ভর্তি সহায়তার আবেদন প্রসেস প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তির আর্থিক সহায়তা দিয়ে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দে থাকে তাদের জন্য আজ আমরা এই লেখায় ভর্তি সহায়তার অনলাইন আবেদন নির্ভুলভাবে কিভাবে করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
১) মাধ্যমিক পর্যায়ের(স্কুল পর্যায় ) ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার ( আবেদন চলছে)
২) উচ্চমাধ্যমিক পর্যায়ের(স্নাতক) ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার
৩) স্নাতক পর্যায়ে ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে।
এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তি:
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩ ( প্রতি মাসে ২৫০০ মোট ৬৭০০০ টাকা)
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ ( ৪ বছরে ১ লাখ ৪৪ হাজার টাকা)
সুনামগঞ্জ জেলা পরিষদ বৃত্তি ২০২৩
ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা,
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
ইতোমধ্যে সার্কুলার প্রকাশিত হয়েছে কিন্তু অনেকে বুজতে পারছে না কিভাবে আবেদন করবে? আবেদনের বিস্তারিত প্রসেস নিচে দেওয়া হলো।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তি:
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩ ( প্রতি মাসে ২৫০০ মোট ৬৭০০০ টাকা)
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ ( ৪ বছরে ১ লাখ ৪৪ হাজার টাকা)
সুনামগঞ্জ জেলা পরিষদ বৃত্তি ২০২৩
আবেদনর প্রসেস বিস্তারিতঃ
প্রয়োজনীয় কাগজপত্র
ছবি
স্বাক্ষর
জন্ম নিবন্ধন সনদ
অভিভাবকের জাতীয় পরিচয়পত্র
শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে)
পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য অথবা আবেদনের জন্য http://www.eservice.pmeat.gov.bd/admission/ এ লিংকে প্রবেশ করতে হবে ।
Apply Process Admission Help
ধাপ ০১ :
আবেদন করার জন্য প্রথমে “ রেজিষ্ট্রেশন ” বাটনে ক্লিক করুন এবং চিত্র ০১ – এ প্রদর্শিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ।
শিক্ষার্থীর পূর্ণ নাম , অভিভাবকের পূর্ণ নাম , শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ( ১৭ ডিজিডের জন্ম সনদ নম্বর ) , জন্ম তারিখ দিন এবং জেন্ডার সিলেক্ট করতে হবে ।
এবার স্থায়ী ঠিকানা বিভাগ , জেলা , সিটি কর্পোরেশন / পৌরসভা / উপজেলা ( যে কোন একটি বাছাই করুন যারা
পৌরসভা / উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ) , পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ড পুরণ করতে হবে ।
তারপর যোগাযোগের তথ্য ( মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে ) ই – মেইল অ্যাড্রেস ( যদি থাকে ) , মোবাইল নম্বর , পাসওয়ার্ড , পাসওয়ার্ড নিশ্চিতকরুণ ।
উক্ত ফরমের সকল তথ্য সঠিকভাবে করে থাকলে “ I’m not a robot ” বাটনে ক্লিক করে “ নিবন্ধন করুন ” বাটনে ক্লিক করতে হবে ।
ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
ধাপ-২
প্রদানকৃত মোবাইল নাম্বারে OTP কোড যাবে। সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর i am not robot বাটনে ক্লিক করে জমা দিতে হবে।
ভর্তি সহায়তার আবেদন প্রসেস দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য, ভর্তি সহায়তার আবেদন প্রসেস ভর্তি সহায়তার আবেদন প্রসেস ভর্তি সহায়তার আবেদন প্রসেস
ধাপ-৩
ইমেইল/জন্মদিন নম্বর দিয়ে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে
ধাপ-৪
আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা আবেদন
ধাপ-৫
এই পর্যায়ে শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন, অবিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, প্রয়োজনীয় কাগজ পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
ধাপ ০৬ :
আবেদনের পঞ্চম ধাপে চিত্র ০৫ এ প্রদর্শিত সকল তথ্য সঠিক ভাবে পুরন করুন ।
সাধারণ তথ্য : বিজ্ঞপ্তির নম্বর , শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষার্থীর নাম সয়ংক্রিয়ভাবে দেয়া থাকবে ।
এবার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র ( যদি থাকে ) , শিক্ষার্থীর পিতার নাম , পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর , মাতার নাম , মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর , শিক্ষার্থীর জন্ম তারিখ ,
জেন্ডার , বিভাগ , জেলা , সিটি কর্পোরেশন / পৌরসভা / উপজেলা ( যে কোন একটি বাছাই করুন যারা পৌরসভা / উপজেলা সিলেক্ট করবেন তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজন নেই ) , পৌরসভা / উপজেলা , ইউনিয়ন / ওয়ার্ড এবং গ্রাম নাম লিখতে হবে ।
Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
অভিভাবকের তথ্য : কোটা ( প্রতিবন্ধী শিক্ষার্থী , এতিম শিক্ষার্থী , নদীভাঙ্গন কবলিত এলাকা , মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যে কোন একটি সিলেক্ট করতে হবে ) ,
অভিভাবকের পেশা , শিক্ষাগত যোগ্যতা , জমির পরিমাণ , বার্ষিক আয় এবং পরিবারের সদস্য সংখ্যা দিতে করতে হবে ।
ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য : ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ , জেলা , উপজেলা , শিক্ষা স্তর , ভর্তিকৃত শ্রেণি , ভর্তিকৃত প্রতিষ্ঠানের নাম , ইআইআইএন নম্বর , সর্বশেষ পঠিত শ্রেণি ( ভর্তিকৃত শ্রেণির পূর্বের শ্রেণি ) , জিপিএ স্কেল এবং সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ প্রদান করতে হবে ।
ব্যাংক / মোবাইল ব্যাংকিং একাউন্টের তথ্য : ব্যাংকিং এর ধরণ ( মোবাইল ব্যাংকিং / সাধারণ ব্যাংকিং যে কোনো একটি ) সিলেক্ট করতে হবে । যদি সাধারণ ব্যাংকিং হয় সে ক্ষেত্রে ব্যাংক হিসাবের ধরণ ( চলতি , সঞ্চয়ী , অন্যান্য যে কোনো একটি ) ,
একাউন্ট কার ( যার একান্ট নম্বর ব্যবহার করছেন যেমন , নিজ / পিতা / মাতা / ভাই / বোন ) , ব্যাংকের নাম ( বিকাশ , রকেট , নগট , উপায় ) , ব্যাংকের শাখা , একাউন্টের নাম ( ব্যাংক একাউন্টটি যার নামে খোলা হয়েছে তার
ইংরেজীতে লিখতে হবে ) , একাউন্টের নম্বর এবং হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে ।
Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
আর যদি মোবাইল ব্যাংকিং হয় সেক্ষেত্রে একাউন্ট কার ( যার একান্ট নম্বর ব্যবহার করছেন যেমন , নিজ / পিতা / মাতা / ভাই / বোন ) , ব্যাংকের নাম , জেলা , ব্যাংকের শাখা
একাউন্টের নাম ( ব্যাংক একাউন্টটি যার নামে খোলা হয়েছে তার ইংরেজীতে লিখতে হবে ) , একাউন্টের নম্বর এবং হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করে “ সংরক্ষণ ” বাটনে ক্লিক করুন।
ধাপ-৭
এই ধাপে সরবরাহকৃত সকল তথ্য দেখা যাবে। সঠিক মনে হলে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। কোনো তথ্য ভুল মনে হলে পরিবর্তন করতে পারবে।
ধাপ-৮
শিক্ষা-প্রতিষ্ঠানের প্রত্যয়ন ও সুপারিশ আপলোড
ভর্তি সহায়তার আবেদন প্রসেস ভর্তি সহায়তার আবেদন প্রসেস
ধাপ-৯
এই পিডিএফ ফাইল ডাউনলোড করুন বাটনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। অবশ্যই এটি নিজের কাছে রাখতে হবে। পরবর্তীতে দরকার হবে।
Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস Apply Process ভর্তি সহায়তা পেতে আবেদন প্রসেস
শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
অর্তি সহায়তার অনলাইন আবেদন প্রসেস ডেমো ভিডিও
আবেদন চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
চাঁদপুর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
আবেদন চলমান অনান্য শিক্ষাবৃত্তির তালিকা:
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | DBBL Scholarship HSC 2022
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
কোন ছাত্র ছাত্রী এখনো ভর্তি হয় নাই সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সহ প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পাবে এবং এ ক্ষেত্রে কি বুঝানো হয়েছে?