এইচএসসি ২০২১ হিসাববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট হিসেবে অংশীদারি ব্যবসায় ও এর
হিসাব প্রক্রিয়া সংক্রান্ত একটি কাজ দেয়া হয়েছে। হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান নিচে দেওয়া হলো। এইচএসসি পরীক্ষা ২০২১ হিসাব বিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, লেখার নির্দেশনা ও বাছাই করা সেরা নমুনা উত্তর নিয়ে হাজির হলাম।
২০২১ সালের এইচএসসির অন্যান্য বিষয়ের উত্তর দেখুন
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের
দ্বিতীয় অধ্যায়ঃ অংশীদারি ব্যবসায় হিসাব থেকে;
হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান দেখতে পুরো আর্টিকেলটি ভালো ভাবে পড়ুন।
এইচএসসি ২০২১ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাববিজ্ঞান ২য় পত্র
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে।
এইচএসসি পরীক্ষা ২০২১ হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পত্র দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবেন এবং যথানিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।
এসাইনমেন্টের সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে, শক্তির অবর্তমানে
অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফা নির্ণয় করতে পারবে, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা এবং মূল্যায়ন নির্দেশনা, শিরোনাম নিচের ছবিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের এসাইনমেন্ট উল্লেখ করা হলো
বিষয়ঃ হিসাব বিজ্ঞান ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-০২, অধ্যায়- দ্বিতীয় (অংশীদারি ব্যবসায় হিসাব)
অ্যাসাইনমেন্টঃ অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া
সহায়ক তথ্য:
আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।
আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে কমিশন পাবেন।
আবদুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ ১,১০,০০০ টাকায় উপনীত হয়।
নির্দেশনা (সংকেত ধাপ পরিধি)
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ।
খ. অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে।
গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে।
ঘ. অংশীদারদের মুলধন হিসাব প্রস্তুত করতে হবে (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)
এইচএসসি পরীক্ষা ২০২১ তৃতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর
এইচএসসি ২০২১ হিসাববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান/উত্তর শুরু
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ-
অংশীদারি ব্যবসায় পরিচালনা বা কোন প্রকার বিরোধ নিষ্পত্তির যাবতীয় বিষয়াদির অংশীদারী চুক্তিপত্রে উল্লেখ থাকে।
অংশীদারী চুক্তিপত্রের উল্লেখ নেই, এমন কোন ঘটনা ব্যবসায়ে সংঘটিত হলে তা বাংলাদেশ বলবৎযোগ্য ১৯৩২ সালের
অংশীদারি আইন এর মাধ্যমে সমাধান করতে হবে। তাই চুক্তির অবর্তমানে প্রযোজ্য কয়েকটি বিধান নিম্নে উল্লেখ করা হলো-
অংশীদারি আইন এর মাধ্যমে সমাধান করতে হবে। তাই চুক্তির অবর্তমানে প্রযোজ্য কয়েকটি বিধান নিম্নে উল্লেখ করা হলো
১. অংশীদারগণকে সমান হারে মূলধন সরবরাহ করতে হবে।
২. অংশীদারগণ ব্যবসায় থেকে সমান পরিমাণ অর্থ উত্তোলন করার অধিকারী হবে।
৩. অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন এবং উত্তোলনের উপর কোন প্রকার সুদ ধার্য করা যাবে না।
৪. ব্যবসায়ের লাভ-লোকসান অংশীদারদের মধ্যে সমান হারে বন্টন করতে হবে।
৫. ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় সকল অংশীদার সমান অধিকার ভোগ করবে।
৬. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য কোন অংশীদার বেতন-ভাতা ও কমিশন দাবি করতে পারবে না।
৭. ব্যবসায়ের প্রয়োজনে তৃতীয় পক্ষ বা কোন অংশীদার এর নিকট থেকে ঋণ গ্রহণ করা হলে উক্ত ঋণের বিপরীতে শতকরা ৬ টাকা হারে সুদ প্রদান করতে হবে।
৮. ব্যবসা এর যাবতীয় হিসাব ও দলিলপত্রাদি প্রধান অফিস এর সংরক্ষিত থাকবে।
অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া
এইচএসসি ২০২১ অনান্য বিষয় অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
৯. হিসাব ও দলিলপত্রাদি পরিদর্শন করা এবং এর প্রতিলিপি গ্রহণ করার ক্ষেত্রে সকল অংশীদার সমান অধিকার ভোগ করবে।
১০. ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় কোন প্রকার অনৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ অংশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী তা মীমাংসা করতে হবে।
১১. ব্যবসায়ের সকল অংশীদার একমত না হলে অর্থাৎ অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া ব্যবসায় কোন অংশীদার নেওয়া যাবেনা। এমনকি কোনো অংশীদারকে বহিষ্কারও করা যাবে না।
১২. ব্যবসা এর সকল প্রকার দায় ও দেনার জন্য সকল অংশীদার সমান ও যৌথ ভাবে দায়ী থাকবে। ক্ষেত্রবিশেষে কোন অংশীদার এককভাবে দায়ী থাকতে পারে।
১৩. ব্যবসায়ের স্বার্থে কোন অংশীদার তার ব্যক্তিগত অর্থ খরচ করলে অথবা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায় থেকে তার খরচের টাকা পরিশোধ করতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে।
১৪. কোন অংশীদার এর ব্যক্তিগত আচরণ বা কার্যকলাপ দ্বারা ব্যবসায় ক্ষতিগ্রস্থ হলে ওই অংশীদার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
১৫. প্রত্যেক অংশীদারের হিসাব পত্র ও দলিলপত্রাদি পরিদর্শন ও প্রতিলিপি পাওয়ার অধিকার থাকবে।
১৬. অংশীদারদের সর্বসম্মতভাবে লাভ লোকসান ও বন্টন হার মূলধনের পরিমাণ পুনঃনির্ধারণ করা যাবে।
১৭. অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ব্যবসায়ের বিলোপসাধন এবং বিলোপ সাধন উত্তর হিসাব নিকাশ করা যাবে।
অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত-
এইচএসসি ২০২১ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান : অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত
হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান মুলধন হিসাব প্রস্তুত (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)
অ্যাসাইনমেন্ট সমাধান হিসাববিজ্ঞানঃ অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া
২০২১ সালের এইচএসসির অন্যান্য বিষয়ের উত্তর দেখুন
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
কষ্ট করে দিয়ের আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Amk aktu accounting 2nd pepar ar 2nd week ar ans ta den