IT Scholarship Programme এর সার্কুলার প্রকাশিত।
আবেদন শুরু ১ নভেম্বর থেকে
আবেদন শেষ ৩১ জানুয়ারি ২০২১ তারিখে।
আবেদন লিংকঃ http://apply.idb-bisew.info/
IT Scholarship Programme এর সুবিধাসমূহঃ
(১)একমাত্র দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ফ্রি কোর্স যা চাকরির নিশ্চয়তাসহ IT Professional তৈরি করছে।
(২) জনপ্রতি ২ লক্ষ টাকা সমমানের কোর্স
(৩) জনপ্রতি ২০,০০০ টাকা সমমানের vendor cartification (Microsoft, Oracle, Java)
(৪) No hidden cost
- IsDB-BISEW কি?
- Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IsDB-BISEW বাংলাদেশের মেধাবী মুসলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
- IsDB-BISEW IT Scholarship Program কি?
- এটি একটি শিক্ষা প্রকল্প, যা ২০০৩ সাল থেকে বাংলাদেশের মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন ডিপ্লোমা প্রফেসনাল তৈরী করছে । উল্লেখ্য, বিগত ১৮ বছরে এই প্রকল্পের মাধমে রাউন্ড ১ – রাউন্ড ৪৩ পর্যন্ত ১০,৯৭৮ জন শিক্ষার্থী Computer Literacy কোর্স সফলভাবে সম্পন্ন করেছে তন্মধ্যে, রাউন্ড ৪০ পর্যন্ত ৭,৭২৩ জন শিক্ষার্থী ১ বছর মেয়াদী Computer Diploma Course সম্পন্ন করেছে, যাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি পেশায় কর্মরত আছে ।
- কারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
- স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
- ১ বছর মেয়াদী মাস্টার্স এ অধ্যয়নরতরা আবেদন করতে পারবে, অথবা ২ বছর মেয়াদী মাস্টার্স/কামিল এ যারা শেষ বর্ষে অধ্যয়নরত আছে তারাও আবেদন করতে পারবে ।
- কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন থেকে যে কোনো একটি বিষয়ে ৪-বছর মেয়াদী ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
- প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে (GPA 2.0) উত্তীর্ণ হতে হবে।
- মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও কম্পিউটারে স্নাতক কোন প্রার্থীর ক্ষেত্রে এ Scholarship প্রযোজ্য নয় ।
- চাকরিরত প্রার্থীরাও আবেদনের অযোগ্য ।
- কিভাবে আবেদন করতে হবে?
- IsDB-BISEW IT Scholarship এ অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদনকারীকে bKash এর মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি ১০০ টাকা জমা দিতে হবে ।
- এ Scholarship এর আওতায় কি আর্থিক সুবিধা থাকবে?
- এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ ২ লক্ষ টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ ভাবে IsDB-BISEW বহন করে । তন্মধ্যে, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বই এবং অনলাইন ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা ফি আর্ন্তভুক্ত ।
- প্রকল্পের আওতায় বিভিন্ন কোর্সের সুবিধা গ্রহণের জন্য কি কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি দক্ষতার প্রয়োজন?
- IT Professional Diploma কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয়। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে ।
- কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
- লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুসারে প্রার্থী নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষায় গণিত ও ইংরেজির (MCQ) সাধারণ দক্ষতা যাচাই করা হবে ।
- লিখিত ও মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
- লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
- প্রশিক্ষণ কোথায় দেয়া হবে?
- ঢাকা, চট্টগ্রাম মহানগরীতে মনোনীত ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে।
- প্রশিক্ষণ কোন সময় হবে?
- প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০। সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হয়।
- প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোন সহযোগিতা করা হয় কি?
- প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । এ লক্ষ্যে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
আরো বৃত্তির খবর পেতে নিচের Scholarship ক্যাটাগরি টি ভিজিট করুন।
- English Grammar
- English Grammar
- Hot Update
- অন্যান্য খবর
- অন্যান্য শিক্ষাবৃত্তি
- আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি
- ইঞ্জিনিয়ারিং ভর্তিযুদ্ধ
- এইচএসসি
- এইচএসসি এসাইনমেন্ট
- এমবিবিএস এডমিশন
- এসএসসি
- এসএসসি এসাইনমেন্ট
- চাকরির খবর
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- জেলাপরিষদ শিক্ষাবৃত্তি
- প্রযুক্তি
- ফলাফল
- বিডি অর্থনীতি
- বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ
- বিসিএস
- ব্যাংক স্কলারশিপ
- ভর্তি যুদ্ধ
- শিক্ষা
- শিক্ষাবৃত্তি
- সম্পাদকীয়
- সম্পাদকীয়
- সাবজেক্ট রিভিউ
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group