ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট সম্পর্কে বিস্তারিতঃ DU D Unit
চলুন শুরু
করা যাক আপনাদের কিছু কমন প্রশ্ন এবং উত্তর নিয়ে।
১. ঘ ইউনিট এমনিতে কাদের জন্য?
- ঢাবির ঘ ইউনিটে আসলে সব গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। এটাকে বলে “সাবজেক্ট পরিবর্তন ইউনিট”। মানে এইচএসসি তে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো, ঘ ইউনিটে চান্স পেলে তাকে ঘ ইউনিটের অধীনে থাকা বিজ্ঞান বিভাগের বিষয় বাদ দিয়ে মানবিক বিভাগ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় নিয়ে পড়তে হবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ও এক নিয়ম। DU D Unit Subjects
২. ঘ ইউনিটে মোট আসন সংখ্যা কত?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সর্বমোট আসন আছে প্রায় ১৭০০+টি। বিজ্ঞান বিভাগের জন্য প্রায় ১১৫০+ আসন। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রায় ৪৫০+ আসন। এবং মানবিক বিভাগের জন্য প্রায় ৫০+ আসন। DU D Unit Subjects
৩. ঘ ইউনিটে আবেদন করার জন্য নূন্যতম যোগ্যতা কি?
- বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ থাকতে হবে। (৪র্থ বিষয়সহ)
-মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয় সহ)
-ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয় সহ)।
৪. কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়?
- শুধুমাত্র বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে।
৫. ঘ ইউনিটের বিষয়গুলি কি কি?
⚫ বিজ্ঞান বিভাগের জন্য-
◾কলা অনুষদঃ
বাংলা
ইংরেজি
আরবি
ফারসি ভাষা ও সাহিত্য
উর্দু
সংস্কৃত
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ
ইতিহাস
দর্শন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ইসলামিক স্টাডিজ
তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
ভাষা বিজ্ঞান
থিয়েটার এন্ড পারফম্যান্স স্টাডিজ
সংগীত
বিশ্বধর্ম ও সংস্কৃতি
নৃত্যকলা
◾সমাজবিজ্ঞান অনুষদঃ
অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান
নৃবিজ্ঞান
গণ যোগাযোগ ও সাংবাদিকতা
সমাজবিজ্ঞান
লোকপ্রশাসন
আন্তর্জাতিক সম্পর্ক
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ
উন্নয়ন অধ্যয়ন
পপুলেসন সাইন্স
টেলিভিশন ও চলচিত্র অধ্যয়ন
ক্রিমিনলজি
কমিনিকেশন ডিজঅর্ডারস (যোগাযোগ বৈকল্য)
প্রিন্টিং এবং পাবলিকেশন স্টাডিজ
◾জীববিজ্ঞান অনুষদঃ
মনোবিজ্ঞান
◾আইন অনুষদঃ
আইন
◾আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটঃ
a. BA HONOURS in English for speakers of Other Language(ESOL).
b. BA HONOURS in French Language and culture (BFLC).
c. BA HONOURS in Chinese Language and culture (BCLC).
d. BA HONOURS in Japanese Language and culture (BJLC).
◾সমাজকল্যাণ ও গবেষণা ও ইনস্টিটিউটঃ
সমাজকল্যাণ
◾শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বি.এডঃ
শিক্ষা
◾স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটঃ
স্বাস্থ্য অর্থনীতি
◾ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজঃ
ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ
এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ
⚫ মানবিক বিভাগের জন্য-
বিজ্ঞান অনুষদের গণিত
পরিসংখ্যান
প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ
এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
⚫ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য-
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ
জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ
কলা অনুষদ
সমাজবিজ্ঞান অনুষদ
জীববিজ্ঞান অনুষদ
আইন অনুষদ
সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড)
আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।
আপনার স্বপ্নজয়ের জন্য জন্য সবার আগে দরকার আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল, সঠিক পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন। আপনার জন্য শুভকামনা।
সকল প্রকার শিক্ষাবৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে Q&A ক্যাটগিরিতে গিয়ে প্রশ্ন করুন।