ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ২০২৩
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ২০২২
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল প্রবাসী কল্যান ভবন ৭১-৭২ ইস্কাটন গার্ডেন , রমনা , ঢাকা -১০০০ । ( www.wewb.gov.bd ) নং : 89.08.0000.004.18.003.2১ ( ১১ ) – ২০৯ তারিখ : ১৮ এপ্রিল ২০২২
এসএসসি / সমমান -২০২২ এইচএসসি / সমমান -২০২১ ক্যাটাগরিতে “ প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি ” এর দরখাস্ত আহবান
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২২ সালে এসএসসি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে একাদশ / সমমান অথবা ডিপ্লোমা ( ১ ম সেমিস্টার / বর্ষে ) এবং
২০২১ সালে এইচএসসি / সমমান ক্যাটাগরিরতে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ( ১ ম সেমিস্টার / বর্ষে ) এ অধ্যায়নরত মেধাবী
শিক্ষার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
Scholarship ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
শর্তাবলী :
( ১ ) যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে
( ক ) বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র / ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন ;
( খ ) মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার এ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন ।
( ২ ) নিম্নের ছকে বর্ণিত শর্তসাপেক্ষে জিপিএ / সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে ক্যাটাগরি বিভাগ FFFF
বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী জিপিএ / সিজিপিএ প্রবাসে
কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে OS এসএসসি / সমমান 8.00 8.00 বিজ্ঞান বিভাগ মানবিক ও
বানিজ্য বিভাগ 8.90 8,00 এইচএসসি / সমমান বিজ্ঞান বিভাগ 8.00 ৪.৮০ 8.00 মানবিক ও বানিজ্য বিভাগ 8.00
( ৩ ) আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে :
ক ) পিতা / মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে প্রমাণক হিসাবে আনুষাঙ্গিক কাগজপত্রাদি , যেমন- পাসপোর্ট , ডিসা এবং
বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র / ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত
পাসপোর্টের কপি / স্মার্টকার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ ;
খ ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ০২ ( দুই ) কপি সত্যায়িত ছবি ;
গ ) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এসএসসি / সমমান পরীক্ষার মূল নম্বর পত্রের ( মার্কশীট ) সত্যায়িত ফটোকপি ( কারিগরি শিক্ষার্থীর জন্য প্রযোজ্য ) ;
ঘ ) মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC ( দূতাবাস সনদ ) এর ফটোকপি ।
( 8 ) বৃত্তির পরিমাণ :
ক ) এসএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত
শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২ ( দুই ) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যায়নরতদের ০৪ ( চার ) বছর মাসিক
২,০০০ / – ( দুই হাজার ) টাকা ও এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ( ১ ম সেমিস্টার / বর্ষে ) ৪ বছর ও
মেডিকেলের জন্য ৫ বছর মাসিক ২,৫০০ / – টাকা হারে বৃত্তি প্রদান করা হবে । এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না ;
খ ) এসএসসি / সমমান এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণসহ
অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ যথাক্রমে ৩,৫০০ / – ( তিন হাজার পাঁচশত ) ও ৪,০০০ / – ( চার হাজার ) টাকা প্রদান করা হবে ।
Britti ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
( ৫ ) আবেদনের প্রক্রিয়া :
ক ) সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । অনলাইনে আবেদনের লিংক : http://stipen.wewb.gov.bd/stipend
খ ) শুধুমাত্র এসএসসি / সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা ( কারিগরি শিক্ষাবোর্ড ) এর শিক্ষার্থী সরাসরি / ডাকযোগে আবেদন করবে ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারবে ।
আবেদনের সাথে ক্রমিক নং- ৩ এ উল্লিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে ।
গ ) অনলাইনে / সরাসরি আবেদনকারীর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ১৫ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে দাখিল করতে হবে ।
সরাসরি / ডাকযোগে আবেদনের ক্ষেত্রে আবেদন পরিচালক ( আইআরপি ) , ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড , ৯ ম তলা , প্রবাসী কল্যাণ ভবন , ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড , ইস্কাটন গার্ডেন , রমনা ঢাকা -১০০০ বরাবর পৌঁছাতে হবে । উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না :
ঘ ) শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং তার মাতা / পিতার মোবাইল নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে ।
2022 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
( ৬ ) শুধুমাত্র এসএসসি / সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা ( কারিগরি বোর্ড ) এর শিক্ষার্থী সরাসসি / ডাকযোগে আবেদন করবে । অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে ।
( ৭ ) অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
( ৮ ) যে কোন তথ্যের জন্য ২৪/৭ “ প্রবাসবন্ধু কলসেন্টার ” এর নম্বরসমূহে : ০১৭৮৪৩৩৩৩৩৩ , ০১৭৯৪৩৩৩৩৩৩ , ০৮০০০১০২০৩০ ( টোল ফ্রি ) , ০৯৬১০১০২০৩০ ( বিদেশ থেকে ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
রেজাল্ট
বি,দ্রঃ রেজাল্ট প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন,
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি