সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2021 ; ব্যাংকার্স সিলেকশন কমিটি চাকরি সার্কুলার অনুযায়ী সমন্বিতভাবে অফিসার(২০১৯ সাল ভিত্তিক) পদে মোট ২৪৭৮ জন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সমন্বিত ৮ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সার্কুলারে উল্লেখিত ব্যাংকগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক।সম্প্রতি এই ব্যাংকগুলো বিশাল সমন্বিত ব্যাংক বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে।বেকারদের জন্য এটি খুবই আনন্দের সংবাদ যে সমন্বিত ব্যাংক জব সার্কুলার এ অফিসার (২০১৯ সাল ভিত্তিক) পদে মোট ২৪৭৮ জনকে নিয়োগ দেবে।
উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজ সোমবার ২৩ ফেব্রুয়ারী ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদের নাম: ‘অফিসার’ (২০১৯ সাল ভিত্তিক)
পদ সংখ্যা: ২৪৭৮ টি
(ক) সোনালী ব্যাংক লি. ৭৫৮ টি
(খ) জনতা ব্যাংক লি. ১২১ টি
(গ বাংলদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ২৭ টি
(ঘ) রূপালী ব্যাংক লি. ৬৯টি
(ঙ) বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি. ০৩টি
(চ) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৫৭ টি
(ছ) রাজশাহী কষি উন্নয়ন ব্যাংক ৩ টি
(জ) বালাদেশ কৃষি ব্যাংক ১৪৪০ টি
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা:
(ক) স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর (চার) বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
(গ) কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা:
(ক) স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর (চার) বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
(গ) কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
চাকরির সব আপডেট পেতে ভিজিট করুন www.eduguideline.com
বয়স (০১/০৩/২০২০ তারিখে):
(ক) মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতিত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
ভাইভা বোর্ডে যাওয়ার আগে যা অবশ্যই জানতে হবে
আবেদন পদ্ধতি: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী১১০৩/২০২১ তারিখ, ১১:৫৯টা।
সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2021এর আবেদন পদ্ধতি বিস্তারিত
Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) -এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
Online Application Form এ প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে পূরণ করতে হবে।Online এ আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে।
প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
নতুন আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই Online Application Form এ ছবি ও স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলােড করতে হবে।
Online Application Form এর নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতােপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID No. এবং Password ব্যবহার করে Online Application Form পূরণ করতে হবে।
নতুন আবেদনকারীগণ ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে Online Application Form এর প্রয়ােজনীয় ঘরগুলাে পূরণ করলে একটি CV ID No. এবং Password প্রাপ্ত হবেন।
আবেদন ফি প্রদান পদ্ধতি ও আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
আবেদন ফি প্রদান পদ্ধতি ও আবেদন ফি জমা দিতে হলে নিমোক্ত পদ্ধতিতে প্রদান করতে হবে….
প্রথমে erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
Prepaid পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের একাউন্ট এর মাধ্যমে নির্ধারিত Job ID No এবং প্রার্থীর CV ID No. এর ১ম অংশ (হাইফেনের(-) পূর্বের অংশ] এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন।
আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি Txn ID নম্বর পাবেন। ট, Tracking Page সংগ্রহ ও ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীর Online Application Form এর নির্ধারিত ঘরে Txn ID নম্বরটি বসালে ফি প্রদানের verification সাপেক্ষে তাঁকে একটি Tracking ID No. প্রদান করা হবে।
Tracking ID No. প্রাপ্ত হলেই প্রার্থীর আবেদন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। Tracking ID No. সম্বলিত Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।
সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2021 সার্কুলার
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group