CZM Scholarship Application Process 2022
আপনি কি আবেদন পত্রের হার্ডকপি ও অনলাইন কপি পূরণ করেছেন? না করে থাকলে তাহলে এই লেখাটি আপনার জন্য।
নিচে হার্ড কপি ও অনলাইন কপি পূরণের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যা আপনার বৃত্তি প্রাপ্তিতে কয়েক ধাপ এগিয়ে রাখবে ইনশাল্লাহ।
অনান্য জেলা পরিষদ চলমান শিক্ষাবৃত্তি লিস্ট
রাজশাহী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
(গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে
মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
CZM Scholarship Application Process 2022
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এ বছরও জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২২ প্রকাশ করেছে।
চলমান শিক্ষাবৃত্তিঃ
আবেদন ফরম পূরণ করতে গিয়ে আপনারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেকে বুজতেছে না কিভাবে ফরম পূরণ করবেন
হার্ড কপি ও অনলাইন আবেদন, এসব বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের এই লেখা।
অবশ্যই মনে রাখবেন অনান্য যোগ্যতা থাকা সত্যেও ফরম পূরণে ভুল থাকার কারণে আপনি বৃত্তির জন্য নির্বাচিত হবেন না।
কাজেই নির্ভুলভাবে ফরম পূরণ আপনাকে বৃত্তি পেতে অনেক এগিয়ে রাখবে।
CZM Scholarship Application Process 2022
সিজেডএম শিক্ষাবৃত্তির আবেদন ফরম ২ ভাবে পূরণ করতে হবে। ১) হার্ড কপি এবং ২) অনলাইন ফর্ম।
আগে হার্ড কপি এর পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট
আউট করে ভালোভাবে পূরণ করতে হবে তারপর হার্ড কপি এর সহোযোগিতায় অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
প্রথমে জানবো অনলাইনে আবেদন ফর্ম কিভাবে পুরণ করবেনঃ
CZM Scholarship Online Application Process 2022
নির্দেশনা সমূহ মনোযোগ সহকারে পড়ুন, তারপর পূরণ করুন। (এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না)
অনলাইন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে https://tinyurl.com/gsp2021app এই লিংকে ঢুকে আবেদন পত্র পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন? বিস্তারিত নিচে দেখুন
ইমেইল এড্রেস এর ঘরে আপনার নিজের ব্যক্তিগত ইমেইল এড্রেস দিন।
পরবর্তীতে এই ইমেইলে সি.জেড.এম থেকে যোগাযোগ করা হবে।
২) এই ফর্ম টি ইংরেজী তে পূরণ করতে হবে। শুধুমাত্র বৃত্তি পাওয়ার যথার্থতা (আপনার আবেদনপত্র অনুযায়ী)
এই ঘরটি বাংলায় অথবা ইংরেজীতে পূরণ করা যাবে।
৩) আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের
ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের
এর ফটোকপি, SSC ও HSC এর ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি পাঠাতে হবে এবং পরবর্তীতে সিজেডএম কর্তৃক যেসব
কাগজপত্র চাওয়া হবে সেগুলো যথাসময়ে জমা দিতে হবে।
৩) তথ্যগুলো সঠিক ভাবে পূরণ হয়েছে কিনা তা ভালো করে পর্যবেক্ষণ করুন, তার পর সাবমিট করুন।
এরপর আপনার হাতে পূরণকৃত হার্ডকপি টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সি জেড এম এর ঠিকানায় প্রেরণ করুন।
৪) বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে অযথা কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের
নম্বরে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বৃত্তির আবেদন সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের সময়: রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত);
এসএমএস কিংবা ইমেইল পাঠাতে পারে ন যেকোনো সময়।
৫) সাবমিটকৃত আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন।
৬) আবেদন পত্র পাওয়ার পর ১৫ থেকে ৩০ দিন এর মাঝে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধম্যে জানানো হবে।
তবে আবেদন পোঁছালো কি না এই মর্মে কোন প্রকার ফোন-কল অথবা এসএমএস না করার জন্যে অনুরোধ করা যাচ্ছে।
৭) মনে রাখবেন যেই কোন প্রকার মিথ্যা তথ্য প্রদানে আপনার আবেদন পত্র বাতিল হয়ে যেতে পারে।
CZM Scholarship Application Process 2022
এবারে আমরা জানবো কিভাবে হার্ড কপি ফরম টি পুরণ করবেন।
Hard Copy Application Form Fill up process
নির্দেশনা ( ভালো করে পড়ে তারপর আবেদন পত্র পূরণ করুন )
১. জিনিয়াস বৃত্তির আবেদন প্রথমে হার্ড – কপি ফরম স্বহস্তে পুরণের জন্য হার্ডকপি ফর্মটি নিচের Download Application Form বাটনে ক্লিক করে ডাউনলোডের পর প্রিন্ট করার মাধ্যমে
সংগ্রহ করা যাবে। ) নিজ হাতে পূরণ করতে হবে , এর পর https://tinyurl.com/gsp2021app এই লিংকে গিয়ে অনলাইনে তথ্য গুলো পূরণ করতে হবে ।
এরপর পূরণকৃত হার্ড কপি কুরিয়ার – যোগে সি জেড এম – এর ঠিকানায় শেষ তারিখের পূর্বেই প্রেরণ করুন ।
নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন ফর্ম মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
২. সহজে ও নির্ভুলভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার স্বার্থে মূল আবেদন করার পূর্বে সকল তথ্য সংগ্রহ – পূর্বক ঘরে বসে একটি
রাফ হার্ড কপি ফর্ম পূরণ করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া হলো ।
তারপর মূল হার্ড কপি ও অনলাইন লিংকে গিয়ে নির্ভুলভাবে পূরণ করে পাঠাতে হবে ।
czm scholarship application process 2022
৩. আর্থিকভাবে সচ্ছল কিংবা অন্য কোনো সংস্থা / প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী ( সরকারি / বোর্ড বৃত্তি ব্যতীত ) শিক্ষার্থীদের
আবেদন করার প্রয়োজন নেই । পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসমূহের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে ।
৪. আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তির পে – ইন – স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ এর
ফটোকপি , SSC ও HSC ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি , জন্মনিবন্ধন / জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি পাঠাতে হবে এবং পরবর্তীতে সিজেডএম কর্তৃক যেসব কাগজপত্র চাওয়া হবে সেগুলো যথাসময়ে জমা দিতে হবে ।
৫. আবেদনকারীর হার্ড কপি ফর্মে অবশ্যই ছবি , ইনস্টিটিউট / বিভাগীয় প্রধান / অ্যাকাডেমিক সুপারভাইজার – এর মন্তব্য , স্বাক্ষর ও সিল থাকতে হবে । অন্যথায় আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
৬. ভুল তথ্য প্রদানকারী কিংবা অন্য কোনো বৃত্তি গ্রহণকারী ( সরকারি / বোর্ড বৃত্তি ব্যতীত ) এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন ।
বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সিজেডএম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে । অসম্পূর্ণ বা ভুল তথ্য – সম্বলিত কিংবা নির্ধারিত তারিখের পরে সাবমিটকৃত আবেদন ফর্ম মূল্যায়নের জন্য বিবেচিত হবে না ।
৭. শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীদেরকে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস – এর মাধ্যমে জানানো হবে ।
৮. সিজেডএম – এর জিনিয়াস বৃত্তির আবেদনপ্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন নেই । তাই কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল
নম্বর ও ল্যান্ড ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে প্রেরিত এসএমএস / যোগাযোগ দ্বারা প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো ।
৯. সাবমিটকৃত আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন
জিনিয়াস বৃত্তি আবেদন প্রসেস
। ১০. আবেদনপত্র পাওয়ার পর ১৫ থেকে ৩০ দিন এর মাঝে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে ।
তবে আবেদনপত্র পৌঁছালো কি না এই মর্মে কোন প্রকার ফোন – কল অথবা এসএমএস না করার জন্যে অনুরোধ করা যাচ্ছে ।
হস্তে পূরণকৃত হার্ডকপি ফর্মটি নিচের ঠিকানায় ১৫ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে কুরিয়ার যোগে পোছাতে হবে। নিচের ঠিকানায় |
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) বাসা # ২৬, রোড # ৭, ব্লক # সি নিকেতন, গুলশান – ০১, ঢাকা – ১২১২ মোবাইল নম্বর: ০১৭৮৩ ৫৫ ৮৮ ২২; ০১৭০৮ ৫২৩ ৪২৩ ইমেইল: [email protected] |
জিনিয়াস শিক্ষাবৃত্তি হার্ড কপি পুরণের প্রসেসঃ
১. আবেদনকারীর ব্যক্তিগত পরিচয়
ক) এই ছকে আপনার ব্যক্তিগত পরিচয় উল্লেখ করুন । বর্তমান ঠিকানা – এর ঘরে আপনি এখন শিক্ষাপ্রতিষ্ঠানের হল কিংবা এর নিকটবর্তী যে স্থান / মেস / বাসায় অবস্থান করছেন তার পূর্ণ ঠিকানা লিখুন :

এই ছকে আবেদন কারীর ব্যক্তিগত খরচের খাত, মাসিক খরচ, আবেদনকারীর মোট ব্যক্তিগত খরচ, যোগানের উৎস

২)আবেদনকারীর পারিবারিক পরিচয়
এই আবেদন ফর্মে পরিবার বলতে একই ছাদের নিচে বসবাসকারী এবং একই হাঁড়ির রান্নায় পানাহারকারী পিতা – মাতা ,
ভাই – বোন , দাদা – দাদি , সন্তান – সন্ততি , নাতি – নাতনি এবং অন্য আত্মীয় – অনাত্মীয় পর পর নির্ভরশীল এক বা একাধিক ব্যক্তির সমন্বিত সামাজিক একককে বোঝানো হয়েছে ।
পেশার বিবরণ – এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার ধরন ও বৈশিষ্ট্য / শ্রেণি কিংবা প্রবাসী হলে দেশের নামসহ এমনভাবে উল্লেখ করুন , যাতে সংশ্লিষ্ট পেশাজীবী সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় ।

(৩) পারিবারিক সহায় সম্পত্তি ও আয় ব্যয়ের হিসাব।
এই পৃষ্ঠায় পরিবারের সদস্যগণের আয়-ব্যয় হিসাব। মোট জমির পরিমাণ। সর্বসাকুল্যে আয় কতো এবং ব্যয় কতো তা সুন্দর ভাবে হিসাব করে তারপর পূরণ করুন।
অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন। বর্তমান বাজার অনুযায়ী সহায় সম্পত্তির মূল্য। সর্বমোট আয় ব্যয়ের তথ্য দিয়ে পূরণ করতে হবে।

জিনিয়াস শিক্ষাবৃত্তি আবেদন প্রসেস ২০২২
৪) আবেদন কারীর অ্যাকাডেমিক পরিচয়
এই পৃষ্ঠায় আবেদন কারীর অ্যাকাডেমিক যাবতীয় সকল তথ্য দিতে হবে। এসএসসি, এইচএসসি রোল, রেজিষ্ট্রেশন নাম্বার,
পাশের বছর, বর্তমানে কোথায় পড়াশুনা করছেন, কোন সেমিস্টারে, এসব বিস্তারিত তথ্য পূরণ করতে হবে।
ইমেইল, মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বৃত্তিটি কেনো দরকার? তা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
এখানে বেশী বর্ণনা না লিখে প্রকৃতপক্ষে যে সমস্যার জন্য আপনার বৃত্তিটি দরকার সেই কথাটি লিখবেন।

CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022
৬) CZM Scholarship অনলাইন আবেদন ফরম পূরণঃ
আবেদন পত্রের হার্ড কপি পূরণ হয়ে গেলে। এরপর অনলাইনে আবেদন ফরম পুরণ করবেন খুব সতর্কতার শহীত।
আবেদনপত্রের হার্ডকপিতে যা যা তথ্য দিয়েছেন অবশ্যই অনলাইনে আবেদন করার সময় তা লিখতে হবে। অনলাইন & হার্ডকপির দেওয়া তথ্য যেনো অমিল খুজে পাওয়া না যায়।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
অন্যরা যা পড়েছে,
- হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি Habiganj District Council Scholarship
- মাসিক ৫ হাজার টাকার মেধা বিকাশ বৃত্তি সার্কুলার প্রকাশিত
- এইচএসসি বোর্ড বৃত্তির রেজাল্ট ২০২৩ (All Board scholarship result pdf download)
- দুইশো ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিবে বাগেরহাট ফাউন্ডেশন
- ভর্তি সহায়তার অনলাইন আবেদন প্রসেস ২০২৩
CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022