১২ বছরের ছাত্র মহাকাশ সংক্রান্ত পড়াশােনার মত জটিল একটি বিষয় নিয়ে পড়বে এ কথাটি শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যি। Aerospace Engineering at 12 Years
সালেব অ্যান্ডারসন নামে যুক্তরাষ্ট্রের ১২ বছরের এক বালক এরােস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার সুযােগ পেয়েছে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে।
বিশ্বের সবচেয়ে কম বয়সী ছাত্র হিসেবে কঠিন এই বিষয়টি নিয়ে পড়ার রেকর্ড এখন তার দখলে। ছােটবেলা থেকেই বিরল প্রতিভার অধিকারী সালেব। সহজেই যেকোনাে বিষয় বুঝতে এবং শিখতে পারে সে। মাত্র ৯ মাস বয়সেই সাইন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছিল। আর দু’বছর বয়সে শিখে নিয়েছিল ভগ্নাংশের অঙ্ক। ঐ বয়সেই স্কুলে ভর্তি হয় সালেব। এরপর সকল বাধা বিপত্তি পেরিয়ে মারিয়েটার একটি কলেজ থেকে পাশ করে এবার বিশ্ববিদ্যালয়ের পথে অ্যান্ডারসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অ্যান্ডারসনকে সেখানে পড়ার সুযােগ দিতে পেরে খুব উচ্ছ্বসিত । Aerospace Engineering at 12 Years
এছাড়া ক্যালেবের মা ক্লেয়ার বলেন, আমি অ্যান্ডারসনের প্রতিভার ব্যাপারটি বুঝতে পারি ওর এক মাস বয়সে। এতটুকুন বয়সেই সে আমাকে নকল করত। ৯ মাস বয়সেই সাইন ল্যাঙ্গুয়েজ শেখে সে।
বাবা কোবি ক্লেয়ার ক্যাম্পাসের ছেলে পড়ার খোঁজ খবর রাখবেন। অতীতে হোম ওয়ার্ক বা বাড়ির কাজে অ্যান্ডারসনকে কখনো সাহায্য করতে হয়নি। তাই বাবার বিশ্বাস ছেলে এবারও ভালোই করবে।
ক্যালেব অ্যান্ডারসনের আরও দুই ভাই অ্যারন (৮) এবং হান্নাথও (৭) স্কুলে নানা কৃতিত্ব দেখিয়েছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ, ইউএসএ টুডে
এডমিশন এর সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on