হিরো আলম, বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো।
পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।
তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।
কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমান করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন, যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তার রেশ না ফুরাতেই এবার তিনি হাজির হচ্ছেন আলাদিনের সেই বিখ্যাত চেরাগের দৈত্য হিসেবে। হিরো আলমের ফেসবুক পেজে দৈত্যের সাজেই দেখা গেল তাকে।
বিস্তারিত জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এটা আসলে ঈদের একটা নাটক। সেখানেই আমি দৈত্য। খুব মজার কাহিনি।’
নাটকটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান হিরো আলম।
আলাদীনের দৈত্য সেজে সব সমালোচনা কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হিরো আলম আরবী, চাইনিজ, ইংলিশ, হিন্দি গানের পর এবার গাইলেন “জারি গান” ভিডিও দেখুন
আরো পড়ুন,
গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি । ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া বারণ। কিন্তু ‘জরুরি প্রয়োজন’ তো আর সবার খাতায় সমান নয়! প্রেমিকার সঙ্গে দেখা করাটাও তো যে কোনও প্রেমিকের কাছে জরুরি হতে পারে।
বেকারত্বের বোঝা সইতে না পেরে, কিডনি বিক্রির ঘোষণা যুবকের
হ্যাঁ, তা হতেই পারে। তবে তা প্রেমিকযুগলের কাছেই। মুম্বাই পুলিশের খাতায় নয়। মজার ছলে এমনটাই জানাল মুম্বাই পুলিশ।
মুম্বাইয়ে জরুরি কাজে বের হলে গাড়িতে বিশেষ রঙে চিহ্নিত স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবার সেই নিয়েই কিছুটা বিভ্রান্ত এক টুইটার ব্যবহারকারী। ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে হলে কী রঙের স্টিকার লাগাব? আমি ওকে খুব মিস করছি,’ টুইট করে মুম্বাই পুলিশকে ট্যাগ করেন ওই ব্যক্তি। বিস্তারিত
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।