প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২
আগামী ২২ এপ্রিল প্রাথমিক ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা চার ধাপে ঢাকায় নেয়ার কথা থাকলেও অবশেষে পরীক্ষাটি নেয়া হচ্ছে জেলা পর্যায়ে।
দেশের ৬১ জেলায় একযোগে নেয়া হবে প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষাটি।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকল জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সাথে জুম সভায়
প্রাথমিকের ডিজি (ডিপিই মহাপরিচালক) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
নিউজ সোর্সঃ নিয়া দিগন্ত
আরো পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এর সাজেশন্স, মানবন্টন ও সিলেবাসঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো:
প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২২ পরীক্ষার সিলেবাস ও সাজেশন ঃ
প্রাইমারি শিক্ষক নিয়োগ–২০২২ নিয়োগ
প্রতিষ্ঠান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদ: সহকারি শিক্ষক পদের সংখ্যা: ৪৫ হাজার পরীক্ষার তারিখ: ২২ এপ্রিল
পরীক্ষার ধরণ, বিষয় ও নাম্বার বন্টনঃ
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, বিষয় গুলো হল বাংলা-২০, ইংরেজি-২০,গণিত-২০৯, সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি) ২০ নম্বর এবং মৌখিক-২০ নাম্বার সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। আর প্রতিটি ভুল উত্তররের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।
পরীক্ষার সময় ও নেগেটিভ নাম্বার লিখিত পরীক্ষা হবে বহু নির্বাচনী পদ্ধতিতে মোট ৮০ নম্বরের।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। পরীক্ষার সময় ১ ঘন্টা।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ বাংলা সাজেশন্সঃ
বাংলার জন্য দুটি বিষয় থাকবে – ব্যাকরণ ও সাহিত্য। ব্যাকরণ থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসে। তাই ব্যাকরণে অংশে জোর দিতে হবে। ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে—ব্যাকরণ, বর্ণ ও ধ্বনি, সন্ধি, বাক্য , বানান শুদ্ধি, সমাস ,পদ প্রকরণ, কারক-বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, যতিচিহ্ন, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন ইত্যাদি। সাহিত্য থেকে সাধারণত ৪-৫ টি প্রশ্ন আসে। আর সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাচীন যুগের চর্য্পদ, মধ্যযুগ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জসীম উদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত গ্রন্থ, বিভিন্ন সাহিত্যিকের উক্তি ও বিখ্যাত পত্রিকা ও সাময়িকীর সম্পাদকের নাম ও প্রতিষ্ঠার সন।
আরো পড়ুন, প্রাইমারী, বিসিএস, ব্যাংক সহ অনান্য চাকরি প্রার্থীদের জন্য যা জানা অত্যাবশ্যকীয়
ইংরেজি সাজেশন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২
ইংরেজির দুটি ভাগ- গ্রামার ও লিটারেচর। বিগত সালগুলোর প্রশ্ন যাচাই করে দেখা গেছে যে, ইংরেজি সাহিত্য থেকে মাত্র ২-৩টি প্রশ্ন আসে। সুতরাং আপনাকে গ্রামার অংশের উপর জোর দিতে হবে। ইংরেজিতে সবচেয়ে ভাল করার জন্য আপনাকে বিগত সাল গুলোর প্রশ্ন প্রাথমিক পরীক্ষা, বিসিএস, নন-ক্যাডরসহ অন্যান্য চাকরির নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন গুলোর দেখতে পারেন। গুরুত্বপূর্ণ অধ্যায়: Parts of speech, Identification of parts of speech, Interchange of Parts of speech, Phrase & Idioms, Gerund & Participle, Number & Gender, Preposition, Tense, Degree, Right form verbs, Subject-verb Agreement, Conditional Sentence, Voice Narration, Synonym, Antonym, Spelling, Analogy, Translation
গণিত সাজেশন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২
গণিতে প্রতি বছরই নির্দিষ্টি কিছু অংশ থেকে প্রশ্ন আসে। সে হিসেবে গণিত কে তিনটি ভাগে ভাগ করা যায় পাটি গণিত, বীজগণিত ও জ্যামিতি। তবে পাটি গণিত থেকেই ১০-১২ টি প্রশ্ন আষে। গণিতের জন্য আপনি অবশ্যই পঞ্চম-অষ্টম শ্রেণির গনিথ বই থেকে পাটি গণিত করবেন। গুরুত্বপূর্ণ অংশ হলো: সংখ্যার ধারণা, সুদ-আসল, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, সমানুপাত ও মিশ্রণ, মৌলিক, ও বাস্তব সংখ্যা,ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ, গড়, পরিমাপ, সময় ও দূরত্ব, লসাগু, গসাগু, নৌকা ও স্রোতের বেগ, ধারা ইত্যাদি। বীজগণিত থেকে সাধারনত তিন-চারটি প্রশ্ন আসে। বীজগণিতের প্রস্তুতির জন্য জোর দিতে হবে বীজগানিতিক রাশি, উৎপাদক, মান নির্নয়, এক চলক ও সমীকরণ, সূচক, লগারিদম, সেট ইত্যাদি। আর জ্যামিতির জন্য বাহু-কোণের পরিমাপ, ত্রিভূজ, চতুর্ভুজ ও বহুভুজ, বৃত্ত , পরিমিতি।
সাধারণ জ্ঞান সাজেশন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২
সাধারণ জ্ঞান তিনটি বিষয় থেকে সাধারণ জ্ঞান পড়লে এনাফ বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও সাধারণ বিজ্ঞান। বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ হলো- বাংলাদেশের ভৌগোলিক অবস্থার, আয়তন ও সীমানা, পাহাড়, দ্বীপ, উপত্যকা, হ্রদ ও জলপ্রপাত, জনসংখ্যা ও উপজাতি, বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা, পুরাকীর্তি, নিদর্শন, বাংলাদেশের ইতিহাস, প্রাচীন আমল ও ইংরেজ শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, সংবিধান, কৃষি, শিল্প-সংস্কৃতি অঙ্গন ইত্যাদি। আন্তর্জাতিক বিষয়- পৃথিবী পরিক্রমা, মহাদেশ পরিচিতি, অঞ্চল পরিচিতি, ভৌগোলিক উপনাম, নতুন ও পুরনো নাম, সীমারেখা, প্রণালি, দ্বীপ, সাগর, শিল্প-বাণিজ্য ও অর্থনীতি, বিশ্বসভ্যতার ইতিহাস, যুদ্ধবিগ্রহ, চুক্তি, সনদ সম্মেলন, আন্তর্জাতিকত সংগঠন ও সংস্থা, খেলাধুলা ইত্যাদি।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়াবলি সাজেশন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২
পদার্থ বিজ্ঞান ( বিভিন্ন পদার্থের স্বরুপ, পদার্থের অবস্থার পরিবর্তন, বিভিন্ন রাশির একক, বিভিন্ন পরিমাপক যন্ত্র, আলোর প্রকৃতি, শব্দের সীমা, বিভিন্ন রশ্মির ব্যবহার ও প্রভাব, বিভিন্ন শক্তির রুপান্তর, পারমানবিক শক্তি ও নবায়ন যোগ্য শক্তি)
রসায়ন বিজ্ঞান প্রাথমিক শিক্ষক নিয়োগ
( মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, নিস্ক্রিয় গ্যাস, পারমানবিক সংখ্যা, সংকেত, জৈব এসিড, দৈনন্দিন জীবনে ব্যবহৃত পদার্থের সংকেত নাম)
উদ্ভিদবিজ্ঞান প্রাথমিক শিক্ষক নিয়োগ
(বিভিন্ন চাষাবাদের বৈজ্ঞানিক নাম, বিভিন্ন ফসলের জাত, বিভিন্ন মৌসুমের শস্য, উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান ও উপাদানের প্রভাবজনিত রোগ);
প্রাণিবিজ্ঞান প্রাথমিক শিক্ষক নিয়োগ
( বিভিন্ন শাখার জনক, রোগজীবানুর আবিষ্কারক, প্রাণিজগতের বৈচচিত্র্য), মানবদেহ, সংক্রামক রোগ ও চিকিৎসা, খাদ্য ও পুষ্টি;
প্রাথমিক শিক্ষক নিয়োগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞানঃ
( পরিবেশদূষনের জন্য দায়ী উপাদান, সৌরজগৎ, গ্রহ উপগ্রহ, জোয়ার ভাটা, স্থানীয় সময়ের পার্থক্য, ভূপৃষ্ঠের বিভিন্ন পদার্থের উপাদানের পরিমান);
কম্পিউটার ও তথ্য প্রযু্ক্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ
( কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকার ভেদ, বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের ভাষা, কি-বোর্ড সম্পর্কে ধারণা, সফটওয়্যার ও হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ধারণা, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট, বিভিন্ন আবিষ্কার।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group