যশাের জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটের নিজস্ব তহবিলের আওতায় যশাের জেলার স্থায়ী বাসিন্দা ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নিকট হতে” যশোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি “ এর জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন শিক্ষা বৃত্তি প্রদানের জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২১
শর্তাবলীঃ
১। আবেদনকারী ছাত্র – ছাত্রীদের অবশ্যই যশাের জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে ।
২। অভিভাবকের বার্ষিক আয় ৭৫,০০০ / – ( পঁচাত্তর হাজার ) টাকার নিমে হলে আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে ।
৩। মুক্তিযােদ্ধা পােষ্যদের ক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল / মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদের সত্যায়িত কপি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা বিভাগ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে । মুক্তিযােদ্ধার সাথে পােষ্যদের সম্পর্কের বিষয়ে পৌরসভার মেয়র / ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে ।
৪। বৃত্তির ফরম অফিস চলাকালীন সময়ে যশাের জেলা পরিষদ কার্যালয় হতে অথবা যশাের জেলা পরিষদের ওয়েবসাইট www.zpjashore.org হতে ডাউনলােড করত : স্বহস্তে পূরণ করে জমা প্রদান করা যাবে ।
যশোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
৫। আবেদন পত্রের সাথে আবশ্যিকভাবে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবেঃ
৬। (ক) যশাের জেলার স্থায়ী বাসিন্দার প্রমান স্বরুপ জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন / নাগরিকত্ব সনদপত্র ( পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ) ।
(খ) সর্বশেষ পরীক্ষার মার্কশীট / সনদপত্রের সত্যায়িত কপি পাসপাের্ট সাইজের ০১ ( এক ) কপি রঙিন ছবি ( ১ ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত )
(গ) আবেদনপত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধানের সুপারিশ / মতামত প্রদান করতে হবে ।
(ঘ) পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা / মাতা / অভিভাবকের বার্ষিক আয়ের পরিমাণ উল্লেখ করে আর্থিক অস্বচ্ছলতার সনদপত্র ।
(ঙ) আবেদনকারীর পিতা – মাতা / অভিভাবক চাকুরীজীবি হলে সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক প্রদত্ত মূল বেতনের প্রত্যয়নপত্র জমা প্রদান করতে হবে ।
যশোর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
৭। বৃত্তির ফরম সঠিকভাবে পূরণ করে আগামী ২৪ জানুয়ারী , ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযােগে জেলা পরিষদ কার্যালয় যশােরে জমা দিতে হবে ।
৮। অসম্পূর্ণ , ভূল তথ্য সম্বলিত ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
৯। বিস্তারিত তথ্য অফিস চলাকালীন সময়ে যশাের জেলা পরিষদ কার্যালয় হতে জানা যাবে ।
১০। কর্তৃপক্ষ যে কোন শর্ত সংশােধন / সংযােজন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
উল্লেখ্য ২০১৯ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ৩২০ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group