Dutch Bangla Bank Scholarship 2023
Dutch Bangla Bank Scholarship 2021 শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে ১৯৯৭ সাল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এই তালিকায় প্রতিবছর ই যুক্ত হচ্ছে নতুন নতু হাজারো ছাত্রছাত্রী। মূলত তারা সিএসআর কার্যক্রমের আওতায় প্রতি বছর ১০২ কোটি টাকার ও বেশি পরিমান বৃত্তি প্রদান করে থাকে৷ এই পর্যন্ত প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী শিক্ষাবৃত্তির আওতায় এসেছে এবং বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী চলমান কর্মসূচীর আওতায় আছে। চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.
সময়কালঃ ২ বছর।
মাসিক বৃত্তিঃ ০০ টাকা।
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।
Dutch Bangla Bank Scholarship 202
শিক্ষার স্তরঃ স্নাতক (অনার্স, এমবিবিএস,ডিভিএম,আর্কিটেক্ট)
সময়কালঃ ৩-৫ বছর।
মাসিক বৃত্তিঃ ৩,০০০ টাকা।
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।
শিক্ষার স্তরঃ স্নাতকোত্তর (মাস্টার্স)
সময়কালঃ ১-২ বছর।
মাসিক বৃত্তিঃ ৩,৫০০ টাকা।
বার্ষিক অনুদানঃ ১০,০০০ টাকা।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্যে
আবেদনের যোগ্যতাঃ (এসএসসি & এইচএসসি পাশকৃত)
1.সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
2.জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
3.গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
4.স্নাতকোত্তর লেভেলে আবেদনের জন্য মিনিমাম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
Dutch Bangla Bank Scholarship 2023
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের নিয়ম ও শর্তাবলী
DBBL Scholarship এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়া অনলাইনে করা হয়ে থাকে। ফলে সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। চলুন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক।
অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে বিস্তারিত ব্যক্তিগত, ফ্যামিলি এবং একাডেমিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অন্যান্য নীতিমালাঃ
1.যে সকল ছাত্র-ছাত্রী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
2.গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখঃ
আবেদনের শেষ তারিখঃ
প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ
প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ
বিঃদ্রঃ প্রতিবছর আবেদনের যোগ্যতা & নির্দেশনা পরিবর্তন হয়ে থাকে। এটা সম্পূর্ণ অথোরিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে। এছাড়া নতুন সার্কুলার প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
Dutch Bangla Bank Scholarship 2023 Dutch Bangla Bank Scholarship 2023
সকল প্রকার শিক্ষাবৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে Q&A ক্যাটগিরিতে গিয়ে প্রশ্ন করুন।
আমি আবেদন করতে পারছিনা।দয়াকরে একটু সাহায্য করুন।
Sir Assalamualaikum…… আমি এইচএসসি২০১৮ ব্যাচ। আমাদের বৃত্তি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০ সাল থেকে চলতি বছরের টাকা পাইনা। স্যার আমাদের এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করলে ভালো হতো
HSC auto pass koreci,akn ki virti pabo?
Sir.. Ami HSc oto pas a A+ paisi….akn ki abedon korte parbo
Ami 2020 a SSC dieci.. Akhn ki abedon kora jabe??? Mane abedoner somoy ace ki??? Please janaben..
Sir…HSC te 4th subject sara koto point lage
এইসএসসি ২০২১ শিক্ষাবৃত্তির আবেদন কবে দিবে।। দয়া করে জানাবেন 🙏
আমি আবেদন করতে চাই।কিন্তু আবেদনের শুরু ও শেষ কত তারিখ? দয়া করে বলুন স্যার।
আমি এসএসসি ২০২০ সালে দিয়েছি।আমি কি আবেদন করতে পারব please tell me.
আমি ২০২০ সালের এইচ এস সি।আমি কি পারব? প্লিজ উত্তর দেন!
আমি ২০২০ সালে এসএসসি দিয়েসি গ্রুপ সাইন্স থেকে। আর আমার রেজাল্ট হলো ৪.৮৩
আমি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় একটি গ্রাম এ থাকি। আমি কি শিক্ষাবৃত্তি পাব??
ami 2020 e ssc exam dici ……gpa5 paici …….amadr brittir circular kobe dibe plz bolben
এইসএসসি ২০২১ এদের সার্কুলার কখন দিবে।। দয়া করে জানাবেন 🙏
2021 সালের সার্কুলার কবে দেয় জানাবেন অনুগ্রহ করে।
ssc 20 ar kobe dibe .
আমাদের অনার্সের বৃত্তির টাকা তো করোনার জন্য বন্ধ হয়ে গেলো,,এখন এই টাকা কবে দিবে জানেন কিনা?
আমি ২০২২ সালে এসএসসি দিয়েসি গ্রুপ সাইন্স থেকে। আর আমার রেজাল্ট হলো ৫.০০
আমি বরিশাল জেলার বরগুনা উপজেলায় একটি গ্রাম এ থাকি। আমি কি শিক্ষাবৃত্তি পাব?
আপনাদের ফরম কোথায়
আমি এবার এসএসসিতে মানবিক থেকে ৫.০০ পেয়েছি,দুই বিষয় মাইনাস আছে আমি গ্রামে থাকি আমি কী আবেদন করতে পারবো?
আমার বোন HSC-2018 এ DBBF এর শিক্ষাবৃত্তির জন্য মনোনীত আছেন।অর্থাৎ আপু বৃত্তির টাকা পেয়েছে ২০১৯ সালে। এখন করোনার জন্য স্থগিত আছে। আমি SSC -2021 বিজ্ঞান বিভাগ থেকে A+ পেয়েছি। আমি কী শিক্ষাবৃত্তি পেতে পারি? অর্থাৎ এক পরিবারের একাধিক ছাত্র- ছাত্রী কে কী বৃত্তি দেওয়া হয়?
ekadik dibe na,apni onno banke paben like Islami bank,sahajalal islami bank,
আসলামুআলাইকুম। আমি এসএসসি ব্যাচ 2020। এসএসসি ব্যাচ 2020 এর বৃত্তি ফরম কেনো পাবলিস্ট হইল না? আমি এসএসসি রেজাল্টের পর থেকেই পেজ টা ফলো করতেছি। আমি এসএসসিতে সব বিষয়েই এ প্লাস পেয়েছি। কিন্তু 2020 এর কোন বৃত্তির কোন সার্কুলার দেওয়া হয়নি। এসএসসি 2020 ব্যাচকে কি বৃত্তি দেওয়া হবে না??? দয়া করে জানাবেন। বৃত্তি টা পাইলে খুব উপকার হবে আমার।
আসসালামু আলাইকুম,, আমি জে এস সি তে মেধাবৃত্তি পেয়েছি,আর এবার ২০২১ সালের এস এস সি পরীহ্মায় A+ পেয়েছি, আমার মার্কস অনুযায়ী আমি সরকারী বৃত্তি পেতে পারি।।এখন আমি ডাচ বাংলায় আবেদন করেছি আমি কি উপবৃত্তিটা পাবো??? কি মনে হয়???plzzzzzzzzzzzz reply
আপনি তাদের কাছে যোগ্য মনে হলে অবশ্যই পাবেন
আসসালামু আলাইকুম,, আমি জে এস সি তে মেধাবৃত্তি পেয়েছি,আর এবার ২০২১ সালের এস এস সি পরীহ্মায় A+ পেয়েছি, আমার মার্কস অনুযায়ী আমি সরকারী বৃত্তি পেতে পারি।।এখন আমি ডাচ বাংলায় আবেদন করেছি আমি কি উপবৃত্তিটা পাবো??? কি মনে হয়???plzzzzzzzzzzzz reply