ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সবার কাছেই স্বপ্নের মত। রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে স্কুল লাইফ থেকে অনেকের কল্পনা-জল্পনা রয়েছে। উচ্চ মাধ্যমিকের পর কিভাবে কোন ইউনিটের জন্য প্রস্তুতি নিবে তা নিয়ে সবার মাঝেই ভয় বা আতংক কাজ করে।
কিভাবে পড়ব, কতক্ষন পড়ব, কোন বিষয়ে বেশি গুরুত্ব দিব এসব বুঝে উঠতে উঠতেই পরীক্ষা এসে যায়। প্রস্তুতির সময় সঠিক গাইডলাইন না পাওয়ায় অনেকের প্রস্তুতি সম্পূর্ণ হয় না, যার ফলে আশানুরূপ ফল পাওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব আপনাদের, আশা করি তা আপনাদের কাজে আসবে।
০১) ইউনিট সিলেকশন :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ টি ইউনিটের মধ্যে প্রত্যেকটি ইউনিটের প্রস্তুতি ভিন্ন রকমের। একসাথে একাধিক ইউনিটের প্রস্তুতি নেয়াটা কঠিন হয়ে পড়ে। যে কোনো একটি ইউনিট সিলেকশন করে সেই অনুযায়ী প্রস্তুতি নিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লক্ষ্য নির্ধারন করে প্রস্তুতি নেয়া উচিত।
০২) নিয়মানুবর্তিতা :
নিয়ম করে পড়া উচিত, একটা সময় ঠিক করে নেয়া উচিত। কোন সময়ে কোন বিষয় পড়বে, কতক্ষন পড়বে, কতটুকু পড়বে সেই টার্গেট ঠিক করে পড়লে পড়াটা সময়মত হয়ে যায়। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়টা খুব কম থাকে৷ এই সময়ে নিয়মের হেরফের হলে প্রস্তুতিতে একটা ঘাটতি পড়ে যায়।
০৩) প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে :
আজকের পড়া আজকেও শেষ করতে হবে, আগামীকালের জন্য রেখে দিলে পড়া শুধু জমেই যাবে। আর জমিয়ে রাখলে তা যে কবে শেষ হবে তার ঠিক নেই। আজ একটু কাল একটু করতে করতেই অনেক পড়া জমে যাবে, এতে প্রস্তুতি সম্পূর্ণ হবে না, বাকি রয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১
০৪) পত্রিকা পড়া :
প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। বিনোদনের পৃষ্ঠা না পড়ে আন্তর্জাতিক পাতা পড়তে হবে, আন্তর্জাতিক পাতায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ও জাতীয় সব তথ্য সেখানে পাওয়া যাবে, এতে করে জ্ঞানের প্রসার ও হবে আর পরীক্ষার প্রস্তুতি ও হবে। সম্ভব হলে দুটি পত্রিকা পড়া উচিত, একটি বাংলা ও একটি ইংরেজি। ইংরেজি পত্রিকা পড়ার ফলে যেমন জ্ঞানের প্রসার হয় তেমন সাথে সাথে ইংরেজিতে দক্ষতাও বাড়ে। পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই।
০৫) কোন ইউনিটে কোন বিষয় :
কোন ইউনিটে কোন কোন বিষয়ের উপর কত নাম্বার সেটা জেনে নেয়া উচিত। সেই অনুযায়ী বিষয়গুলো ভাগ করে নিয়মমাফিক পড়তে হবে। যেমন ক ইউনিটে ম্যাথ আর বায়োলজি প্রশ্ন বেশি আসে, এই দুটি বেশি গুরুত্বপূর্ণ। ঘ ইউনিটে আবার বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান এর উপর প্রশ হয়, এইক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।
০৬) অনুশীলন :
অনুশীলন অনেক গুরুত্বপূর্ণ। নতুন পড়া পড়তে পড়তে আবার আগের পড়া ভুলে গেলে চলবে না। আগের পড়াও রিভিশন দিতে হবে। বিশেষ করে ম্যাথ অনুশীলন করাটা জরুরি। ম্যাথের অনেক ছোট ছোট নিয়ম আছে, যা অনুশীলনের অভাবে ভুলে যেতে পারেন। তাই অনুশীলন করতে হবে সমসময়।
০৭) পরীক্ষা দেয়া :
বার বার পরীক্ষা দিতে হবে, আগের বছরের প্রশ্ন বা বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিলে ভালো হয়। নিজের প্রস্তুতি সম্পর্কে একটা ধারন আসবে। কোথাও কোনো গ্যাপ রয়ে গেছে কিনা বা কোন বিষয়ে আরেকটু দক্ষ হতে হবে তা সম্পর্কে ধারনা হবে এবং এতে করে নিজের প্রস্তুতি সম্পর্কে পূর্ণ ধারনা পাওয়া যাবে।
Dhaka University Admission Preparation-2020-21
০৮) প্ল্যান মাফিক কাজ করা :
কতদিন সময় আছে, কি কি পড়তে হবে এসব বিষয় মাথায় রেখে নিজের সুবিধা অনুযায়ী একটা প্ল্যান করে নিতে হবে। তাহলে আর পড়ার সাগরে ডুবে যেতে হবে না। প্ল্যান অনু্যায়ী পড়া, ঘুম সব হয়ে যাবে।
০৯) শীট মুখি হওয়া যাবে না :
মূল বই না পড়ে শীটমুখি হলে চলবে না। শীট না পড়ে মূল বই ই ভালোভাবে পড়তে হবে, এতে করে সঠিক উত্তর পাওয়া যাবে এবং প্রস্তুতিও সর্বোচ্চ হবে।প্রশ্ন কিন্তু বই থেকেই হয়ে থাকে।
১০) নিজে বিষয় নির্ধারন করা :
নিজের আত্নবিশ্বাস অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। অন্য কারো কথায় কোনো বিষয় নির্ধারন করাটা সবচেয়ে বড় বোকামী। আপনি কোন বিষয়ে ভালো, দক্ষ সেটার উপর ভিত্তি করে বিষয় নির্বাচন করবেন। এতে করে পড়ার প্রতি কৌতুহল ও থাকবে আর প্রস্তুতি ও ১০০ % হবে।অন্য কারো কথায় নির্বাচন করা বিষয়ে আপনার কৌতুহল থাকবে না এবং এর ফলে আপনার প্রস্তুতিতে ঘাটতি পড়ে যাবে।
১১) কোচিং এর ফাদে পা দেয়া যাবে না :
অনেক কোচিং ই আপনাকে নিশ্চয়তা দিয়ে ভর্তি করাবে। ১০০% গ্যারান্টি, চান্সের নিশ্চয়তা এসব বলবে। আসলে নিজের প্রস্তুতি না থাকলে কেউ ই চান্স পাইয়ে দিতে পারবে না। এইদিকে লক্ষ্য রাখতে হবে যেন কারো কথায় দিকভ্রান্ত না হয়ে যান। নিজের প্রস্তুতি সবসময় ঠিক রাখবেন।
১২) প্রশ্ন বানিজ্য :
প্রশ্ন বানিজ্য ভর্তি পরীক্ষার সময় খুব জমজমাট হয়ে উঠে। অনেক মেসেজ বা তথ্য পাবেন এমন ধরনের। নিশ্চিত চান্স, এত লাখ টাকা দিলে সরাসরি চান্স। অনেক সময় বলা হয় যে পরীক্ষা ছাড়াই চান্স পাইয়ে দেয়া হবে, কিছু টাকা লাগবে। এসব অনেক ফাদ পেতে অর্থ হাতিয়ে নেয়া হয়। অনেকে প্রস্তুতির শুরু থেকেই এমন প্রলোভন দেখিয়ে আসবে। এসবে একদমই কান দেয়া যাবে না
১৩) প্রশ্ন বুঝে উত্তর দেয়া :
মোটামুটি সহজ প্রশ্নই হয়ে থাকে এসব পরীক্ষায়। প্রশ্ন সহজ হলেও কিছুটা ঘুরিয়ে পেচিয়ে করা হয়। যার কারনে অনেকেই সহজ সহজ প্রশ্নের উত্তর ও ভুল করে বসে। প্রশ্ন সহজ ভাবে চিন্তা করতে হবে। মাথা ঠান্ডা করে প্রশ্ন ভালোভাবে পড়ে এরপর উত্তর দিতে হবে। এতে পরীক্ষা সহজতর হবে। অর্ধে প্রশ্ন পড়েই উত্তর দেয়া যাবে না।
১৪) ট্রিক্স ফলো করা:
পরীক্ষায় অনেক ধরনের ম্যাথ এসে থাকে, এসব ম্যাথ নিয়ম মেনে করার মত সময় থাকে না। ম্যাথের ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করা গেলে খুব দ্রুতই বড় বড় ম্যাথ গুলো নিমিষেই হয়ে যায়। ম্যাথের ক্ষেত্রে এইসব ট্রিক্স খুবই ফলপ্রসূ।
১৫) নিজের প্রতি খেয়াল রাখা :
এসব প্রস্তুতির চক্করে পড়ে দিনরাত এক করে পড়তে পড়তে নিজে অসুস্থ হয়ে গেলে চলবে না। খাওয়া এবং ঘুমের সময় ও নিয়ম ঠিক রাখতে হবে। ঘুম ঠিক না হলে পড়া কখনোই হবে না। শেষে দেখা যাবে, এত সব প্রস্তুতি নেয়ার পর পরীক্ষাই দিতে পারলেন না অসুস্থতার কারনে। তাই নিজের খেয়াল ও রাখতে হবে।
১৬) আত্নবিশ্বাস :
পরীক্ষার প্রস্তুতির এই সময়ইটায় বিভিন্ন কথা বা গুজব শুনা যায়। এইসব গুজবে কান না দিয়ে টার্গেট অনু্যায়ী পড়তে হবে। কোচিং বা বিভিন্ন জায়হায় মডেল টেস্ট দিলে মাঝে মাঝে পরীক্ষা খারাপ ও হতে পারে। একবার খারাপ হলেই যে বারবার হবে এমন না। নিজের প্রতি বিশ্বাস ধরে রেখে এগিয়ে যেতে হবে। হাল ছাড়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১
শেষ কথা :
আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যলয় প্রস্তুতি নিতে এই টিপস গুলো আপনাদের কাজে আসবে।আশা করি এই টিপস গুলো মেনে চললে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে।
আরো একটি কথা, কখনো অসদুপায় অবলম্বন করবেন না। ভর্তি পরীক্ষায় টিপস আর ট্রিক্স কাজে লাগলেও শর্টকাট বলে কিছু নেই এবং এসব কাজেও লাগবে না। প্রস্তুতির কয়েকটা মাস একটু কস্ট করলে পরবর্তীতে ভালো ফল পাবেন। কথায় বলে – সবুরে মেওয়া ফলে। সর্বোপরি সবার শুভ কামনা করছি।
অন্যরা যা পড়েছে,
- বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইউরোপে স্কলারশীপ নিয়ে পড়াশোনার সুযোগ
- শিক্ষা লোন কি? কীভাবে এই লোন পাওয়া যাবে
- সিজিপিএ 4.03(Out of 4) পেয়েছে ঢাবির এক শিক্ষার্থী
- বর্তমানে চলমান ৩৫টি চাকরি বিজ্ঞপ্তি BD All Jobs
- বিসিএস প্রস্তুতি শুরু থেকেই যা করবেন
- বৃত্তির টাকা পেতে নিজ নামে অ্যাকাউন্ট খোলার নির্দেশ
- Digital Bangladesh Quiz এ অংশ নিন, ল্যাপটপ জিতুন
Follow us on
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১
dhaka university admissionঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত পয়েন্ট লাগবে ,ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ক ইউনিট ,ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-২০২০-২১,Dhaka University Admission Preparation-2020-21,dhaka university admission circular 2020-21,dhaka university admission,dhaka university admission circular 2020 21,ঢাকা বিশ্ববিদ্যালয় admission