“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ই ডিসেম্বরে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২০। ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২০ উপলক্ষে আয়োজিত Digital Bangladesh Quiz প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
Digital Bangladesh Quiz নিবন্ধনের নিয়ম
১. প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২. প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।
৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশ নিতে পারবেন।
৪. সঠিক নাম, ফোন নাম্বার, ছবি ও ঠিকানা ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে যাচাই করা হবে।
৫. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশ নিতে হবে। কোনো রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
আবেদনের লাস্ট ডেটঃ ৭ ডিসেম্বর ২০২০ রাত ১১.৫৯ মিনিট।
প্রতিযোগিতার তারিখঃ রাত ০৯-১০ টা, ০৮ ডিসেম্বর ২০২০
১ম পুরস্কার: কোর আই ৭, ১০ জেনারেশন ল্যাপটপ।
২য় পুরস্কার: কোর আই ৫, ৮ জেনারেশন ল্যাপটপ।
৩য় পুরস্কার: কোর আই ৩, ৭ জেনারেশন ল্যাপটপ।
৪র্থ – ১২তম পুরস্কারঃ স্মার্ট ফোন।
আবেদন করার লিংকঃ https://quiz.digitalbangladesh.gov.bd/
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা (নিয়মাবলি)
১. কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
২. প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।
৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।
৪. প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নাম্বার এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আই.ডি. ব্যবহার করতে হবে।
৫. ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৬. সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ পয়েন্ট কাটা যাবে।
৭. সকল প্রশ্ন এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।
৮. প্রত্যেকের জন্যই প্রতিযোগিতার সময় ১২ মিনিট; অর্থাৎ নিবন্ধিত একজন প্রতিযোগী লগ-ইন করার পর উত্তর দেয়ার জন্য মোট ১২ মিনিট সময় পাবেন এবং এর ভেতর যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে।
৯. একটি প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগীর ডিভাইসে ভেসে উঠবে, এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে।
১০. নির্ধারিত ১২ মিনিট সময়ের ভেতর সঠিক উত্তরদাতাদের মধ্য হতে সর্বোচ্চ সংখ্যক সঠিকতার ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইত্যাদি বিজয়ী নির্বাচিত হবে।
১১. একই সময়ে একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে কম্পিউটারের মাধ্যমে লটারী করা হবে।
১২. প্রথম ১২ জনকে পুরস্কার দেয়া হবে।
Digital Bangladesh Quiz
১৩. বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
১৪. পুরস্কার প্রদানের সময় ও পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।
১৫. যে কোন প্রতিযোগী লগইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের আগমন, উত্তরের সঠিকতা নির্ধারণ ও বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে, ম্যানুয়াল প্রসেস থাকবে না।
১৬. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে; কোনও রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
১৭. প্রতিযোগিতার পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোনও বিষয়ে আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৮. একটি ডিভাইস থেকে একজন অংশগ্রহন করতে পারবেন।
১৯. প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
Digital Bangladesh Quiz (FAQ)
১। নিবন্ধনের সময় কখন?
২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২০ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
২। কুইজ প্রতিযোগিতা কখন অনুষ্ঠিত হবে?
প্রতিযোগিতার তারিখঃ রাত ০৯-১০ টা, ০৮ ডিসেম্বর ২০২০
৩। কুইজ প্রতিযোগিতা কি সবার জন্য উন্মুক্ত?
হ্যাঁ। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
৪। একজন প্রতিযোগী কতবার অংশ নিতে পারবে?
একজন প্রতিযোগী এক বার অংশগ্রহন করতে পারবেন।
৫। কুইজের সময় কতক্ষন?
প্রত্যেকের জন্য সময় মাত্র ১২ মিনিট।
৬। মোবাইল নম্বর ভেরিফাই হচ্ছে না?
মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য আপনার নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। কোডটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। তবে এর আয়ু মাত্র ১ মিনিট। এর ভেতর আপনাকে কোডটি দিতে হবে। যদি এর চেয়ে বেশি সময় লেগে যায়, তাহলে পুনরায় চেষ্টা করুন। মনে রাখতে হবে, একটি মোবাইল নম্বর দিয়ে কেবল মাত্র একটি অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে।
৭। ওটিপি কি? আমি ওটিপি কীভাবে পাব?
ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)। আপনার মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড পাঠানো হবে, যা মাত্র একবার ব্যবহারযোগ্য। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার মোবাইল নম্বর ভেরিফাই করবেন।
৮। সাবমিট বাটন কাজ করছে না। কী করতে পারি?
সব তথ্য দেওয়ার পরেও সাবমিট না হলে ছবির সাইজ চেক করুন। ১ মেগাবাইট বা এর চেয়ে ছোট সাইজের ছবি আপলোড করে আবার চেষ্টা করুন। অনেক সময় ব্রাউজারের কারণেও এটা হতে পারে। ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করে দেখতে পারেন।
৯। কনফারমেশন মেসেজ আসছে না?
অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কি না, তা লগ-ইন করে দেখতে হবে। স্ক্রিনের উপরের ডানপাশে কোনায় আপনার নাম লেখা থাকবে। সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে কি না।
১০। মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছে না?
প্রথমবার আপনার মোবাইলে ওটিপি না গেলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় মোবাইল নম্বরটি দিয়ে সাবমিট করুন।
১১। মোবাইল নম্বর নিচ্ছে না?
মোবাইল নম্বর দেওয়ার পরও না নিলে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠান। এক্ষেত্রে আপনার ব্রাউজারের কারণে সমস্যা হয়ে থাকতে পারে। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন, সেটি উল্লেখ করুন।
১২। কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তু কি?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশের রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, ই-সেবা ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
১৩। তথ্য এডিট করতে পারছি না।
আপনি আপনার প্রোফাইলে ঢুকে ‘সম্পাদনা’ বাটনে ক্লিক করে যেকোনো তথ্য এডিট করতে পারবেন। সিস্টেমে লগ-ইন করার পর, স্ক্রীনের ডানদিকে আপনার নাম দেখাবে। সেখান থেকে ড্যাসবোর্ডে গিয়ে প্রোফাইল এডিট করা যাবে।
১৪। আমার বয়স ১৫, আমি কী অংশগ্রহণ করতে পারব?
কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। তবে বিজয়ীকে অবশ্যই তার পরিচয় প্রমাণ করতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র লাগতে পারে।
১৫। রেজিস্ট্রেশন করে আব্বুর ছবি দিয়েছি। এখন কী কোনো সমস্যা হবে?
অ্যাকাউন্ট সম্পাদনা করে আপনি এখন নিজের ছবি পরিবর্তন করে দিতে পারবেন।
১৬। ইমেইল এড্রেস কাজ করছে না। কী করতে পারি?
আবার চেষ্টা করুন। এতেও কাজ না হলে কোন ব্রাউজার ব্যবহার করছেন, তা আমাদের জানান।
১৭। নিবন্ধন করার শেষ তারিখ কবে?
নিবন্ধনের শেষ সময় ৭ই ডিসেম্বর ২০২০, রাত ১১.৫৯ মিনিট।
১৮। আমি তো একজন ছাত্র আর এবার আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিব, তাহলে প্রতিষ্ঠান কী দিব?
শেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিন।
১৯। কীভাবে বুঝব যে আমার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে?
রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার প্রোফাইলে ঢুকে ‘অভিনন্দন’ বার্তা দেখতে পাবেন।
২০। কী ধরনের ছবি আপলোড করব?
১ মেগাবাইট সাইজ বা এর কম সাইজের ছবি আপলোড করুন।
২১। পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
https://accounts.priyo.com/ এই লিংকে গিয়ে ‘Forgot Password’ অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
২২। কুইজে অংশগ্রহণ করতে হবে কোথায়?
https://quiz.digitalbangladesh.gov.bd/ এই ওয়েবসাইটে কুইজ প্রতিযোগিতা হবে। রেজিস্ট্রেশনের পর ৮ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টার মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে কুইজে অংশগ্রহণ করতে হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Digital Bangladesh Quiz