭ জনকে এ বৃত্তি দেওয়া হবে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ বৃত্তি পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে বৃত্তির কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব খাতভুক্ত সরকারি সাত বিশ্ববিদ্যালয়ের চার হাজার ২৫৭ জন শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যেসব শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান বিশেষ অনুদানের টাকা পেয়েছেন তার তালিকা দেখুন
তালিকা দেখতে ক্লিক করুন :
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক অনুদানের
তালিকা দেখতে ক্লিক করুন
তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ৩৫ জন ও সাধারণ বৃত্তি পাবেন এক হাজার ৮৭৫ জন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬ জন মেধাবৃত্তি ও ৯৮৭ জন সাধারণ বৃত্তি পাবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৮ জন ও সাধারণ বৃত্তি ৫৬২ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৬ জন ও সাধারণ বৃত্তি পাবেন ২৮১ জন।
এছাড়াও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১২ জন ও সাধারণ বৃত্তি ১৪১ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১২ জন
ও সাধারণ বৃত্তি ১৪১ জন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৩ জন ও ১৪১ জন সাধারণ বৃত্তি পাবেন।
স্নাতকের বৃত্তি
এতে বলা হয়েছে, নির্বাচিতরা মেধাবৃত্তি হিসেবে মাসিক এক হাজার ১২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান এক হাজার ৮০০ টাকা পাবেন।
সাধারণ বৃত্তি হিসেবে মাসিক ৪৫০ টাকা ও বার্ষিক এককালীন অনুদান হিসেবে ৯০০ টাকা প্রদান করা হবে।
এ বৃত্তি ব্যয় চলতি ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি/মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
বৃত্তির শর্ত হিসেবে বলা হয়েছে, জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।
তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টন করা হবে।
তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তির যোগ্য হবেন।
বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লেখিত বণ্টন মোতাবেক আগামী ১১ আগস্টের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত
গেজেটের সফটকপি ই-মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
স্নাতকের বৃত্তি স্নাতকের বৃত্তি স্নাতকের বৃত্তি
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group