ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
২০২১-২০২২ অর্থ বছরে ট্রাস্টের পিএইচডি কোর্সে ফেলোশিপের জন্য আবেদন আহ্বান ।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেশের অভ্যন্তরীণ সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চতর শিক্ষায় ( পিএইচডি )
ফেলোশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি
নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
ক ) গবেষণার অধিক্ষেত্র : ক্রমিক গবেষণার অধিক্ষেত্র
১ . সামাজিক বিজ্ঞান ( Social Science )
২.কলা ও মানবিক ( Arts & Humanities ) ৩.ব্যবসায় শিক্ষা ( Business Studies ) |
৪. সমুদ্র বিজ্ঞান ( Marine Science )
৫.আইন ( Law )
৬. ভৌত বিজ্ঞান ( Physical Science
৭.ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ( Engineering & Technology )
৮. বিজ্ঞান ( Science )
৯ . নিয়ন আলো জীব বিজ্ঞান ( Biological Science )
১০. শিক্ষা ও উন্নয়ন ( Education & Development )
১১ . চিকিৎসা ( Medicine )
১২. চারুকলা ( Fine Arts )
১৩ . কৃষি বিজ্ঞান ( Agricultural Science )
১৪ মাদরাসা শিক্ষা ( Madrasha Education )
খ ) ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনের নিয়ম ও শর্তাবলি :
(১) ২০২১-২২ অর্থবছরে ট্রাস্ট থেকে এম.ফিল . ও পিএইচ.ডি কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত ,
যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক আবেদনকারীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে
( www.eservice.pmeat.gov.bd/mnp ) আবেদন করবেন । আগামী ২৮ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন
আবেদন গ্রহণ করা হবে । নির্ধারিত তারিখ ও সময়ের পর
কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
(২) সমগ্র শিক্ষা জীবনে নূন্যতম ২ টি প্রথম বিভাগ ( জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ ) থাকতে হবে ।
(৩) বৃত্তির জন্য আবেদন জমাদানের তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে ।
(৪) আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত
অনুলিপি ( সনদ ও মার্কশিট ) ও পিএইচ.ডি , রেজিস্ট্রেশন নম্বরের কপি সংযোজন করতে হবে ।
(৫) প্রার্থীগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন
করবেন এবং সরকারি / আধা সরকারি / স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন ।
(৬.) কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল / পরিবর্তন এবং
যেকোনো ফেলোর আবেদন বিবেচনা / বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন ।
ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
(৭). যেকোনো প্রয়োজনে নিম্নবর্ণিত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
হট লাইন : 01778958356 tag ২১.০৩.২০২২ ( নাসরীন আফরোজ ) ব্যবস্থাপনা পরিচালক ( অতিরিক্ত ) 01778964156
আরো পড়ুন
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | District Council Scholarship Circular 2022
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
- মাস্টার্স পর্যায়ে শিক্ষাবৃত্তির সার্কুলার ২০২২ প্রকাশিত
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group