২০২০-২০২১ শিক্ষাবর্ষে GST Admission Circular (General Science and Technology) ভর্তি পদ্ধতির আওতায় ২০টি পাব্লিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহন পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেকখিত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে।
প্রত্যেক শিক্ষার্থীকে তার এইচএসসি/সমমান পরীক্ষার বিভাগ (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) সংশ্লিষ্ট একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
দুটি পর্যায়ে আবেদন করতে হবে–
(১) প্রাথমিক আবেদন
(২) চুড়ান্ত আবেদন (প্রাথমিক আবেদনের ভিত্তিতে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হলে)
আগামী ১ এপ্রিল থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তি ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।
এরপর প্রাথমিক আবেদনের ফলাফল এবং চূড়ান্ত আবেদন শেষে আগামী ১৯, ২৬ জুন ও ৩ জুলাই গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ভর্তি পরীক্ষার নির্দেশিকা ওয়েবসাইটে (http://www.gstadmission.org/) পাওয়া যাচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক ইউনিটে দেড় লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ০১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত সময়ে চুড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে।
অন্যথায় পরবর্তী মেধাক্রম হতে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চুড়ান্ত আবেদনের সুযােগ দেওয়া হবে। প্রতিটি ইউনিটে আবেদন ফি ৫০০ (পাঁচশত) টাকা মােবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ)-এর মাধ্যমে প্রদান করতে হবে।
GST Admission Circular
ভর্তি পরীক্ষার নির্দেশিকায় বলা হয়, প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিনিটি ইউনিটে চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থী নির্বাচিত হবে।
সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ সর্টিং ক্রাইটেরিয়া ক্রমানুসারে ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাক্রম প্রস্তুত করা হবে। প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ দেড়লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে নির্দেশিকায় বলা হয়।
বিজ্ঞান শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬ সর্টিং ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে যথাক্রমে–
- এসএসসি ও এইচএসসির জিপিএ;
- এসএসসি ও এইচএসসির মার্কস;
- এইচএসসির পদার্থের জিপিএ;
- এইচএসসির পদার্থের মার্কস;
- এইচএসসি এর রসায়নের জিপিএ;
- এইচএসসির রসায়নের মার্কস।
তাছাড়া বাণিজ্য ও মানবিক শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬ সর্টিং ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে যথাক্রমে–
- এসএসসি ও এইচএসসির জিপিএ;
- এসএসসি ও এইচএসসির মার্কস;
- এইচএসসির বাংলার জিপিএ;
- এইচএসসির বাংলার মার্কস;
- এইচএসসি এর ইংরেজির জিপিএ;
- এইচএসসির ইংরেজির মার্কস।
চুড়ান্ত আবেদন পদ্ধতির বিস্তারিত যথাসময়ে জিএসটি অ্যাডমিশন টেস্ট এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চুড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের ৩১টি পরীক্ষাকেন্দ্র মধ্যে নূন্যতম পাঁচটি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে।
এইচএসসি/সমমান কোর্সের শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পাসের বছরসহ সংশ্লিষ্ট বিষয়াদি বিবেচনাপূর্বক প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র-নির্ধারনি স্কোর (সর্বোচ্চ ১০০) প্রস্তুত করা হবে।
প্রাপ্ত স্কোর ও কেন্দ্রের পছন্দ ক্রমের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নির্ধারন করা হবে। নির্ধারিত পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযােগ নেই।
GST Admission Circular 2021
বিভাগ অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
মানবিক শাখা (Unit-A)
মানবিক, মাদ্রাসা (সাধারণ),মাদ্রাসা (মুজাব্বিদ),সংগীত,গার্হস্থ অর্থনীতি, ইসলামিক স্টাডিস।
২০১৬, ২০১৭, ২০১৮ সালে এসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয় ।
বাণিজ্য শাখা (Unit-B)
বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স।
২০১৬, ২০১৭, ২০১৮ সালেএসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয়।
বিজ্ঞান শাখা (Unit-C)
বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি)।
২০১৬, ২০১৭, ২০১৮ সালে এসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয়।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
প্রাথমিক আবেদনঃ ০১-০৪-২০২১ হতে ১৫-০৪-২০২১
প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশঃ ২৩-০৪-২০২১
চুড়ান্ত আবেদনঃ ২৪-০৪-২০২১ হতে ২০-০৫-২০২১
প্রবেশপত্র ডাউনলােডঃ ০১-০৬-২০২১ হতে ১০-০৬-২০২১
ভর্তি পরিক্ষার তারিখ
মানবিক বিভাগ: ১৯ জুন ২০২১
ব্যবসায় শিক্ষা বিভাগ: ২৬ জুন ২০২১
বিজ্ঞান বিভাগ: ০৩ জুলাই ২০২১
GST Admission Circular & Marks Distribution
ভর্তি পরিক্ষার মান বন্টন
মোট ১০০ মার্কের পরিক্ষা হবে। ১০০ মার্কের থাকবে এমসিকিউ (MCQ)। মানবিক শাখার পরিক্ষা হবে ইংরেজী, বাংলা এবং আইসিটি (Information and Communication Technology) বিষয়ে।
মানবিক শাখা
বাংলা- ৪০
ইংরেজী- ২৫
আইসিটি- ৩৫
মোট- ১০০ নম্বর
ব্যবসায় শাখার পরীক্ষা হবে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজী, বাংলা এবং আইসিটি (Information and Communication Technology) বিষয়ে
ব্যবসা শাখা
অ্যাকাউন্টিং- ২৫
ম্যানেজমেন্ট- ২৫
বাংলা- ১৩
ইংরেজী- ১২
আইসিটি- ২৫
মোট- ১০০ নম্বর
বিজ্ঞান শাখা
পদার্থবিজ্ঞান- ২০
রসায়ন- ২০
বাংলা- ১০
ইংরেজি- ১০
*জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি- ৪০
মোট- ১০০ নম্বর
*আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে।
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group