জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি।
তথ্য অনুসারে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৫৯ হাজার ৯৬২ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৯১ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশ্রগ্রহন করে। আজকে আমরা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, যোগ্যতা, আসন সংখ্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ।
প্রাথমিক আবেদন
আবেদনের শুরু: ০১ জুন ২০২১
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২১
আবেদন ফি: ৫৫/- টাকা
চূড়ান্ত আবেদন
১ম পর্ব আবেদন: ২৪ জুন – ২৯ জুন ২০২১
২য় পর্ব আবেদন: ০১ জুলাই – ০৬ জুলাই ২০২১
আবেদন ফি: ১,১০০/- টাকা
ভর্তির ওয়েবসাইট লিংক: www.ju-admission.org
আবেদন ফি
এ, বি, সি, ডি, ই ইউনিট– ১,১০০/- টাকা
সি ১, এফ, জি, এইচ, আই ইউনিট– ৭০০/- টাকা
আসন সংখ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে । নিচের বিস্তারিত আসন সংখ্যার চার্ট দেওয়া হল :
আবেদনের ন্যূনতম যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ টি ইউনিটের জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা । নূন্যতম যোগ্যতা না থাকলে কোন প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না । নিচে সকল ইউনিটের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ও বিষয় ভিত্তিক যোগ্যতা আলোচনা করা হল ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ভর্তির ক্ষেত্রেও বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)
সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে । তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
কলা ও মানবিকী অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
পেমেন্ট এর বিস্তারিতঃ
DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ
i) ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মুল মেনুতে প্রবেশের জন্য *2#
ডায়াল করতে হবে।
ii) Payment সিলেক্ট করতে হবে।
iii) অতঃপর Bill Pay সিলেক্ট করতে হবে।
iv) Biller ID হিসেবে 43 টাইপ করতে হবে।
v) SMS-এর মাধ্যমে প্রাপ্ত Bill Numbe টি টাইপ করতে হবে।
vi) Amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি টাইপ করতে হবে।
vii) এবার DBBL মােবাইল ব্যাংকিং PIN টাইপ করতে হবে।
vii) পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID ( id) আসবে। ঐ Transaction ID এবং Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার
হবে।
• একাধিক ইউনিটে আবেদন করতে হলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group