২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই পোস্টে আমরা www.eduguideline.com পরিবার ২০২২ এসএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান দেওয়ার চেষ্টা করেছি। সঠিক সমাধানের জন্য পুরো পোস্টটি পড়ুন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছে। সদ্য প্রণীত ২০২২ সালের এসএসসি’র পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই কার্যক্রম পরিচালিত হবে।
২১ জুন অধিদপ্তরের ওয়েবসাইটে ২য় সপ্তাহের তিন বিষয়ের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এর সাথে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা (রুব্রিক্স) দেওয়া হয়েছে।
এসএসসি ইংরেজী এসাইনমেন্ট সমাধান
ইংরেজীএসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম পত্র বিষয়ের উপর। এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে ইউনিট ৩ থেকে।
ইংরেজী সাবজেক্ট যেহেতু সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক, সেহেতু এ এসাইনমেন্টের সমাধান সকল গ্রুপের শিক্ষার্থীদের লিখতে হবে। লেখা শেষে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
ইংরেজি উত্তর দেখুন এখানে
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট
বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর দেখুন এখানে
এসএসসি বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
বিজ্ঞান উত্তর দেখুন এখানে (আগামীকাল দুপুর ১২ টার আগে এড করা হবে)
২০২২ এসএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
অভিভাবকগণের প্রতি পরামর্শ:
- শিক্ষার্থীদের সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া।
- শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মূল্যায়ন প্রক্রিয়া তাদের শিখন ফল অর্জন যাচাই এবং কোন কোন ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে তা যাচাই করে দেখবেন।
- শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এবং বুদ্ধিবৃত্তিক কাজে সহযোগিতা করা।
- শিক্ষার্থী যেন সময়মত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করে এবং তা যেন নির্ধারিত সময়ে জমা দেয় তা খেয়াল করা।
- আপনার সন্তান যেন কোথাও থেকে হুবহু লিখে এসাইনমেন্ট জমা না দেয় এদিকে খেয়াল রাখা। হুবহু লিখে জমা দিলে সে পড়ার ব্যাপারে অনুৎসাহী হবে। তাই এসাইনমেন্ট লিখার আগে ঐ বিষয়ে ভালো করে পড়েছে কি না খেয়াল করুন।
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:
- শিক্ষার্থীদের শিখনফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণি/উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে। তাই জরুরি বিবেচনায় সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।
- অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিবি প্রণীত/অনুমােদিত/প্রকাশিত নির্ধারিত শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করতে হবে।
- মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নােট, গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করে জমা দিতে হবে।
- অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে।
- অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করতে হবে। এ্যাসাইনমেন্টের ১ম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণি, আইডি, বিষয় ও এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের শিরােনাম স্পষ্টভাবে লিখতে হবে।
- কোনাে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করলে এবং তার পক্ষে সরাসরি অ্যাসাইনমেন্ট গ্রহণ/জমা দিতে সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলােচনাপূর্বক তার পরামর্শ মােতাবেক অ্যাসাইনমেন্ট গ্রহণ/জমার বিষয়টি সমাধান করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কুরিয়ার করার ও ব্যবস্থা থাকে। তাই সেই বিষয়ে খেয়াল রাখা।
- সময় মত এসাইনমেন্ট লিখে জমা দেওয়া। কারন সময় মত এসাইনমেন্ট না দিলে মূল্যায়নের ক্ষেত্রে মার্ক কমে যেতে পারে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group