প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রায় একই সময়ে দিয়ে থাকে। কিন্তু এবার এইচ এস সি ফলাফল কবে দিবে? গতবছর এইচএসসি রেজাল্ট ১৭ জুলাই ২০১৯ তারিখে দিয়েছিলো। শিক্ষামন্ত্রী দীপু মনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। HSC RESULTS WITH MARKSHEETS বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তখন মন্ত্রীর সঙ্গে ছিলেন। কিন্তু এবার করোনার কারনে সবাইকে অটোমেশন দেওয়া হয়েছে। তাই রেজাল্ট কবে দিবে এই নিয়ে ধোঁয়াশা থাকলেও ধারনা করা হচ্ছে ২৫ ডিসেম্বর এর মাঝেই রেজাল্ট দিয়ে দিবে। ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের চিন্তাভাবনা
তো এইচ এস সি/আলিম/ কারিগরি- সমমানের পরীক্ষার ফলাফল দেখার জন্য নিচের দেয়া তথ্য অনুসরণ করুন এবং সবার আগে এইচ এস সি রেজাল্ট ২০২০ দেখে নিন।
সাধারণত এইচ এস সি রেজাল্ট প্রকাশের পর www.educationboardresults.gov.bd মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট সাইটের সার্ভার ব্যাস্ত থাকে। এ কারনে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রার্থীদের জন্য কয়েকটি পদ্ধতি তুলে ধরা হবে যাতে করে ফলাফল প্রার্থীরা এইচ এস সি রেজাল্ট দেখতে বেগ পেতে না হয়।
1.আমাদের সাইট থেকে
2.অফিসিয়াল সাইটের মাধ্যমে
3.মোবাইল ফোনের মাধ্যমে
4.শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমে
বোর্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমেঃ
আপনার বোর্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। যদিও সকল বোর্ড পুরোপুরি প্রস্তুত নয়। নিচে আপনার সুবিধার জন্য সকল বোর্ডের অফিসিয়াল সাইটের জন্য লিঙ্ক দেয়া হলোঃ
যশোর বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
কুমিল্লা বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
ঢাকা বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
চট্টগ্রাম বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
সিলেট বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
দিনাজপুর বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
বরিশাল বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
কারিগরি বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০
মাদরাসা বোর্ড এর আলিম পরীক্ষার ফলাফল ২০২০
সকল বোর্ড এর ফলাফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
মোবাইল ফোনের মাধ্যমেঃ
ধরে নিলাম উপরের স্টেপটাও মিস হলো। এখন আপনার বা কারো মুঠোফোন নিন,আর মেজেজ অপশনে চলে যান আর লিখুনঃ HSC অথবা Alim স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল ⇒ ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2020 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
- DHA – Dhaka Board
- BAR – Barisal Board
- SYL – Sylhet Board
- COM – Comilla Board
- CHI – Chittagong Board
- RAJ – Rajshahi Board
- JES – Jessore Board
- DIN – Dinajpur Board
- MAD – Madrasah Board
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমেঃ
এইচএসসি রেজাল্ট মূলত সকল বোর্ডের HSC RESULTS WITH MARKSHEETS একসাথেশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল সাইট ০১)www.eboardresults.com এবং ০২) www.educationboardresults.gov.bd
সকল প্রকার পরীক্ষার ফলাফল সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on