CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস
আপনি কি অনলাইনে আবেদন পত্র পূরণ করেছেন? না করে থাকলে তাহলে এই লেখাটি আপনার জন্য।
নিচে অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যা আপনার বৃত্তি প্রাপ্তিতে কয়েক ধাপ এগিয়ে রাখবে ইনশাল্লাহ।
CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৩
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে
মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
CZM Scholarship Application Process 2022
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এ বছরও জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার – ২০২৪ প্রকাশ করেছে।
সার্কুলার দেখতে সার্কুলার লেখাটিতে ক্লিক করুন
আবেদন ফরম পূরণ করতে গিয়ে আপনারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেকে বুজতেছে না কিভাবে অনলাইনে ফরম পূরণ করবেন
অনলাইনে আবেদন ফর্ম পূরণের বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের এই লেখা।
অবশ্যই মনে রাখবেন অনান্য যোগ্যতা থাকা সত্যেও ফরম পূরণে ভুল থাকার কারণে আপনি বৃত্তির জন্য নির্বাচিত হবেন না।
কাজেই নির্ভুলভাবে ফরম পূরণ আপনাকে বৃত্তি পেতে অনেক এগিয়ে রাখবে।
আবেদন শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. জিনিয়াস বৃত্তির সম্পূর্ণ আবেদনফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে
২. বৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণকরা হবে। বৃত্তির আবেদন করার জন্য http://scholarship.czm-bd.org/ ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে সার্কুলার দেখে ও পড়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া যাচ্ছে। আবেদন লিংক নিচে দেওয়া আছে
৩. আবেদন করার পূর্বে সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘরে বসে নিজ অথবা পরিচিত ব্যক্তির মোবাইল অথবা কম্পিউটার থেকে সতর্কতার সহিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া হলো
৪. আবেদন করার পূর্বে অবশ্যই নিজের পাসপোর্টসাইজ ছবি, প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট, এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এর স্ক্যানকরে অথবা পরিষ্কার ছবি তুলে যে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা হবে তাতে সংরক্ষণ করতে হবে। তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার ঝাপসা ছবি, সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না
৫. ভুল তথ্য প্রদানকারী কিংবা অন্য কোনো বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন
৬. আর্থিকভাবে সচ্ছল কিংবা অন্য কোনো সংস্থা / প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
৭. অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল তথ্য-সম্বলিত আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না
৮. বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সিজেডএম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
৯. সিজেডএম-এর জিনিয়াস বৃত্তির আবেদন প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন নেই। তাই কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল নম্বর ও ল্যান্ড ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে প্রেরিত এসএমএস/যোগাযোগ দ্বারা প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো
১০. জিনিয়াস বৃত্তির আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন
১১. আবেদনপত্র সিজেডএম কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পর তা মূল্যায়নের সাপেক্ষে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
আবেদনের যথাযথ প্রক্রিয়া (আবেদন ফর্ম ফিলাপের পূর্বে যা যা করতে হবে)
১) প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিজের ইমেইল একাউন্ট খোলা
যোগ্য আবেদনকারীকে প্রথমে তার নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যেমন – পরিবারের সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয়ের তথ্য; পারিবারিক সম্পদের পরিমান, স্থান, এবং এর বর্তমান আনুমানিক বাজার মূল্য; পরিবারের উপার্জনের খাত সমূহ ও পরিমান; একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আপনাদের পারিবার সম্পর্কে ভালোভাবে জানেন তাঁর নাম, মোবাইল নম্বর ও পেশা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে।
আবেদনকারীকে অবশ্যই শুধুমাত্র নিজের ইমেইল এড্ড্রেস থেকে আবেদন করতে হবে। এবং উক্ত ইমেইলের পাসওয়ার্ড যথাযথ ভাবে সংগ্রহ করতে হবে।
নিজের ইমেইল না থাকলে একটি ফ্রি ইমেইল একাউন্ট খুলে নিতে হবে। ইমেইল একাউন্ট খোলার সময় নিজের মোবাইল নম্বর যোগ করে নিতে হবে।
২) প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পরিষ্কার ছবি বা স্ক্যান করা
সকল তথ্য এবং ইমেইল একাউন্ট সংগ্রহ করার পর আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
ক) নিজের পাসপোর্টসাইজ ছবি
খ) প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ
গ) এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট
ঘ) এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট, এবং
ঙ) জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র
মোবাইল থেকে আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সমূহ সোজা ভাবে পরিষ্কার করে যে মোবাইল থেকে আবেদন করবেন তাতে ছবি তুলে প্রয়োজনে ছবির অপ্রয়োজনীয় অংশ ক্রপ (কেটে ) করে নিন অথবা কম্পিউটার থেকে আবেদন করার জন্য স্ক্যান করে নিন। তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না।
৩) বৃত্তির রেজিষ্ট্রেশন করা
উপরের প্রক্রিয়া গুলো সম্পন্ন করার পর জিনিয়াস বৃত্তির আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের জন্য ইংরেজিতে আবেদনকারীর নাম, নিজের ইমেইল এডড্রেস, এসএসসি এর রেজিস্ট্রেশন নম্বর, নিজ মোবাইল নম্বর,পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন ও বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান, অধ্যয়নের বিষয় এবং ভর্তির সেসন সঠিকভাবে নির্বাচন করুন।
একজন আবেদনকারী তার ইমেইল, মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন, তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন করুন।
৪) বৃত্তির আবেদনপত্র পূরণ:
যথাযথ তথ্য ও ডকুমেন্ট প্ৰদান করে সঠিক ভাবে আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করুন। আবেদনপত্রে মিথ্যা অথবা অসম্পূর্ণ অথবা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হতে পারে।
অনলাইন আবেদন শুরু:
প্রথমত অনলাইনে https://scholarship.czm-bd.org/ এই ঠিকানায় ঢুকতে হবে তারপর আবেদন করুন নামে অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট তৈরীর পালা। আবেদন ফর্ম অবশ্যই ইংরেজীতে পূরণ করতে হবে।
ধাপ-১ অ্যাকাউন্ট তৈরি করুন
সতর্কতা
১) অসম্পূর্ণ , মিথ্যা বা ভুল তথ্য সম্বলিত আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না
২) কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ছাত্র – ছাত্রীরা আবেদন করতে পারবেন না
৩) ২০২২-২০২৩ একাডেমিক সেশনে ভর্তিকৃত ছাত্র – ছাত্রী ব্যতিত অন্যরা আবেদন করতে পারবেন না
৪) যাকাতের অর্থ নেওয়ার ব্যাপারে পরিবারের অসম্মতি আছে এমন পরিবারের সদস্য আবেদন করতে পারবেন না
৫) শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগ সমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র ছাত্রীরা জিনিয়াস বৃত্তির আবেদন করতে পারবেন ।
৬) একজন আবেদনকারী তার ইমেইল , মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন , তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন ও আবেদন করুন । রেজিস্ট্রেশন এর ৩ দিনের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করে জমা দিন । .
CZM Scholarship Application Process 2022
অ্যাকাউন্ট তৈরী করার ক্ষেত্রে:
এই পেজে অ্যাকাউন্ট তৈরী করার ক্ষেত্রে আবেদনকারীর নাম নিজের নাম ইংরেজীতে (সার্টিফিকেট অনুযায়ী), আবেদনকারীর ইমেইল, এসএসসি রেজিষ্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষাপ্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
ধাপ: ২ আবেদনকারীর তথ্য :
এই পেজে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার/জন্ম নিবন্ধন (অনলাইন নাম্বার), জন্ম তারিখ,বৈবাহিক অবস্থা,
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এই পেজে ছবির অপশনে এরপর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা,
এরপর আবেদনকারীর ব্যক্তিগত খরচের খাত এসব তথ্য দিয়ে অপশনগুলো পূরণ করে সেভ করে নিতে হবে।
ধাপ-৩ পারবারিক পরিচয়:
এই পেজে পারিবারিক আবাসনের ধরণ, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা, পিতা ও মাতার তথ্য দিয়ে ফাকা ছকগুলো পূরণ করতে হবে
ধাপ-৪ সম্পদের বিবরণ:
এই পেজে পারিবারিক সম্পদের বিস্তারিত তথ্য দিতে হবে। অবশ্যই অ্যাকুরেট তথ্য দিতে হবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী।
ধাপ-৫ আয়ের বিবিরণ:
এই পেজে পারিবারিক আয়ের বিস্তারিত তথ্য দিতে হবে। কোন কোন উৎস থেকে এই আয় আসে তার বিস্তারিত বিবরণ
czm scholarship application process 2022
ধাপ-৬ অ্যাকাডেমিক তথ্য:
এই ছকে অ্যাকাডেমিক তথ্য দিতে হবে এসএসসি এণ্ড এইচএসসি পাশের তথ্য। বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের তথ্য ইত্যাদি
জিনিয়াস বৃত্তি আবেদন প্রসেস
ধাপ- ৭ প্রত্যয়ন পত্র:
এই পেজে ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান/ক্লাস টিচার/ডিন/ ভিসি এর নাম, মোবাইল নাম্বার, পদবী, ইমেইল দিতে হবে যাতে তেনাদের কল করে আপনার বিষয় তথ্য জানতে পারে।
এখানে শেষের দিকে একটা ছক আছে বৃত্তি টি আপনার কেনো দরকার এর উপর ১০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজীতে লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
ধাপ-৮ ডকুমেন্টস:
এই ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টস পিডিএফ ফাইল করে সেই ফাইল আপলোড করতে হবে
আবেদনপত্র জমাদান
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদনপত্রটি সাবমিট করে দিন। আপনার আবেদনপত্রটি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট মূল্যায়নের পর আপনি প্রাথমিক ভাবে নির্বাচিত হলে আপনাকে এসএমএস এবং ওয়েবসাইটের প্রোফাইলে মাধ্যমে জানানো হবে।
বর্তমানে আবেদন চলমান বৃত্তির তালিকা
কক্সবাজার জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার – ২০২৩ প্রকাশিত
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩ | District Council Scholarship Circular 2023
CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022
জিনিয়াস শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন প্রসেস জিনিয়াস শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন প্রসেস জিনিয়াস শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন প্রসেস জিনিয়াস শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন প্রসেস জিনিয়াস শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন প্রসেস
CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022 CZM Scholarship Application Process 2022