DBBL Scholarship Application Process 2021
অত্যন্ত আনন্দের সংবাদ এই যে ২০২১ সালে পাশকৃত এসএসসি/সমমান শিক্ষার্থীদের জন্য ডাচ্ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২১ প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
কিন্তু সঠিকভাবে আবেদন করতে না পারার কারনে প্রতি বছর অনেক যোগ্য প্রার্থী বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। বৃত্তি পাবার প্রথম শর্ত যোগ্য আবেদনকারীর সঠিকভাবে আবেদন করা।
তাই আজ আমরা আপনাদের জন্য সঠিকভাবে আবেদন করার প্রসেস নিয়ে আসলাম। আশাকরি সম্পূর্ণ আর্টিকেল পড়লে নিজেই আবেদন করতে পারবেন।
DBBL Scholarship Application Process 2021
আবেদন করার প্রথমেই সার্কুলার দেখে নিন। লিংক ১ এবং লিংক ২
সার্কুলার দেখে প্রয়োজনীয় ডকুমেন্টস গুছিয়ে রাখুন। আবেদন করার ক্ষেত্রে প্রতিটা অপশন ই পুরন করতে হবে। যদি কোনো একটা তথ্য অপ্রয়োজনীয় মনে হয় বা আবেদনকারীর জন্য প্রযোজ্য না হয় তবে ইংরেজিতে N/A দিতে হবে।
তবে মনে রাখা প্রয়োজন এই যে, একবার আবেদন করা হয়ে গেলে নতুন করে আর এডিট করার অপশন নেই। তাই আবেদন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। তবে চলুন, বিস্তারিত শুরু করা যাক।
[বিঃদ্রঃ প্রতিটি ধাপের সাথে ছবি সংযুক্ত করা হলো]
DBBL Scholarship Application Process 2021
ধাপ ১: ব্যক্তিগত তথ্যাদিঃ
একজন আবেদনকারীর জন্য প্রথম ধাপ এটি। এই ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, পিতামাতার নাম, এবং ঠিকানা সহ যাবতীয় তথ্য দিতে হবে।
মনে রাখতে হবে, এই ধাপের প্রতিটি বক্স ই পুরনীয়। না হলে পরবর্তী ধাপে উন্নীত হওয়া সম্ভব না। তাই খুব সতর্কতার সহিত এই ধাপ পুরন করতে হবে।
ধাপ ২: শিক্ষা সম্পর্কিত তথ্যাদিঃ
এই ধাপে একজন আবেদনকারী শিক্ষার্থীর এডুকেশনাল কোয়ালিফিকেশন এর যাবতীয় তথ্য দিতে হবে। একাডেমিক লেভেল এসএসসি সিলেক্ট করতে হবে। তারপর শিক্ষার্থী কোন বিভাগের অর্থাৎ সায়েন্স, আর্টস নাকি কমার্স এটা দিতে হবে।
DBBL SSC Scholarship Application Process
রোল এবং রেজিষ্ট্রেশন নম্বর খুবই সতর্কতার সাথে দিতে হবে। এই ইনফো ভুল হয়ে গেলে বৃত্তি না হবার চান্স শতভাগ। এছাড়া চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ কাউন্ট করতে হবে। সেইটা উল্লেখিত বক্সে পুরন করতে হবে৷ এছাড়া আবেদনকারী যেহেতু সদ্য পাশ করেছে তাই তার শিক্ষাপ্রতিষ্ঠানের ঘর ফাকা রাখতে হবে।
ধাপ ৩: পারিবারিক তথ্যাদিঃ
পিতার তথ্যঃ এই ছকে পিতার নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা পুরন করতে হবে। অপ্রয়োজনীয় বক্সে N/A দিতে হবে।
মাতার তথ্যঃ এই ছকে মাতার নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অপ্রয়োজনীয় বক্সে N/A দিতে হবে।
ভাইবোনের তথ্যঃ আবেদনকারীর জন্য অন্য কোনো ভাইবোন থাকে তবে তাদের তথ্য এবং তাদের শিক্ষাগত তথ্য পুরন করতে হবে।
পারিবারিক আয়ের তথ্য ছকঃ
এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন আবেদনকারীর জন্য। এখানে কোনো রকম ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। পিতা মাতার আয়ের উৎস সহ আনুমানিক মাসিক ইনকাম উল্লেখ করতে হবে।
এক্ষেত্রে কারো মা যদি গৃহিণী হয়ে থাকেন তবে তার মায়ের ইনকাম তথ্য দেওয়া লাগবে না। তবে বাবা মৃত হলে মায়ের ইনকামের তথ্য অথবা লোকাল গার্ডিয়ান বা বড় ভাই অথবা তার ভরনপোষণ বহন করে এমন কারো তথ্য উল্লেখ করতে হবে।
DBBL SSC Scholarship Application Process
ধাপ ৪: বৃত্তির তথ্যাদিঃ
আবেদনকারী যদি সরকারি কোনো বৃত্তি পেয়ে থাকেন তবে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে৷ কারন সরকারি বৃত্তি ব্যাংক বৃত্তিতে কোনো সমস্যা করে না, বরং মেধার স্বীকৃতি স্বরুপ ব্যাংক মেধা বৃত্তি পেতে সহায়তা করে। এছাড়া আবেদনকারীর ভাই/বোন যদি পূর্বে বা বর্তমানে ডাচ বাংলা থেকে বৃত্তি পেয়ে থাকে তবে সেটাও উল্লেখ করতে হবে।
ধাপ ৫: প্রয়োজনীয় ছবি সংযুক্তিকরনঃ
এইধাপে নিম্নোক্ত প্রয়োজনীয় ছবি সংযুক্তি করতে হবে।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- আবেদনকারীর পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- এসএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
উল্লেখ্য প্রতিটি ছবি হতে হবে JPG, PNG, BMP তে এবং ফাইল সাইজ সর্বোচ্চ ১৫০ কিলোবাইটের বেশি নয়। ছবির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে (৫০০×৭০০) পিক্সেল অথবা (৬০০×৮০০) পিক্সেল।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
DBBL Scholarship Application Process SSC-2021
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Dutch Bangla Bank Scholarship 2021 application form, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১, ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বীমা, dbbl scholarship 2021 application form, dbbl scholarship 2021 circular, dbbl scholarship 2021 ssc, dbbl scholarship apply 2021, dbbl scholarship circular 2021, dbbl scholarship renewal application, DBBL Scholarship, Dutch Bangla Bank SSC Scholarship Circular 2021, Islami Bank SSC Scholarship 2021, কোন কোন ব্যাংক শিক্ষা বৃত্তি দেয়
Testimonial ekhono paini…shekhetre koronio ki?(ssc batch 2021)