Appointment of Education Department: 222 candidates will contest for one post শিক্ষা অধিদপ্তরের নিয়োগ : এক পদের জন্য লড়বেন ২২২ প্রার্থী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে প্রায় ৯ লাখ আবেদন জমা পড়েছে।
৪ হাজার ৩২টি পদে আবেদন পড়েছে মোট ৮ লাখ ৯৭ হাজারর বেশি। প্রতিটি পদের জন্য গড়ে আবেদন পড়েছে ২২২টি। অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২২ অক্টোবর রাজস্বখাতভুক্ত ২৮ ধরনের ৪ হাজার ৩২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন।
রোববার অধিদপ্তর সূত্র জানান, এ ৪ হাজার ৩২ পদে নিয়োগে আবেদন পড়েছে ৮ লাখ ৯৭ হাজারটি। সে হিসেবে প্রতিটি পদের জন্য গড়ে ২২২টির বেশি আবেদন পড়েছে
সূত্র আরও জানান, নিয়োগ পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। আর অধিদপ্তরের ওয়েবসাইটেও পরীক্ষার সময় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানা গেছে, প্রদর্শক (পদার্থ) ১০৯টি, প্রদর্শক (রসায়ন) ১২০টি, প্রদর্শক (জীববিজ্ঞান) ৩১টি, প্রদর্শক (প্রাণিবিদ্যা) ১০৯টি, প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) ৯৬টি, প্রদর্শক (ভূগোল) ১৩টি,
প্রদর্শক (মৃত্তিকাবিজ্ঞান) ৫টি, প্রদর্শক (গণিত) ২২টি, প্রদর্শক (গার্হস্থ্য) ৮টি, প্রদর্শক (কৃষি) ১টি, গবেষণা সহকারী (কলেজ) ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ৬৯টি,
ল্যাবরেটরি সহকারী ৬টি, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৫টি, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৪টি, উচ্চমান সহকারী ৮৫টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫১৩টি,
ক্যাশিয়ার ব স্টোর কিপার ৪টি, হিসাব সহকারী ১০৬টি, ক্যাশিয়ার ৮৫টি, স্টোর কিপার ৫০টি, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান ৩৩টি, গাড়ী চালক ১১টি, বুক সর্টার ৪৬টি,
অফিস সহায়ক ১ হাজর ৯৩২টি, নিরাপত্তা প্রহরী ২৫৫টি, মালী ১০০টি এবং পরিচ্ছন্নতাকর্মী ১৬৩টি পদসহ মোট ৪ হাজার ৩২টি পদে কর্মচারী নিয়োগ দেয়া হবে।
আরো পড়ুন,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Appointment of Education Department: 222 candidates will contest for one post
Appointment of Education Department: 222 candidates will contest for one post