ঘুড্ডি ফাউন্ডেশন এবং বর্ণ এডমিশন কেয়ারের যৌথ সহযোগিতায় মেধাবী ৮১০ জন এইচ.এস.সি. / সমমান ২০২১ পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ভর্তি কোচিং এর সুযোগ প্রদান করা হবে।
আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে।
আবেদন গ্রহণ করা হবে: ১০,০০০ জন
স্কলারশীপ পাবে: ৮১০ জন
আবেদনের যোগ্যতা:
১. এস.এস.সি. সর্বনিম্ন জিপিএ ৪.০
২. এইচ.এস.সি. ২০২১ পরীক্ষার্থী
৩. উপজাতি / প্রতিবন্ধীদের জন্য আবেদনের ন্যুনতম যোগ্যতাঃ জিপিএ ৩.৫
ঘুড্ডি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
পরীক্ষার বিস্তারিতঃ
পরীক্ষা: ০৪ ঠা জুন, ২০২১
(কেন্দ্র নিজ নিজ কলেজের কাছাকাছি হবে, যা পরে এস. এম. এস করে জানানো হবে। গত বছর দেশের ৩৪ টি জেলায় পরীক্ষা কেন্দ্র পরেছিল)
ক) এম সি কিউ এক্সাম
খ) ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে
গ) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
ঘ) প্রশ্ন করা হবে পাঠ্য বই এর বেসিক থেকে। শুধুমাত্র সাধারন জ্ঞানের কিছু প্রশ্ন পাঠ্য বই এর বাইরে থেকে করা হবে।
বৃত্তি পরীক্ষার মানবন্টনঃ
বিজ্ঞান বিভাগ: মোট – ১০০ নাম্বার
পদার্থ – ২৫,
রসায়ন – ২৫,
জীব – ২৫,
গণিত – ২৫
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
মানবিক/বিভাগ পরিবর্তন: মোট ১০০ নাম্বার
বাংলা – ২৫,
ইংরেজি – ২৫,
সাধারন জ্ঞান – ৫০,
সময়: ১ ঘন্টা
বৃত্তি ক্যাটাগরিঃ
এ–ক্যাটাগরিঃ ৮০ জন পাবে নিচের সুবিধাসমুহঃ
৪ মাস ঢাকায় থাকা-খাওয়া খরচ, বর্ণ এডমিশন কোচিং।
বি–ক্যাটাগরিঃ ৩২০ জন পাবে ১০০% এডমিশন কোচিং স্কলারশিপ। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।
সি–ক্যাটাগরিঃ ৪১০ জন পাবে ৫০% এডমিশন কোচিং স্কলারশিপ। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।
বৃত্তি প্রাপ্ত সবাইকে কোচিং করানো হবে: বর্ণ এডমিশন কেয়ারে
কোচিং ইউনিট: মেডিকেল + ম্যাথ, ইঞ্জিনিয়ারিং + বায়োলজী, ঢাবি (ক), ঢাবি (খ/ঘ)
ঘুড্ডি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২১
পরীক্ষাঃ ০২ এপ্রিল (শুক্রবার), ২০২১ (সম্ভাব্য)
ঢাকায় কোচিং শুরু হবে: ১লা জুন ২০২১ (সম্ভাব্য)
আবেদন করার নিয়মঃ
ফরমেট ১: Name <space> College Name <space> College District <space> HSC Group [science/arts] <space> SSC Roll <space> SSC GPA <space> SSC Marks[out of 1150] <space> Student Mobile Number <space> Family Occupation and SEND To 01706100639
শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন ছাড়া বাকি বিষয়ে ১১৫০ এ প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে।
ফরমেট ২:
অনলাইন এপ্লাই লিংক ১ঃ http://www.ghuddi.org/HSC2021_apply
লিংক ২ঃ https://bit.ly/2MXBZZl
[বি.দ্রঃ যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে হবে]
বিশেষ নির্দেশনাঃ
১. বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ঢাকায় কোচিং হবে।
২. পরীক্ষার হলে ১কপি ছবি সঙ্গে আনতে হবে
ঘুড্ডি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তির ফেইসবুক পেইজঃ ঘুড্ডি ফাউন্ডেশন
সার্বিক সহোযোগিতায়ঃ বর্ণ এডমিশন কেয়ার
উল্লেখ্য ২০২০ সালে বৃত্তিপ্রাপ্ত ২৫০ জন বর্তমানে ঢাকায় পড়াশোনা করছেন।
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
আমি বিজ্ঞান বিভাগের ছাত্র.. আমি যদি গ্রুপ পরিবর্তন করি তাহলে ফরমে কোন গ্রুপই লিখবো..??
No comment
Asalamulaikum ,ami kicu blta jai na sudu akta ktha blbo aita onek valo aita blta peri
সংক্ষিপ্ত সিলেবাসে কি প্রশ্ন হবে?
সংক্ষিপ্ত সিলেবাসে কি প্রশ্ন হবে?
Date ki 2 april 2021 final…na change hbe?
HSC 22 এর টা কখন শুরু হবে
আমি ঘুড্ডি ফাউন্ডেশন নিয়ে বিস্তারিত জানতে চাই । জানালে উপকৃত হব