৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভা সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের ভাইভা শুরু হবে আগামী ২৩ মে। ওইদিন সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওই দিন ২২০ জনের ভাইভা হবে।
আজ বুধবার (৫ মে) পিএসসি এক বিজ্ঞপ্তিতে ভাইভার এ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ৬ হাজার ২২ জন।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোন সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে।
সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুন,
৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে সোমবার (৩ মে) পর্যন্ত ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩১ মে ৪৩তম বিসিএসে আবেদনের সময় শেষ হবে।
পিএসসি সূত্র জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩ তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করে পিএসসি। দফায় দফায় সময় বৃদ্ধির কারণে যারা যোগ্যতার জন্য আবেদন করতে পারেননি তারাও আবেদনের সুযোগ পেয়েছেন তাই আবেদনকারীর সংখ্যা বাড়ছে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
৪২ তম বিসিএস ভাইভা