সুপার বোর্ড ঘোষণা করেছে সুপার বোর্ড শিক্ষাবৃত্তি প্রোগ্রাম। আর এই বৃত্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে আজই আবেদন করুন।
বৃত্তি প্রদানের উদ্দেশ্য
যেহেতু এ ব্র্যান্ডের মূল আদর্শ হলো যত্নশীলতা, তাই সব অংশীদারের যত্ন নিয়ে থাকে সুপার বোর্ড। এই যত্নশীল মানসিকতাই স্থানীয় বাজারে সফলতার মূল কারণ।
অংশীদারদের একটা বড় অংশ হলো কারিগর বা কাঠমিস্ত্রি। এই পুরো মহামারিজুড়ে এবং ঈদের সময়ে নানা রকম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে তাদের পাশে আছে সুপার বোর্ড। এই সময়ে তাঁরা (কাঠমিস্ত্রি) তাঁদের সন্তানদের শিক্ষা, পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েও খুব বিপদে আছেন।
এই দৃঢ় বিশ্বাস থেকেই ২০২১ সালে তাঁদের সন্তানদের শিক্ষা বাবদ কিছু সহায়তার জন্য উদ্যোগ নিয়েছে সুপার বোর্ড, যেন তাঁরা তাঁদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এভাবেই সুপার বোর্ড অদূর ভবিষ্যতে এই জাতিকে শিক্ষায় আরও উন্নত করে তুলতে অবদান রাখবে।
কারা বৃত্তির জন্য যোগ্য?
শুধু কর্মক্ষম কাঠমিস্ত্রির সন্তান যারা ২০২১ সালে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করবে, তারাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। ঠিকাদার বা কারখানার মালিকেরা এই সুবিধার বাইরে থাকবেন। ছেলে এবং মেয়ে উভয় সন্তানের জন্যই এই বৃত্তি সুবিধা পাওয়া যাবে, যেন ছেলেমেয়েতে কোনো বৈষম্য না হয়।
প্রয়ােজনীয় ডকুমেন্ট :
১. ২০২০ সালের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পত্রের কপি ( স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ) ।
২. জন্ম নিবন্ধন সনদ কপি ।
৩. পিতার জাতীয় পরিচয় পত্রের কপি ।
৪. পিতার পেশাগত অভিজ্ঞতার সনদের কপি ( যদি থাকে ) ।
৫. সুপার বাের্ড কর্তৃক নির্ধারিত ফরম ( পূরণকৃত ) । ।
আবেদনের লাস্ট ডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২০ ইংরেজি।
আবেদনের জন্য কল করুনঃ ০৯৬১৪ ২৪২৪২৪
বৃত্তি লাভের বিস্তারিত তথ্য
১. সব আবেদনকারীকে সুপার বোর্ড কর্তৃপক্ষ প্রদত্ত একটি ফরম পূরণ করে জমা দিতে হবে।
২. ফরমটি বাংলাদেশের সব জেলায় সুপার বোর্ডের ডিলার শপ এবং জাতীয় পর্যায়ের বিক্রয়কর্মীর কাছ থেকে পাওয়া যাবে।
৩. বিশদ তথ্যের জন্য কল সেন্টারে যোগাযোগ করা যাবে-09614242424
৪. এ ছাড়া ই–মেইল করা যাবে superboardscholarship@gmail.com
বাংলাদেশের কাঠশিল্পে এ ধরনের বৃত্তি এই প্রথম দেওয়া হচ্ছে। অসাধারণ এই উদ্যোগ নিয়ে কাজ করছে সুপার বোর্ড মিলস লিমিটেড।
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group