CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট প্রকাশিত। ২০১৯-২০২০ সেশনের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) শিক্ষাবৃত্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আজ ১৭ আগস্ট ২০২১ তারিখে।
CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট প্রকাশিত
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট(CZM)এর আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ সেশনের স্নাতক শিক্ষার্থীদের জন্য CZM সার্কুলার প্রকাশ করে যেটির আবেদনের শেষ তারিখ ছিলো ২০ মার্চ ২০২০।
সবার সুবিধার্থে সার্কুলারটি টি নিচে দেওয়া হলো।
এই সার্কুলার দেখেই যোগ্য প্রার্থীরা আবেদন করেছে৷
সদ্য প্রকাশিত CZM শিক্ষাবৃত্তির রেজাল্ট দেখুন নিচে
এখন পর্যন্ত ১৫০০০জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছ সিজেডএম। পরিসংখ্যান সিজেডএম এর অফিশিয়াল ওয়েবসাইট। সর্বশেষ ২০১৯ সালে ১৮৭৫ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।
২০১৯-২০২০ সেশনে স্নাতক শিক্ষার্থীদের CZM শিক্ষাবৃত্তির রেজাল্ট
আরো পড়ুন CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত
CZM জিনিয়াস বৃত্তি প্রোগ্রামটি যোগ্য ছাত্র-ছাত্রীদের আর্থিক ক্ষমতা এবং অন্যান্য ঝুঁকির কারণ বিবেচনা ও বাছাই করে তাদের
প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করে এবং বিভিন্ন কেরিয়ার বিল্ডিং কোর্স পরিচালনা ও কাউন্সেলিং সেশন পরিচালনা করে থাকে।
বৃত্তির সব খবর একসাথে পেতে ক্লিক করুন
বৃত্তির মেয়াদকালঃ
স্নাতক স্তরের প্রথম দুই বছর ৩০০০ টাকা মাসিক হারে উপবৃত্তি প্রদান করে, বিভিন্ন কেরিয়ার বিল্ডিং কোর্স পরিচালনা করে এবং কাউন্সেলিং সেশন পরিচালনা করে ।
আবেদনের যোগ্যতাঃ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নত গরীব মেধাবী ও আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারে।
কবে সার্কুলার প্রকাশ করা হয়ঃ
প্রতিবছর ফেব্রুয়ারি -মার্চ মাসের মধ্যে জিনিয়াস বৃত্তির সার্কুলার প্রকাশ করা হয়(তার আগে পরেও হতে পারে)। সার্কুলার পাওয়া
যাবে জিনিয়াস বৃত্তি কর্মসূচি- সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর অফিশিয়াল https://czm-bd.org/genius-scholarship/
এই ওয়েবসাইটে। অথবা আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে। সার্কুলার পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট টি তে।
এছাড়াও অনান্য বৃত্তির বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট টি নিয়মিত CZM Scholarship ভিজিট করুন।
আবেদন পদ্ধতিঃ
(১) https://czm-bd.org/genius-scholarship/ এই ওয়েবসাইটে এ ঢুকে আবেদন ফর্ম এর হার্ড কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
(২) আবেদন পত্রটি কয়েকবার ভালো করে পড়ে তারপর নিজ হাতে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রের ফর্ম টি পূরণ করতে হবে।
আবেদন পত্রে যা যা তথ্য চাওয়া হয়েছে সব কিছু সঠিকভাবে লিখে আবেদন পত্রটি পূরণ করতে হবে। কোন তথ্য গোপন বা মিথ্যা
কথা লেখা যাবে না। ফর্মটি পূরণ করার সময় সাবধানতার সহিদ পূরণ করতে হবে। যাতে কাটাকাটি না হয়। অস্পষ্ট লেখা এবং মিথা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। আবদেন পত্র পূরণের সময় সঠিক ভাবে আবেদনকারীর নিজস্ব
মোবাইল নাম্বার প্রদান করতে হবে। কারণ পরবর্তীতে আবেদনকারী কে এই নাম্বারেই যোগাযোগ করা হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে
(৩) এবার অনলাইনে গিয়ে https://czm-bd.org/genius-scholarship/ এই লিংকে ঢুকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনার হাতে পূরণ করা হার্ড কপিটির সাহায্য নিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এক মোবাইল নাম্বার
দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না। অনলাইনে বৃত্তির স্টুডেন্ট আইডি লগইন করার পাসওয়ার্ড ভুলে গেলে দ্বিতীয়বার
রেজিস্ট্রেশন করার জন্য আলাদা নাম্বার ব্যবহার করতে হবে। অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করা হয়ে গেলে আরেকবার ভালো
করে রিভাইস দিয়ে তারপর ফাইনাল সাবমিট দিতে হবে। মনে রাখতে হবে ফাইনাল সাবমিট এর পর কোন CZM Scholarship অবস্থাতেই আর তথ্য পরিবর্তন করা সম্ভব না।
CZM SCHOLARSHIP
প্রাথমিক সিলেকশন রেজাল্টঃ
আবেদন শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে(কম বেশী হতে পারে) প্রাথমিক সিলেকশন রেজাল্ট প্রকাশ করা হয়। রেজাল্ট ; আবেদন ফর্ম এ উল্লেখিত মোবাইল নাম্বার এ দেওয়া থাকবে CZM Scholarship সেই
নাম্বারে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হয় এবং মোবাইল করেও জানিয়ে দেওয়া হয়।
ভাইবা/মৌখিক পরীক্ষাঃ প্রাথমিক সিলেকশন এর পর ভাইবা এর জন্য ডাকা হয় ।আপনি যে আবেদন ফর্ম এর হার্ড কপিটি পূরণ
করেছিলেন সেটা সহ সারকুলারে অথবা আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় ডুকেমেন্টস সহ ভাইবায় উপস্থিত হতে হবে।
CZM শিক্ষাবৃত্তি ফাইনাল রেজাল্টঃ
ভাইবা প্রদানের এক থেকে দুই মাসের মধ্যেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়। যারা নির্বাচিত হয় তাদেরকে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হয় এন্ড ফোন করেও জানিয়ে দেওয়া হয়।
সীমাবদ্ধতাঃ
সিজেডএম বৃত্তি পেলে অন্য কোন ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করা যাবে না। যদি কেউ অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন
করে তাহলে তার বৃত্তিটি অটো বাতিল হয়ে যাবে। অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করলে সিজেডএম থেকে বৃত্তি
গ্রহন করা যাবে না। যদি কেউ তথ্য পোপন করে এক সাথে দুই প্রতিষ্ঠান থেকে বৃত্তির অর্থ গ্রহন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রুহন করা হবে
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group