বন্ধ হওয়া ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের (ডিবিবিএফ) মাসিক বৃত্তি এক সপ্তাহের মধ্যে চালু করা, বিগত এক বছরের বকেয়া বৃত্তি দেওয়া এবং বৃত্তির শর্ত হিসেবে সিজিপিএ তিন শতাংশ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যাংকটি থেকে মাসিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
দাবি মেনে নেয়া না হলে ওই ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা এবং বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
ডাচ্ বাংলা শিক্ষাবৃত্তি
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
ডাচ্ বাংলা শিক্ষাবৃত্তি
শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে আমাদের মাসিক বৃত্তি বন্ধ করা হয়েছে যা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
বৃত্তির চুক্তি পত্রে রেজাল্ট এর বিষয়ে কোনো প্রকার শর্ত ছিল না কিন্তু এখন তারা বলছে সিজিপিএ সাড়ে তিন শতাংশ থাকতে হবে।
তারা বলেন, অন্যান্য সকল ব্যাংক তাদের বৃত্তি চালু করেছে। আমরা এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে অনেকবার যোগাযোগ করেছি।
তারা বলে আপনাদের তো এখন অনলাইনে ক্লাস হচ্ছে, কোন টাকা লাগছে না। কেন টাকা দিব? এরকম অযৌক্তিক কথা বলে। তাদের বক্তব্য হচ্ছে চালু করা হবে। কিন্তু কবে চালু করা হবে এই বিষয়ে তারা কিছু বলে না।
“আমরা এই ব্যাংকের জন্য অন্য কোন ব্যাংকে আর আবেদন করতে পারিনি। কিন্তু এখন তারা আমাদের সাথে এরকম করায় আমরা বড় বিপদে পড়ে গেছি।
কারণ আমরা মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের সন্তান।আমরা চাই অতি দ্রুত আমাদের বৃত্তি চালু করা হোক, বিগত এক বছরের বকেয়া বৃত্তির টাকা দেয়া সহ বৃত্তির শর্ত হিসেবে সিজিপিএ তিন শতাংশ করা হোক।
আর তা না হলে আমরা ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা করা সহ বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান করতে বাধ্য হব।”
উল্লেখ্য, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন (ডিবিবিএফ) তাদের শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
Please help me