BKSP ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে । বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারন শিক্ষাসহ দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তজার্তিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২১ সালের জন্য খেলোয়াড় ভর্তি করা হবে। এ লক্ষ্যে নিন্মবর্ণিত দিনসমূহে নিকটস্থ বিকেএসপিতে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন পদ্ধতিঃ
প্রাথমিক বাছাইঃ
১। প্রাথমিক বাছাইয়ের দিন প্রশিক্ষণার্থীকে অনলাইনে পূরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি ও পরীক্ষা ফি বাবদ ২০০/-
জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২। নির্বাচনী প্রক্রিয়ায় প্রাথমিক ডাক্তারি ও শারীরিক যোগ্যতা বা ফিটনেস টেস্ট নেয়া হবে।
৩। স্ব-স্ব খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। এ জন্য সবাইকে স্ব স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে।
৪। প্রাথমিক নির্বাচনের ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে http://www.bksp.gov.bd/ প্রকাশ করা হবে।
৫। একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।
৬। নির্ধারিত দিনসমূহে পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
চূড়ান্ত নির্বাচনঃ
১। কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ০৭ দিনের প্রশিক্ষন ক্যাম্প আয়োজন করা হবে যা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
২. প্রশিক্ষন ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. সর্বশেষ অধ্যয়নরত শ্রেনির সিলেবাস অনুযায়ী স্ব-স্ব শ্রেনির লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী ও গণিত) গ্রহণ করা হবে।
৪. ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।
৫. প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের দিন ০২ (দুই) কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ), জন্ম নিবন্ধন, পিইসি ও জেএসসি/জেডিসি ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি আনতে হবে।
৬. চূড়ান্ত ফলাফল বিকেএসপি’র ওয়েবসাইটে http://www.bksp.gov.bd/ প্রকাশ করা হবে।
সুবিধাদিঃ
১. আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা।
২. যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন ক্লাব এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে খেলার সুযোগ।
৩. কৃতি প্রশিক্ষনার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও অন্যান্য বিষয়ে কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য উৎসাহ প্রনোদনামূলক পুরস্কারের ব্যবস্থা।
৪. শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারন শিক্ষা, সম্পূর্ন আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবন যাপন, পুষ্টিকর খাবার ও নৈতিক শিক্ষার সু-ব্যবস্থা।
বিঃদ্রঃ ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম বিকেএসপির ঢাকা কেন্দ্রসহ অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট) পরিচালিত হবে।
BKSP ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ নিচে দেওয়া হলো
বিদ্রঃ BKSP ভর্তি সম্পর্কিত কোন তথ্যের জন্য ইমেইল আইডি অ্যাড করে কমেন্ট করুন
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
I am very happy
Very interested