সরকারি মেডিকেল কলেজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আমিনুল আলম ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক।
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনের পথ সুগম করার জন্য ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক (আন্তর্জাতিক) মরহুম মোঃ আমিনুল আলম স্মরণে প্রতিষ্ঠিত আমিনুল আলম ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি গ্রহনের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদনের যোগ্যতাঃ
১. আবেদনকারীকে সরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ( ২০২০ সালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী) হতে হবে।
২. আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ১২ হাজার টাকার কম হতে হবে।
৩. পিতৃ মাতৃহারা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়মাবলিঃ
আবেদনকারীকে আবেদনপত্রের সাথে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময়ে জমাকৃত অর্থের রশিদের ফটোকপি জমা দিতে হবে। পিতা বা অভিভাবকের পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
আবেদন অবশ্যই নিজ হাতে লিখতে হবে এবং বিস্তারিত বিবরনের বর্ণনা দিতে হবে। কারন আবেদনের উপর নির্ভর করেই প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
আমিনুল আলম ট্রাস্ট ফান্ড
ব্র্যাক সেন্টার ( ৮ম তলা), অর্থ ও হিসাব বিভাগ, ৭৫ মহাখালী, ঢাকা -১২১২
যোগাযোগঃ ০১৭১৪০৯১৩৮৮
এছাড়া অন্যান্য কোন কোন ব্যাংক, সংস্থা এবং ব্যক্তি বৃত্তি দিয়ে থাকে তাদের তালিকাঃ
(১) ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
(২) ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৩) সিজেডএম(CZM)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৫)প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) এশিয়া ব্যাংক শিক্ষাবৃত্তি
(৭) সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৮) ইমদাদ শিতারা খান শিক্ষাবৃত্তি
(৯) ব্যবিলন শিক্ষাবৃত্তি
(১০)এডুকেশন ফর অল(গুড্ডি ফাউন্ডেশন)
(১১) মানুষ মানুষের জন্য
(১২) পরিজন শিক্ষাবৃত্তি
(১৩) শ্রমিক কল্যাণ শিক্ষাবৃত্তি
(১৪) ইসলামি ফাইন্যান্স শিক্ষাবৃত্তি
১৫) মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৬) প্রবাশি কল্যান শিক্ষাবৃত্তি
(১৭) সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৮) ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৯) এক্সিম ব্যাংক শিক্ষাবৃত্তি
(২০) ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি
(২১)IFIC ব্যাংক শিক্ষাবৃত্তি
(২২) প্রথম আলো শিক্ষাবৃত্তি
(২৩) ব্র্যাক মেধাবিকাশ শিক্ষাবৃত্তি( বর্তমানে বন্ধ)
(২৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি(সকল জেলা)
(২৫) গ্রামীন ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৬) ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৭) আল আরাফাহ ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৮) আমিনুল আলম ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তি
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
ঠাকুরগাঁও জেলা পরিষদ বৃওি দেয়?
অটোক্যাড সম্পর্কে শেখা
Rajshahi jela porishod theke ki bitti deo hoi
Rajshahi jela porishod theke ki bitti deo hoi