এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান বিস্তারিত আলোচনা করা হলো। এইচএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের অনান্য সকল বিষয় অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন এখানে
HSC 2021 5th Week Sociology Assignment Solution এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
HSC 2022 পরীক্ষার্থীদের জন্য ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন এখানে
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান,
উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,
আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন ও গুচ্ছ-৩ এর রসায়ন/অর্থনীতি/পৌরনীতি ও শাসন/যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/
খাদ্য ও পুষ্টি/উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। নিচে সমাজবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হলোঃ
৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এইচএসসি ২০২১
সমাজবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক; বিষয়: সমাজবিজ্ঞান ১ম পত্র, বিষয় কোড: ১১৭; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-চতুর্থ; সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়;
অ্যাসাইনমেন্ট; সমাজজীবনে সমাজকাঠামাে, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা;
৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এইচএসসি ২০২১
সমাজবিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান এইচএসসি ২০২১
শিখনফল/ বিষয়বস্তু;
ক) সমাজকাঠামাে এবং সামাজিক স্তরবিন্যাসের ধারণা, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে;
খ) সামাজিক নিয়ন্ত্রণের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
গ) সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ বর্ণনা করতে পারবে;
সমাজবিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান এইচএসসি ২০২১
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি);
ক) সমাজকাঠামাের ধারণা ও উপাদান ব্যাখ্যা করতে হবে;
খ) সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা করতে হবে;
গ) সমাজকাঠামাে এবং সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হবে;
ঘ) সামাজিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে হবে;
ঙ) সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ বর্ণনা করতে হবে;
শিরােনাম: সমাজজীবনে সমাজকাঠামাে, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা।
উত্তর শুরু
(ক) উত্তর ঃ
সমাজকাঠামাের ধারণা ও উপাদান ব্যাখ্যাঃ
সমাজ কাঠামো
সমাজব বিজ্ঞানে, সামাজিক কাঠামাে হলাে সমাজে প্যাটার্ন সামাজিক ব্যবস্থা যা বাক্তিদের কর্মের খেকে উভয় উৎঘাট করে এবং নির্ধারণ করে। ম্যাক্রো কেল, সামাজিক কাঠামাে আর্থ-সামাজিক স্তরবিন্যাস (যেমন, বর্গ গঠন), সামাজিক প্রতিষ্ঠান, বা, বড়
অন্যান্য সামাজিক কাঠামোর মধ্যে প্যাটার্ন সম্পর্কের সিস্টেম। মধ্যবতী স্কলের উপর, এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সামাজিক নেটওয়ার্ক সম্পর্কের স্ট্রাকচার। মাইক্রো কেল এর উপর, এটা উপায় নিয়ম সামাজিক ব্যবস্থা মধ্যে ব্যক্তির আচরণকে আকৃতি
হতে পারে।এছাড়া সামাজিক নিয়ম সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুর মধ্যে সম্পর্ক মাধ্যমে সামাজিক কাঠামাে প্রভাবিত। কারণ যারা সংখ্যাগরিষ্ঠ সঙ্গে সারিবদ্ধ স্বাভাবিক মনে করা হয়।
যখন তারা সংখ্যালঘু দিয়ে সারিবদ্ধ অস্বাভাবিক বিবেচনা করা হয়, সংখ্যাগুরু-সংখ্যালঘু সম্পর্ক সামাজিক কাঠামােরই মধ্যে একটি হ স্তরবিনাস সমাজের সব দিক সংখ্যাগরিষ্ঠ উপযোগী তৈরি করুন। সমাজকাঠামাের উপাদান বস্তুর গঠন, উপাদান রচনা
, তাদের ব্যবস্থা ক্রম দ্বারা চিহ্নিত একে অপরের প্রকৃতির উপর নির্ভর করে না। তাদের মধাে যােগাযােগ, ইতিবাচক, নেতিবাচক, এবং নিরপেক্ষ হতে পারে না। প্রথম ক্ষেত্রে এটি লিঙ্ক মাধ্যমে ডাটা স্ট্রাকচার সংগঠনের স্তর বৃদ্ধি একটি প্রশ্ন,
দ্বিতীয় তাদের প্রতিষ্ঠানের কমানাে, তৃতীয় হয় – সংঘােগের কাঠামাে সংগঠনের স্তর প্রভাবিত করে না। সমাজের সামাজিক কাঠামাে প্রধান উপাদান তিনটি বৃহৎ দলে বিভক্ত করা যেতে পারে: ব্যক্তি সামাজিক সম্প্রদায়গুলির; সামাজিক প্রতিষ্ঠান।
HSC 2021 Sociology 5th week Assignment Solution, Sociology 5th week Assignment Solution, Sociology 5 wedk Assignment Solution, Hsc 2021 5th week assignment solution, hsc 5th week sociology assignment answer, 5th week assignment solution hsc 2021, sociology assignment answer 2021, sociology assignment solution 2021, Sociology Assignment Solution HSC 2021, Sociology Assignment Answer pdf 5th week, সমাজ বিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান,
(খ) উত্তরঃ
সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যাঃ
সামাজিক স্তর বিন্যাস হলাে এমন একটি ব্যবস্থ যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির
ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। জন্মসূত্রে সকল মানুষ সমান এমন মানবতাবাদী দর্শন
পৃথথিবীতে চালু থাকলেও বিশ্বের ইতিহাসের দিকে তাকালে এমন কোন সমাজ পাওয়া যাবেনা যেখানে মানুষে মানুষে পার্থক্য নেই। সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন। সব যুগে সব কালে সব সমাজই স্তরায়িত।
সামাজিক স্তরবিন্যাস সমাজবিজ্ঞানের একটি মৌল প্রত্যয়। স্তরবিন্যাস এর ইংরেজি প্রতিশব্দ stretification যা মৃত্তিকা বিজ্ঞান
হতে নেওয়া হয়েছে। বিভিন্ন জৈবিক ও অজৈবিক উপাদানের উপর ভিত্তি করেই সামাজিক স্তরবিন্যাস করা হয়ে থাকে।
সামাজিক ভতরবিন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্সস বলেছেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে
সমাজের মানুষের বিভাজন। এ বিভাজনের ভিত্তি হচ্ছে সমাজে বিদ্যমান অর্থনৈতিক অবস্থা।সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েভার বলেছেন, সামাজিক স্তরবিন্যাস তথা সমাজের মানুষের বিভাজনের ভিত্তি হচ্ছে সম্পত্তি,
ক্ষমতা ও মর্যাদা। মালভিন টিউমিন এর মতে,সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন এক সামাজিক ব্যবস্থা যাতে একটি সামাজিক গাে্ঠী বা সমাজ শক্তি, সম্পত্তি, সামাজিক মূল্য ও মানসিক তুষ্টির তারতম্যের ভিত্তিতে উর্ধ্ব শ্রেণীবদ্ধ হয়।
সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদঃ আধুনিক পশ্চিমা সমাজে তিনটি শ্রেণির মাধ্যমে সামাজিক স্তরবিন্যাসকে সঙ্গায়িত করা হয়।
এই তিনটি শ্রেণি হলাে: উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিস্ত আবার এই তিন শ্রেণি আবার কয়েকটি উপশ্রেণিতে বিভক্ত। সমাজবিজ্ঞানী T.B.Botomore তার Sociology’ গ্রন্থে সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরনের কথা উল্লেখ করেছেন
এগুলি হলাে: দাসপ্রধা (Slavery)
এস্টেট প্রথা (Estate) জাতিবর্ণ প্রথা (Caste)
শ্রেণি বা মর্যাদা গােষ্ঠী (Cless and status group)
(গ)উত্তরঃ
সমাজকাঠামাে এবং সামাজিক স্তরবিন্যাশের পারস্পরিক সম্পর্কঃ
সমাজকাঠামাে বলতে সমাজের গঠন প্রণালিকে বােঝায়। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্ক, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক,
ব্যক্তির সঙ্গে বিভিন্ন দল ও অনুষ্ঠান-প্রতিষ্ঠানে সম্পর্কসহ সব ধরনের সামাজিক সম্পর্কের ভিত্তিতেই সমাজকাঠামাে গড়ে ওঠে।
সামাজিক স্তরবিন্যাস হলাে এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়।
.. সামাজিক বিন্যাস সর্বজনীন। সমাজকাঠামাের মধ্যে কিছুটা অমিল থাকলে দুটিই সমাজের অংশ। যদিও সমাজ কাঠামােতে কোন বর্ণবাদের ছিটেফোটাও নেই কিন্তু সমাজের স্তরবিন্যাস অনেকটাই জাতি পথা অবলম্বন করে।
(ঘ)উত্তরঃ
সামাজিক নিয়ন্ত্রণ ব্যাখ্যাঃ সমাজতন্ত্রের মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ, সমাজের নিয়ম, আইন, আইন এবং সামাজিক কাঠামাের
দ্বারা আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং চেহারা নিয়ন্ত্রণ করে এমন অনেক উপায়ে বােঝায়। সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক
ব্যবস্থা একটি প্রয়ােজনীয় উপাদান, জন্য সমাজ ছাড়া এটি অন্ভিত্ব পারে না। সামাজিক নিয়ম, সামাজিক নিয়ম, নিয়ম, আইন
এবং সামাজিক, অথনৈতিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামাের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ অর্জন করা হয়।
(ঙ)উত্তরঃ
এসএসসি & এইচএসসি ২০২১ ও ২০২২ সকল সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
HSC 2021 অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এসএসসি-এইচএসসি পরীক্ষাথীদের ব্যবহারিক খাতা জমার নতুন নির্দেশনা
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোন দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের
দুইটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এ নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচী পুনর্বিন্যাস করা হয়েছে।
যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের
শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নোট বুঝ) জমা নেওয়া প্রয়োজন।
ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের
সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যাবহারিকের যে কোন দুইটি ব্যাবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ৫ম সপ্তাহ সমাজবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
উত্তর দিলেন সমাজবিজ্ঞানের সরকারি প্রশ্নের ছবি ছবি দিলেন সমাজকর্মের 🙄
এইচসি সমাজবিজ্ঞান এসাইমেন্ট