ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের মধ্যে খ ইউনিটকে মানবিক শাখার জন্য ধরা হয়। খ ইউনিটে মোট আসন সংখ্যা ২৩৬৭ টি। DU B Unit Subjects
ঢাকা বিশ্ববিদ্যালয় এর খ ইউনিটে আবেদনের যোগ্যতা –
B ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।
খ ইউনিটের অন্তর্ভুক্ত অনুষদ এবং বিষয়সমূহঃ DU B Unit Subjects
◾কলা অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. বাংলা
২. ইংরেজি
৩. আরবী
৪. ফারসি ভাষা ও সাহিত্য
৫. উর্দু
৬. সংস্কৃত
৭. পালি বুদ্ধিস স্টাডিস
৮. ইতিহাস
৯. দর্শন
১০. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১১. ইসলামিক স্টাডিজ
১২. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাকার ব্যাবস্থাপনা
১৩. ভাষা বিজ্ঞান
১৪. থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ
১৫. সংগীত
১৬. বিশ্বধর্ম ও সংস্কৃতি
১৭. নৃত্যকলা
DU B Unit Subjects
◾সামাজিক বিজ্ঞান অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. অর্থনীতি
২. রাষ্ট্রবিজ্ঞান
৩. নৃবিজ্ঞান
৪. গনসংযোগ ও সাংবাদিকতা
৫. সমাজ বিজ্ঞান
৬. লোক প্রশাসন
৭. আন্তর্জাতিক সম্পর্ক
৮. শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন
৯. উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ
১০. উন্নয়ন অধ্যয়ন
১১. পপুলেশন সায়েন্সেস
১২. টেলিভিশন ও চলচিত্র অধ্যয়ন
১৩. ক্রিমিনোলজি
১৪. কমিউনিকেশন ডিজঅর্ডারস
◾ আইন অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. আইন
◾ আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর অধীনস্থ বিষয়-
১. ভূগোল ও পরিবেশ
◾ জীববিজ্ঞান অনুষদের অধীনস্থ বিষয়-
১. মনোবিজ্ঞান
◾ সমাজকল্যাণ ও গবেষনা ইন্সটিটিউট অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. সমাজকল্যাণ
◾ স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. স্বাস্থ্য অর্থনীতি
◾ শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউট অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. শিক্ষা
◾ ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ অনুষদ এর অধীনস্থ বিষয়-
১. ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ
সকল প্রকার শিক্ষাবৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
Follow us on
আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে Q&A ক্যাটগিরিতে গিয়ে প্রশ্ন করুন।