“ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২” দেশের পিছিয়ে পড়া হত দরিদ্র জনগােষ্ঠীর মধ্য থেকে উঠে আসা অনেক মেধাবী শিক্ষার্থী একান্ত নিজের চেষ্টায় বিভিন্ন পরীক্ষায় সফলতার সাথে প্রতিকুলতাকে জয় করেছে। ইসলামী ব্যাংক এসব সম্ভাবনাময় শিক্ষার্থীকে অভিনন্দন জানায়।
“ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক Islami Bank Bangladesh Limited প্রতিষ্ঠাকাল থেকেই সামাজিক দায়বদ্ধতার আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫.০০ (প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ- ৪.৫০) প্রাপ্ত ছাত্র – ছাত্রীদের নিকট হতে অনলাইনে বৃত্তির দরখাস্ত আহবান করে থাকে।
আজ আমরা এখানে ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ এর বিস্তারিত এখানে জানাবো। কীভাবে আবেদন করতে হয়, কি কি যোগ্যতা লাগে এই সব কিছুই এখানে জানতে পারবেন। উল্লেখ্য সার্কুলার পাওয়া মাত্রই আবেদনের ডেট সংযুক্ত করা হবে।
আবেদনকারীর যােগ্যতা
❐ উচ্চ মাধ্যমিক / সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
❐ অতি দরিদ্র ও মেধাবী হতে হবে।
❐ যারা সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনাে উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা বিবেচিত হবেন না মুক্তিযােদ্ধার সন্তান হলে উল্লিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বুত্তির জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে।
বৃত্তির পরিমাণ ও মেয়াদ
❐ ২ বছর মেয়াদী,
❐ মাসিক ২০০০ টাকা।
❐ পাঠ্য উপকরণ ও পােশাক পরিচ্ছদের জন্য বার্ষিক ৩০০০ টাকা ।
আবেদনের নিয়মাবলী
❐ https://scholarship.islamibankbd.com/ ওয়েবলিংকে নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করতে হবে।
❐ পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবির ক্যান কপি।
❐ এসএসসি/ সমমান পরীক্ষার মার্কশিট।
❐ পিতা/ মাতা/ অভিভাবকের আয়ের সনদপত্র।
❐ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড ।
আবেদনের তারিখ
___/___/২০২২ ইং তারিখ। ওয়েবসাইটে আবেদনের প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় উল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে । চুড়ান্ত ফলাফল ওয়েবসাইট – এর মাধ্যমে প্রকাশিত হবে ।
শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা
❐ প্রথমে https://scholarship.islamibankbd.com এই লিংকে যান।
❐ Apply Now লিংকে ক্লিক করুন।
❐ নাম এবং যােগাযােগের মােবাইল নম্বর দিয়ে Registration করুন। (মােবাইলে Verification Code যাবে, Verification Code দিয়ে submit দিলে Password দেখাবে। Password টি মনে রাখতে হবে।)
❐ Student Login লিংকে ক্লিক করুন।
❐ মােবাইল নম্বর , Password এবং Captcha দিয়ে Login করুন।
❐ Apply for HSC Scholarship লিংকে ক্লিক করুন।
❐ District and Branch সিলেক্ট করুন। (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী/ শিক্ষার্থী যেখান থেকে বৃত্তি পেতে ইচ্ছুক)
❐ এখন পর্যায়ক্রমে Personal Info, Family Info, Sibling Details, Family Income Info, Addresses, Scholarship & Institute Info, Academic Details, Documents Tab Submit পুরন করুন। Final Submission এর পূর্ব পর্যন্ত প্রদত্ত Information edit করা যাবে।
❐ সবগুলাে Tab পুরন করা শেষ হলে Final Submission এ ক্লিক করুন। এরপর Download করে Print Option- এ গিয়ে Print নিন।
❐ Print Copy- তে উল্লেখিত স্বাক্ষরসহ, ২ কপি সদ্য তােলা পার্সপাের্ট সাইজের ছবি, এস.এস.সি মার্কশিট, বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কতৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড এবং পিতা/ মাতা/ অভিভাবকের আয়ের সনদপত্রের ফটোকপি ইসলামী ব্যাংকের নির্দিষ্ট শাখায় নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন।
বৃত্তি প্রদানের শর্তাবলী
❐ অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী।
❐ ইসলামী ব্যাংকের বৃত্তির জন্য বিবেচিত হবে না।
❐ তথ্য গোপন কারী বৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে।
❐ অসম্পূর্ন আবেদন বাতিল বলে গন্য হবে।
❐ যে কোন ধরনের সুপারিশ বৃত্তি পাওয়ার অযোগ্যতা বলে বিবেচিত হবে।
❐ ব্যাংক কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত কারণে যে কোন বৃত্তি বাতিল অথবা স্থগিত করার অধিকার সংরক্ষন করবে।
বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপ – শাখায় যােগাযােগ করুন।
কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Toufiq Hassan
স্যার,আবেদন করার লিংকটাতে ক্লিক করলেও আবেদন কেন করা যায় না। আমাকে একটু সহযোগিতা করুন।
Ami apply Korte cai. Ami aibar hsc pass korci science group theke. Result:GPA :5
Ssc result: gpa:5
Kivave apply korbo……