স্কলারশিপ নবায়নের নমুনা পত্র । ডাচ্-বাংলা স্কলারশিপ । DBBL Scholarship
দেখতে দেখতে আরো একটি বছর পার হয়ে গেলো। পুরতন বছরকে পিছনে ফেলে নতুন বছরের আগমন।
চলছে শীতের আবহ, পিঠাপুলির মহোৎসব কিন্তু এরই মাঝে বিষাদের ব্যাপার হলো ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন থেকে স্কলারশিপ প্রাপ্ত একাংশ শিক্ষার্থীদের স্কলারশিপ এর মেয়াদ শেষ।
বাকিদের জন্য রয়েছে স্কলারশিপ নবায়ন করার সুবর্ণ সুযোগ। স্বভাবতই ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ এর নবায়নের নির্ধারিত মাস প্রতি বছরের ০১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
নির্ধারিত সময়ে সঠিক নির্দেশনা মেনে নবায়ন করলেই মিলবে তবে পরের বছরের স্কলারশিপ এর টাকা।
তাই যাতে সকলে নির্ভুলভাবে নবায়ন করতে পারেন, আর যথাসময়ে স্কলারশিপ এর টাকা পান সেই প্রত্যাশায় টিম এডুগাইডলাইন নিয়ে এলো ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ নবায়ন পত্রের নমুনা সহ যাবতীয় প্রশ্নোত্তর পর্ব।
স্কলারশিপ নবায়নের নমুনা পত্র
আগেই জেনে নেওয়া যাক ব্যাংক প্রদত্ত নবায়নের নিয়মাবলি।
১। বৃত্তি নবায়নের জন্য আবেদনের শেষ সময়ঃ মেয়াদ শেষের পরবর্তী ৩০ দিন, অর্থাৎ প্রতি বছর ০১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
২। বৃত্তি নবায়নের জন্য আবেদনের এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল না করলে পরবর্তী বছরের জন্য বৃত্তি বাতিল বলে গন্য হবে।
৩। বৃত্তি নবায়নের সময় নিম্নোক্ত কাগজগুলো (একসাথে স্ট্যাপল করে) ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন -এর ঠিকানা বরাবর ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবেঃ
ক) সাদা কাগজে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীর নিজের হাতে লেখা ও স্বাক্ষর করা নবায়নের আবেদনপত্র এবং উক্ত আবেদনপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান -এর সুপারিশ।
খ) বিগত বছরে স্নাতক পর্যায়ের পরীক্ষাগুলোর ফলাফল (শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)। যদি ঐ সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত না হয় কিংবা ফলাফল প্রকাশিত না হয়ে থাকে তাহলে তা নবায়নের আবেদন পত্রের মধ্যে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
গ) এক কপি পাসপোর্ট সাইজ ছবি (শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)।
ঘ) বৃত্তিপত্রের ফটোকপি।
উল্লেখ্য, বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রী যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে তাহলে নবায়নের আবেদনপত্রের সাথে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি বাতিলের সনদ, নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ ও নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে প্রত্যয়ন পত্র (যেখানে উল্লেখ থাকবে যে বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ছাত্র/ছাত্রী কোন রকম বৃত্তি পাচ্ছে না) জমা দিতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করলেও পূর্বে নির্ধারিত বৃত্তির মেয়াদ পরিবর্তিত হবে না।
স্কলারশিপ নবায়নের নমুনা পত্র
এবার দেখে নেওয়া যাক আবেদনপত্রের নমুনা লেখা–
নমুনা ১
তারিখঃ ০১/০১/২০২৩ ইংরেজি
বরাবর
মহাব্যবস্থাপক
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন
৪৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
বিষয়ঃ শিক্ষাবৃত্তি নবায়নের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন হতে (এইচ. এস. সি ২০১৯) বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী। আমার বৃত্তির সিরিয়াল নম্বর #1200, আমি বর্তমানে ABC বিশ্ববিদ্যালয়ে XYZ বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত। আমার শিক্ষা জীবনে সফলতা এবং বর্তমানে পড়াশোনা চালিয়ে যাওয়ার পিছনে ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি যথাযথ অবদান রেখেছে। এমতাবস্থায় আমার বৃত্তি নবায়ন করার সুযোগ করে দিলে আমার লেখাপড়ার পথ আরও সুগম হবে। বৃত্তি নবায়নের জন্য ১ম বর্ষে অনুষ্ঠিত পরিক্ষার ফলাফল প্রেরণ করতে বলা হয়েছিল। তাই বৃত্তি নবায়নের লক্ষে প্রথম বর্ষে অনুষ্ঠিত পরিক্ষার ফলাফলসমূহ প্রেরণ করা হলো।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উক্ত বিষয় বিবেচনা করে আমার লেখাপড়া চালিয়ে যেতে শিক্ষাবৃত্তি নবায়নের সুযোগ করে দিতে আপনার মর্জি হয়
বিনীত,
নিবেদক-
আবুল কাসেম
ABC বিশ্ববিদ্যালয়
সিরিয়াল নম্বর #1200
স্বাক্ষরঃ______
স্কলারশিপ নবায়নের নমুনা পত্র
নমুনা ২
তারিখঃ ০১/০১/২০২৩ ইংরেজি
বরাবর
মহাব্যবস্থাপক
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন
৪৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
বিষয়ঃ শিক্ষাবৃত্তি নবায়নের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন (এইচ,এস,সি ২০১৯) একজন বৃত্তিপ্রাপ্ত পরিক্ষার্থী আমার বৃত্তির সিরিয়াল নং- ২১০০ আমি বর্তমানে “ABC কলেজ” এ অধ্যায়নরত একজন ছাত্র। আমি বর্তমানে উক্ত কলেজ এ স্নাতক পাস কোর্সে “বি, এ” বিভাগের ২য় বর্ষে অধ্যায়ন করছি। ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক প্রদত্ত অর্থ আমার পথচলার সুযোগ করে দিয়েছে। তাই নতুন কপ্রে আমার বৃত্তি নবায়ন করা হলে আমার লেখাপড়া পথ আরও সুগম হবে। বৃত্তি নবায়নের জন্য বার্ষিক পরিক্ষার ফলাফল প্রেরণ করতে বলা হয়েছিল তাই “বি,এ” ১ম বর্ষের বার্ষিক পরিক্ষার ফলাফল এবং নাম্বার পত্র প্রেরণ করালাম।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উক্তবিষয় বিবেচনা করে শিক্ষাবৃত্তি নবায়ন করে লেখাপড়ার সুযোগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
নামঃ
শিক্ষাপাতারঃ
বিভাগঃ
বর্ষঃ
বৃত্তির সিরিয়ালঃ
স্বাক্ষরঃ _____
স্কলারশিপ নবায়নের নমুনা পত্র
যারা যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করেছেন তাদের জন্য নমুনা।
তারিখঃ ০১ জানুয়ারি, ২০২৩ ইং
বরাবর
নির্বাহী পরিচালক
ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন
৪৭, মতিঝিল বা/এ,
ঢাকা-১০০০
বিষয়ঃ শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন এবং নবায়নের আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি আবুল কালাম আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। আমার রোলঃ xxxxx এবং রেজিষ্ট্রেশন নম্বরঃ xxxxxx। আমি ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত হই। আমার বৃত্তির সিরয়াল নম্বর HSC #1274. বিগতদিনের বৃত্তির টাকা আমার লেখাপড়ার ক্ষেত্রে আর্থিক ভাবে সহায়তা করেছে। এজন্য আমি ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, আমি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছি। আমার বিগত প্রতিষ্ঠানের ভর্তি বাতিলের ডকুমেন্টস এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যাবতীয় প্রমাণপত্র সহ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র প্রেরণ করিলাম।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, যাবতীয় সবকিছু বিবেচনা করে আমার বৃত্তি নবায়ন করে আমাকে বাধিত করবেন।
নিবেদক
নামঃ
শিক্ষাপাতারঃ
বিভাগঃ
বর্ষঃ
বৃত্তির সিরিয়ালঃ
স্বাক্ষর
স্কলারশিপ নবায়নের নমুনা পত্র
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group