”ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন বৃত্তি” এইচএসসি সেশন ২০২০-২১ (এসএসসি ২০২০ সালে পাশ) এর জন্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এইচএসসি ২০২০-২০২১ সেশন বিজ্ঞান বিভাগ থেকে ৪৪৪ টি, মানবিক বিভাগ থেকে ২৮৮ টি এবং ব্যবস্যা শিক্ষা বিভাগ থেকে ৬১ টি মোট ৭৯৩ টি আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওয়া গেছে।
বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের আবেদন নম্বর HS (HSC Science) অর্থ্যাৎ HS001 থেকে শুরু হয়ে HS444 পর্যন্ত,
মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের আবেদন নম্বর HH (HSC Humanities) অর্থ্যাৎ HH001 থেকে শুরু হয়ে HH288 পর্যন্ত এবং
ব্যবস্যা শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের আবেদন নম্বর HBS (HSC Business Studies) অর্থ্যাৎ HBS001 থেকে শুরু হয়ে HBS61 পর্যন্ত দেখানো হয়েছে।
যে সমস্ত দরখাস্তকারী তাদের আবেদন এবং অন্যান্য তথ্যাদি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন, তাদেরকে ইমেইলে উত্তর দেয়া হয়েছে। ডাকযোগে, কুরিয়ারে অথবা ইমেইল করে উত্তর পেয়েছেন বা পাননি,
সবাইকে তালিকায় আপনার নাম ও কলেজের নাম তালিকাভুক্ত হয়েছে কিনা তা দেখে নেয়ার অনুরোধ রইল। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত করেছেন কিন্ত তালিকায় নাম নেই
বা কোন প্রকার ভূলত্রুটি লক্ষ্য করলে আমাদের সাথে আগামী ২৫ মার্চ, ২০২১ তারিখের মধ্যেই যোগাযোগ করুন। যোগাযোগ এর ঠিকানা স্পন্দনবি বাংলআদেশ অফিস, ৩০২, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা -১২০৭ অথবা ০২-৪৮১১৪৪৯৯, ০১৭১৩০৩৬৩৬০, ০১৭৭৩৬১০০০৯
যেকোন প্রয়োজনে বিস্তারিত তথ্য www.spaandnb.org ওয়েবসাইট এবং IMDAD SITARA KHAN FOUNDATION SCHOLARSHIP ফেসবুক পেজ থেকেও জানা যাবে।
আবেদনকারীদের তালিকা দেখুন এখানে আবেদনকারীর তালিকা
উল্লেখ্য ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন বৃত্তি এইচএসসি ২০২০-২০২১ সেশনের ছাত্রছাত্রীদের জন্য ইমদাদ সিতারা খান বিজ্ঞপ্তি দিয়েছিলো যা আবেদনের শেষ সময় ছিলো ১৫ মার্চ ২০২১। বিস্তারিত সহ বিজ্ঞপ্তি টি দেখুন এখানে
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
ভাইয়া এই তলিকায় ত শুধু science category এর মানবিক বিভাগের তালিকা কোথায়
আবেদনকারীদের তালিকা দেখুন এখানে আবেদনকারীর তালিকা- মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের ও ব্যবস্যা শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের তালিকা কোথায় ? we get scholar or not, how to know ?