২০২০-২০২১ অর্থবছরে জামালপুর জেলা পরিষদ শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশিত হয়েহে৷ পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নরত জামালপুর জেলার ৩২৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
প্রতিজন মনোনীত স্টুডেন্ট ৭ হাজার করে টাকা পাবে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের নামের তালিকাঃ
অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখুন এখানে
উল্লেখ্য গত ২৪ নভেম্বর সার্কুলার প্রকাশিত হয়েছিলো। আবেদনের শেষ তারিখ ছিলো 28 ফেব্রুয়ারি
যারা সামনের বছর আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনের শর্তাবলী দেখে নিতে পারেন।
১. আবেদনকারীকে এসএসসি / এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ পেয়ে এবং অন্যান্য বিভাগে ৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে । মুক্তিযোদ্ধা কোটা , প্রতিবন্ধী ও অতি দরিদ্র প্রার্থীগণের ক্ষেত্রে সকল বিভাগে সর্বনিম্ন জিপিএ ৪.০০ প্রাপ্তগণ আবেদন , করতে পারবেন । নির্ধারিত জিপিএ এর কম জিপিএ প্রাপ্তগণ আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গন্য হবে । সরকার কর্তৃক অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র / ছাত্রী ব্যতিত আবেদনপত্র গ্রহণযােগ্য নয় ।
২. আবেদনকারীকে বৃত্তির জন্য জামালপুর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ।
৩. আবেদনকারী কর্তৃক বৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধানের সুপারিশ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ৩১/০১/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কার্যালয় , জামালপুর কার্যালয়ে পৌঁছাতে হবে।
৪. আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করে দাখিল করতে হবে
ক) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০১ ( এক ) কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে ।
খ) এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
গ) জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা / ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদপত্র দাখিল করতে হবে ।
ঘ) পরিবারের বাৎসরিক আয়ের পরিমান উল্লেখ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন দাখিল করতে হবে ।
ঙ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারীগণকে প্রমাণ স্বরূপ বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ , কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুক্তিযােদ্ধা । বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত আবেদনকারীর পিতা/মাতা/ দাদা – দাদী / নানা – নানীর মুক্তিযােদ্ধা বিষয়ক সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং আবেদনকারী যে পােষ্য তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত থাকতে হবে ।
চ) প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে
৫. জেলা পরিষদ , জামালপুর কার্যালয়ের নােটিশ বাের্ড জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নােটিশ বাের্ড ঢাকা জেলা শিক্ষা অফিসার এর কার্যালয়ের নােটিশ বাের্ডে আবেদন ফরমের নমুনা দেখা যাবে । জেলা পরিষদ , জামালপুর ওয়েব সাইট- থেকে আবেদন ফরমের নমুনা ডাউনলােড করে A4 সাইজের কাগজে প্রিন্ট করে আবেদন ফরম প্রস্তুত করা যাবে । A4 সাইজের কাগজে ফটোকপি করা আবেদন ফরমও গ্রহণযােগ্য হবে ।
৬. নির্ধারিত সময়ের মধ্যে ডাকযােগে / কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি অফিস চলাকালীন ) বৃত্তির আবেদন ফরম ও প্রয়ােজনীয় কাগজপত্র নির্ধারিত কার্যালয়ে দাখিল করা যাবে ।
৭. আবেদনকারী বর্তমানে অধ্যয়নরত না হলে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে না ।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group