জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার প্রকাশিত। Gopalgonj District Council Scholarship 2022. অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
আবেদন চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
নওগাঁ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
(গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
গোপালগঞ্জ জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় ২০২০ সালের এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান পরীক্ষায়
কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্র / ছাত্রীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন বৃত্তি প্রদানের জন্য
জেলা পরিষদের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
District Council Scholarship District Council Scholarship District Council Scholarship District Council Scholarship
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
শর্তাবলীঃ
০১। আবেদনকারী ছাত্র – ছাত্রীকে অবশ্যই গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র / ছাত্রী হতে হবে ।
০২। আবেদনকারী ছাত্রছাত্রীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হতে হবে ।
০৩। আবেদনকারী শিক্ষার্থীগণকে ২০২০ সালে এসএসসি / সমমান বা এইচএসসি / সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত হতে হবে ।
তবে মুক্তিযোদ্ধা পোষ্য ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে জিপিএ ৪.৫০ প্রাপ্ত হতে হবে ।
০৪। আবেদনপত্রের নমুনা জেলা পরিষদ কার্যালয় , গোপালগঞ্জ হতে অফিস চলাকালীন সরাসরি অথবা জেলা পরিষদের ওয়েবসাইট zp.gopalganj.gov.bd হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে ।
নির্ধারিত আবেদনপত্রের ফটোকপি / নমুনা মোতাবেক কম্পিউটারে কম্পোজ / স্বহস্তে লিখিত আবেদনপত্র বৈধ মর্মে গৃহীত হবে ।
০৫। আবেদনপত্রে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান / বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে ।
০৬। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র চাহিত কাগজপত্র সহকারে আগামী ০৩/০৩/২০২১ তারিখের মধ্যে অফিস
চলাকালীন সরাসরি / ডাকযোগে জেলা পরিষদ কার্যালয় , গোপালগঞ্জ এ পৌঁছাতে হবে ।
০৭। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে ।
( ক ) এসএসসি / সমমান / এইচএসসি / সমমান পরীক্ষার মূল সনদ / নম্বরপত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট
সাইজের এক কপি ছবি , যা অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান / বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে ।
( খ ) পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / অফিস প্রধান কর্তৃক ( অভিভাবক চাকরিজীবী হলে ) অভিভাবকের বার্ষিক আয় ও পেশা সংক্রান্ত প্রত্যয়ন পত্র ।
( গ ) মুক্তিযোদ্ধা পোষ্য প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং
প্রতিবন্ধীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয় হতে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ।
০৮। শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত যে কোন বিষয়ে জেলা পরিষদ , গোপালগঞ্জ এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
৯। অন্যান্য কোন তথ্যাবলীর প্রয়োজন হলে জেলা পরিষদ কার্যালয় , গোপালগঞ্জ হতে জানা যাবে।
অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
District Council Scholarship 2022
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
List of District Council Scholarship 2022 List of District Council Scholarship 2022