২০২০ সালে এসএসসি পাস ছাত্র-ছাত্রীদের জন্য ব্যাবিলন গ্রুপ শিক্ষা বৃত্তি প্রকল্পের ৯ম পর্ব ঘোষণা করার কথা রয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প এর জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর দরখাস্ত আহ্বান করে থাকে।
আজ আমরা এখানে আপনারদের ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প এর বিস্তারিত জানাবো। কখন? কিভাবে? আবেদন করবেন? তার জন্য পুরো অংশটুকু পড়ুন।
সুযোগ সুবিধাসমূহ
পড়া লেখার প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা হবে।
আবেদনের যোগ্যতা
এসএসসি পাসের বছরঃ ২০২০
প্রাপ্ত ফলাফলঃ গোল্ডেন জিপিএ ৫.০০
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
আগামী ___/___/২০২১ ইং তারিখের মধ্যে বক্স নং ০২/১৯, প্রযত্নে-দৈনিক প্রথম আলো,১৯,কাওরান বাজার,ঢাকা-১২১৫ ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
খামের উপর ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প-২০২০ স্পষ্ট করে লিখতে হবে। প্রথম আলো বক্স ব্যতীত ব্যাবিলন গ্রুপে প্রেরিত সরাসরি কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রের সাথে সত্যায়িত যেসব কাগজপত্র জমা দিতে হবেঃ
- এসএসসি পরীক্ষার মার্কশিট।
- সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট।
- কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র।
- একটি পূর্ণাঙ্গ বায়োডাটা(পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা ও আয়ের বর্ণনা)।
আবেদনের শেষ তারিখ: COVID-19 এর কারনে এখনো সার্কুলার প্রকাশিত হয় নাই। সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যাবিলন গ্রুপের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম। এ উদ্যোগের আওতায় গত ১১বছর যাবৎ মোট ৪৬২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ব্যাবিলন।
এই শিক্ষাবৃত্তি কেবল এর খন্ডকালীন উদ্যোগ নয়, ব্যাবিলন গ্রুপ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য নিয়মিত তদারকি করে থাকে। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই বুয়েট শিক্ষক, চিকিৎসক, নৌবাহিনীর প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ পর্যায়ে আসীন।
এ সাফল্যের আলোকে ব্যাবিলন গ্রুপ বার্ষিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা বাড়িয়েই চলেছে। ২০০৮ সালে যাত্রা শুরু হয়েছিল বার্ষিক ২৮ জনকে নিয়ে, ২০১৯ সালে সে সংখ্যা দাঁড়িয়েছে ৯০ তে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ অনুদান পেয়ে থাকে দুই বছর। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্তির ভিত্তিতে এ অনুদান চলমান থাকে এবং অনুদানের পরিমান বর্ধিত হতে পারে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group